![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনু মিয়ার পরীক্ষায় প্রশ্ন এসেছে । প্রশ্নটা হচ্ছে কিভাবে বুঝবেন আপনি একজন আওয়ামীলীগ ?
একটু চিন্তা ভাবনা করে মনুমিয়া উত্তর লেখা শুরু করলো ।
উত্তরঃ
১. যখন দেখবেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে আর আপনি দৌড়ান সার্টিফিকেটধারী মুক্তি যোদ্ধার নাতীদের চাকরীদেওয়ার জন্য, তখন আপনি নিশ্চিত আপনি একজন আওয়ামীলীগ ।
২. যখন দেখবেন দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা রিক্সা চালিয়ে তাদের জীবন যাবন করে, বাদাম বিক্রি করে বেঁচে থাকে, কিন্তু আপনি সচেতন মুক্তিযোদ্ধাদের নাতীগো সম্মান বাচানোর কাজে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
৩. যখন দেখবেন, আসল মুক্তিযোদ্ধাদের খাইতে না দিয়ে, বাসস্থানের ব্যবস্থা না কইরা আপনি যখন বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বড় বড় কথা বলবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ।
৪. যদি কারো সাথে আপনার মতের মিল না হয় এবং আপনি যদি এক নিমিশেই তাকে ছাগু ট্যাগ দিয়া দেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
৫. দেশে যে কিছুই হোক না কেন, যে কোন আন্দলোন হোক না কেন সেটা যদি আওমেলীগের বিপক্ষে যায় এবং আপনার মনে যদি এই কথা উদিত হয় উক্ত আন্দোলন কেবল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
৬. যে তরুন প্রযন্ম কদিন আগেই রাজাকারের ফাঁসির জন্য সারা দিন রাস্তায় পইরা ছিল যদি সেই তরুন প্রজন্মকেই আপনি ছাগু ট্যাগ দিয়ে গালী দেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ।
৭. "রাজাকারের দুগালে জুতা মারো তালে তালে" এই স্লোগান দিয়েছে যে তরুনের কন্ঠস্বর, আপনি যদি বিশ্বাস করেন সেই তরুনের কন্ঠেই "মুক্তিযোদ্ধার গালে দুটা মারো তালে তালে" এই স্লোগান আসতে পারে তাহলে আপনি ১০০ ভাগ নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
৮. আপনি যদি মনে করেন কোটা বিরোধী আন্দোলন হল কেবল ছাগুদের আন্দোলন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
৯. যদি হিনা রব্বানীর সাথে দিপু মনির গালে গাল লাগানো সৌহার্দ্ধ পূর্ন ছবি আপনার চেতনায় কোন প্রকার আঘাত না আনে কিন্তু মেহজাবিনের সাথে শহীদ আফ্রিদির র্যাম্প মডেলিং যদি আপনার চেতনায় আঘাত আনে এবং এটা স্বাধীনতা বিরোধী কাজ মনে হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
১০. রাজাকার নির্মুল আন্দোলন টা আওয়ামেলীগের পকেটস্থ করা যদি আপনার কাছে খুব বেশি দোষের না হয় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
১১. সাভার দুর্ঘটনা এবং হলমার্ক কেলেঙ্কারি যদি আপনার খুব বড় কিছু না মনে হয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
১৩. যদি সামনের নির্বাচনে আবার যুদ্ধাপরাধীর বিচারের মুলা ঝুলিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার কথা ভাবতে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
১২. এবং এই লেখা পড়ার পর আপনার মেজাজ খারাপ হয়ে উঠে এবং আমাকে গালী দেওয়ার জন্য মুখ নিসপিস করে করে তাহলেও আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওয়ামীলীগ ।
যা ইচ্ছা বলতে পারেন, আমি কুকুরের ঘেউ ঘেউ এ কান দেই না ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৩
শামস৭১ বলেছেন: আপনি ভাবছেন নাকি?
২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
এস দেওয়ান বলেছেন: আওয়ামী লীগ তো একটা খারাপ দল এই দল নিয়ে তাঁরাই আলাপ করে যারা খারাপ মানুষ ।
যদি নিচের দুটি প্রশ্ন আসে তাহলে উত্তর কি হবে ?
১- কিভাবে বুঝবেন আপনি একজন পাকিদের পা চাটা জামাতী ?
২- কিভাবে বুঝবেন আপনি একজন খালেদার স্বাধীনতা বিরোধী চোরের দল বিম্পি ?
