নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসতে হয়, ফিরে আসার পথ ধরে

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৮

( উৎসর্গ: ব্লগার পাথুরে ' কে )





জোছনা মাতাল ফাগুনের অভিবাদন ।



অবাক হই দরজা খুলে আদি পথে

নিজেকে উৎসর্গ অথবা বিলীন করে

হাতে হাত অথবা শূণ্য হাতে সামনে আগাই ।



নিশি পাওয়া মানুষের মত

নিজেকে হারানো মানুষের মত

নিজেকে খুজে ফিরা মানুষের মত

নিজেকে বিলিয়ে দেয়া মানুষের মত

নিজেকে সমীহ করা মানুষের মত

অথবা শুধুই মানুষের মত ।



পাপ পূণ্যের বোধ শূণ্যে মিলায়

পাওয়া না পাওয়ার ক্ষোভ উপেক্ষিত

অপেক্ষা , ক্লান্তি, বেদনাহত

বোধ ও বিবেকের হিসেব নিঃশেষিত ।



ফিরে আসতে হয়, ফিরে আসার পথ ধরে

ফিরতি পথে মায়া থাকে, বাসনা থাকে

থাকে ভাল লাগা অথবা অভ্যস্ততা ।



অভ্যস্ত মানুষ স্নেহের কাঙাল, নিয়মের বেড়াজালে বন্দী

ফিরে আসা পথ, ভাল লাগা, মায়া, আসক্তি- সন্ধী । ।



অভ্যস্ততার ঘোরে আবদ্ধ মানুষ, তবুও হারাতে চায়



সাময়িক হারিয়ে যাওয়া মন্দ নয় । । । ।

মন্তব্য ৭০ টি রেটিং +২১/-১

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৯

কাব্য বলেছেন: ফাত্থুরের কি হইচে? এরুম উদাস হইয়া বইসা আছে ক্যাল্লায় :-*!!

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:০৫

শ।মসীর বলেছেন: ওর কি জানি হইছে ;)

২| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৮

শয়তান বলেছেন: আছে আশে পাশে ?




০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৫

শ।মসীর বলেছেন: আছেত..........হুমকির উপ্রে রাখছি...........

৩| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৩

রাজসোহান বলেছেন: বাহ বাহ এত সুন্দর কোবতে কেম্নে লিখলেন??

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩৮

শ।মসীর বলেছেন: কও কি :):)

৪| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৮

কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। তোমার লেখার হাত সত্যিই দারুন!

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৮

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ দাদা..... :):)

৫| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৮

আহমেদ রাকিব বলেছেন: কবিতা বুঝি না। পাথুরের নাম দেইখা পিলাস।

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯

শ।মসীর বলেছেন: হা হা হা কবিতা বুঝনা, বাকী সবইত ঠিকই বুঝ.......।

৬| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৯

রোহান বলেছেন: ফাত্তর রে ক্রমাগত নির্যাতনের মাধ্যমে সামু ত্যাগে বাধ্য কইরা আবার ফিরা আসার কোবতে লিকছে আমার নানাজান... ফাত্তর মাটির উপরে বয়া মন খ্রাপ কইরা নদীর ঐপারে কি দ্যাকতাছে??? কিরাম সন্দুজনক ;)

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৭

শ।মসীর বলেছেন: ব্যাপারটা পুরাই ;);)

নাতি এইবার ওরে ছাইড়োনা.....।ও ভাবতেছে চাইপা গিয়া পার পাইব...।

৭| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৬

সমুদ্র কন্যা বলেছেন: অভ্যস্ত মানুষ স্নেহের কাঙাল, নিয়মের বেড়াজালে বন্দী
ফিরে আসা পথ, ভাল লাগা, মায়া, আসক্তি- সন্ধী । ।

ফিরে আসাই ভাল, হারিয়ে যাওয়ার চেয়ে। ভাল লাগল কবিতা।

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৪

শ।মসীর বলেছেন: সাময়িক হারিয়ে যাওয়া ও মন্দ নয় ।

৮| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৯

পথিক মানিক বলেছেন: বাহ! দারুন তো........

ভালো লাগা রেখে গেলাম।

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৬

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ-বুঝে নিলাম......

