![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনাতনী ধর্ম সমন্ধ্যে একটা বেপার হল
সবাই এই ধর্ম বেপারে জানে।
একটু বেশিই জানে।
দেখাগেলো যাই জানে আরো অর্ধেক্টা নিজে জানায়। জানাইয়া এক্সেটেনশনে অমুক তমুক ধর্ম গ্রন্থ পৃষ্টা এতো মানে, যে যেমনে মন চায় এমনেই লাগাইয়া দিল। বানিয়া দিল একটা গরম গরম উইকিপিডিয়া মন্ডিত গুগলময় ইউটিউবিত রেফারেন্স ।
এখন সমস্যা হল সনাতনে ২ ধরনের লোক আছে
যারা ধর্ম গ্রন্থের আইডিয়া রাখে
আর কিছু সংখ্যক আছে বেদ,গীতা,পুরান,উপনিষদ এই ৪/৫টা শব্দ ছাড়া অন্য কোনো আইডিয়াই রাখে না
অনেক আছে গীতার ১ টা পেইজ উল্টায়াও দেখে নাই।
এখন যারা এইসব গ্রন্থ নিয়া আইডিয়াই নাই তাদের কে এই সব ধুম ধারাক্কা রেফারেন্স দিয়া দিলে মানবে কি মানবে না এইটা নিয়াইই দিধ্বায় পড়ে যায়! শেষ মেশে তথা কথিত গুগুলের রেফারেন্স দেখলেই এক প্রকার মাইন্নাই নেয়।
আর যারা আইডিয়া রাখে তারাও দিদ্ধায় পড়ে যায় কারন সনাতন ধর্মের এতো গ্রন্থ কইত্তে কি রেফারেন্স দিল হিসাবি মিলাইয়া পায় না
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৩
নাহল তরকারি বলেছেন: এর জন্য সবাই কে ধর্মগ্রন্থ সর্ম্পকে প্রথমিক জ্ঞান রাখা দরকার।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: সকল ধর্ম গ্রন্থেই পরস্পর বিরোধী কথা আছে।যার যেইটা সুবিধা সে সেইটা ব্যবহার করে। ধর্মের বিষয়তো প্রমান করার ঝামেলা নাই কেবল শোন আর বিশ্বাস করো।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: ধর্ম একটা ফালতু বিষয়।
৫| ১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৮
সাম্রাজ্য বলেছেন: তবে সেতু ভাই আমাদের সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়ে একেবারেই ধর্ম গ্রন্থের পাশে বসে না। আমি প্রায় শুক্র বারে প্রায় মুস্লিম বাড়ি থেকেই কোরান তেলাওয়াত এর বাণি শুনি। জুম্মার নামাজের পায়তারা দেখি।
জ্বি সেতু ভাই খেয়াল রাখব
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: শুধু সনাতন কেন? সব ধর্মের বেলায় একই কথা সাজে।
বানানের বিষয়ে একটু খেয়াল রাখবেন সম্রাজ্য ভাই।