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০
শামস৭১ বলেছেন: হাহাহাহাহাহা ।
আপনার জন্য ৪ আর ৮ নম্বার পয়েন্ট টা ।
৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৭
টিভি পাগলা বলেছেন: ন্যাড়া ২বার বেলতলায় যেতে পারে কিন্তু আমজনতা এক মূলা ২বার খাবে না।
এই বার যদি কাউরে ফাঁসিতে ঝুলাইতে না পারে, তবে পরের বার আওয়ামীলীগ ক্ষমতায় যেতে পারবে না।
রাজাকারদের বিচারের জন্য যে তরুণরা গতবার আওয়ামীলীগকে ভোট দিয়েছিলো, তারা এইবার মুখ ফিরিয়ে নিবে।
কাদের মোল্লার আপীলের পর ৩ মাসের সময়সীমা পেরিয়ে গেছে, আর কিছু জানা যাচ্ছে না কেন?
গোলাম আজমের বিচার শেষ, রায় গত ২ মাসেরও বেশি সময় ধরে অপেক্ষামান কেন?
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬
শামস৭১ বলেছেন: সব মূলা ঝুলাইছে । দেখেন কি হয় ?
কেবল দুঃখই রয়ে গেল । কি ভেবে ভোট দিয়েছিলাম আর আজকে কি হল ??
৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৭
শামস৭১ বলেছেন: মজা পেয়েছেন ?
এখন ১০ টাকা ফ্লেক্সী দেন ।
৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
এস দেওয়ান বলেছেন: যদি পাগল কুকুরের মতো রাজাকারদের জন্য রোজ রোজ হরতাল করে দেশের গোষ্ঠী উদ্ধার করেন তাহলে বুঝবেন আপনি বিম্পি বা শুওরের দল জামাতী ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১
শামস৭১ বলেছেন: নিজের পরিচয় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ......
৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫
এস দেওয়ান বলেছেন: @টিভি পাগলা, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যাই কিছু করেছে আপনি কি অন্য কোনো দলের কাছ থেকে এর কিঞ্চিৎও আশা করতে পারবেন ? সব দলের মধ্যে তুলনা করলে এখনো লীগ বাংলাদেশের উত্তম দল ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৮
শামস৭১ বলেছেন: অবশ্যই আওয়ামী লীগ উত্তম দল ! সব দিক দিকে উত্তম দল ।
৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪
এস দেওয়ান বলেছেন: কোনো মেয়ের ছবি প্রোফাইলে ইউজ করে নিজের পরিচয় লুকোনো যায় না ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২
শামস৭১ বলেছেন: তোমার এতো পুটু জ্বলে কেন গো ??
৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০০
নীল জানালা বলেছেন: আরে থন মিয়া আম্লিগ আর জাম্লিগ। পোরফাইলের ফটুকটার বেপারে কিসু কন। পাক্না তেতুলটার নাম কি?
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২
শামস৭১ বলেছেন: তাহার নাম পারিনিতি চোপড়া
৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫
টি-ভাইরাস বলেছেন: লাস্ট লাইনটা বেশি জোসস হয়ছে
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২
শামস৭১ বলেছেন: ঐ টা ভাই লিখছি মন থেইক্যা ....
১০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯
ভবঘুরে তানিম বলেছেন: সুপার লাইক।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩
শামস৭১ বলেছেন:
১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০
দুরন্ত-পথিক বলেছেন: ভাইয়া,আপনি দেখি নিষিদ্ধ সত্য কথা বলে ফেলেছেন।এই জন্য কিছুক্ষণ পর আপনি রাজাকার থেকে শুরু করে আরও কত কিছু হতে পারবেন।যাই হোক পোস্টে অনেক ভাল লাগা থাকল।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
শামস৭১ বলেছেন: অলরেডি বলা শুরু হয়েছে ।
১২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
পথহারা সৈকত বলেছেন: হাম্বাদের পটুতে আগুন লাগছে........ তাই কিছু কিছু আবালের চুলকনী শুরু হইছে...................
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮
শামস৭১ বলেছেন: চুলকানীর মলম আছে তো ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
টিভি পাগলা বলেছেন: যদি সামনের নির্বাচনে আবার যুদ্ধাপরাধীর বিচারের মুলা ঝুলিয়ে পুনরায় নির্বাচিত হওয়ার কথা ভাবতে থাকনে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি একজন আওমেলীগ ।