৯| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:২৪

শয়তান বলেছেন: কবিতা কিন্তু জোস লাগছে :)

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:০২

শ।মসীর বলেছেন: পাথর খুশী হইয়া আমারে লাঞ্চ করাইছে.......আর কইছে মুল ঘটনা চাইপা যাইতে... ;)

১০| ০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৮

রোহান বলেছেন: আমারে ডাকলে আমিও লাঞ্চিত হইতে আসতে পারতাম... আর এই নিয়া হাউ কাউ বন্ধ করতে পারতাম... আফসুস... ফাত্তরে এই দুস্তর কথা মনে কর্লো না... অহন নানার থিকা ঘ্যাটনার ডিটেইলসে বিস্তারিত জান্তে চাই...

ফাত্তরের সন্দুজনক আচরণের আর উদাসী হইয়া নদীর হেই পারে চাইয়া থাকনের কারণ কিতা????

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৫৩

শ।মসীর বলেছেন: ঘটনা বড়ই জটিল.........। পাথ্থর কইছে তোমারেও লাঞ্চিত করবো, লারালারি যাতে না কর........।

ও আজকাল কই কই জানি হারাইয়া যায়....।

১১| ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০৭

আহমেদ রাকিব বলেছেন: লারালারি করলে দেখি লান্চ লাওয়া যায়? ভালো মানুষের কুনু দাম নাই দেখি। শামসু, কামডা ভালা করটাছ না। ভালা একটা পুলারে এইভাবে ধইরা বাইন্ধা রাখা। পেরতিবাদ। তীব্র পেরতিবাদ।

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৬

শ।মসীর বলেছেন: ভালো মানুষের কুনু দাম নাই দেখি।;)

১২| ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০৮

রোহান বলেছেন: তাইলে ঠিকাছে... ফাত্তর রে সাত দিনের আলটিমেটাম প্রদান পূর্বক ইহার মাঝের কোনো এক দুপুরের লাঞ্চনার আশায় লালায়িত হইয়া তাহার এতদসংক্রান্ত যাবতীয় ঘ্যাটনা ভুইলা গেলাম...

অট - ১: সাতদিনের মাঝে লাঞ্চনার চিহ্ন না দেখা গেলে মেমরি ফিরত আইতারে...

অট - ২: কোবতে ভালো হইছে...

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫২

শ।মসীর বলেছেন: সাতদিনের মাঝে লাঞ্চনার চিহ্ন না দেখা গেলে মেমরি ফিরত আইতারে...


ফাত্তুরে ফাত্তুরে তুমি কোথায়............

১৩| ০৭ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৩

শ।মসীর বলেছেন: হা মা ভাই অনেক ধন্যবাদ.....।

১৪| ০৭ ই মার্চ, ২০১০ রাত ১০:০৫

তায়েফ আহমাদ বলেছেন: দোস্তরে মিস্‌ করি।
:(

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:২৯

শ।মসীর বলেছেন: ফাত্তুরে ফাত্তুরে তুমি কোথায়............

১৫| ০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:০৮

নীল ভোমরা বলেছেন: ফাত্তুরে কুতায়?!

০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:২৫

শ।মসীর বলেছেন: ফাত্তুরে ফাত্তুরে তুমি কোথায়............

১৬| ০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো শামসীর যাযাবর......
যে সরলতার কথা বলে এসেছিলে।তা খুঁজে পেলাম এখানে।

সুন্দর শিরোণামের সুন্দর কবিতা।
শুভকামনা নিরন্তর।

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৫

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপু.........ভাল থাকবেন ।

১৭| ০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
আর হ্যা পাথুরেটা কই?
অনেকদিন দেখিনা..............

ওর জন্য শুভকামনা।

০৮ ই মার্চ, ২০১০ রাত ১:০৯

শ।মসীর বলেছেন: সাময়িক হারিয়ে যাওয়া মন্দ নয় ।পাথুরে এখন সাময়িক বিরতীতে আছে আপু.....।

১৮| ০৮ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

শয়তান বলেছেন: আম্রা কি দুষ করলাম :( লাঞ্চিত হৈতাম চাই :#)

০৮ ই মার্চ, ২০১০ রাত ১:১৫

শ।মসীর বলেছেন: চইলা আসেন এক সাথে আবার লাঞ্চিত হইমু :):)

১৯| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:২৬

পাথুরে বলেছেন: নানা তুমার টেকনিকটা ভালাই... স্ক্যান্ডাল ছড়ায়া আমারে খবর দিয়া টাইনা আনলা ...

আর রাকিব- রোহান.. ক্যামনে ভাবলা আমি কিপ্টা নানারে খাওয়ামু? প্রয়োজনে নানাকে বিবাহ দিব, তবু লাঞ্ছিত করতে পারবো না। ;) ;)

শয়তান- তক্কে তক্কে.. চান্স পাইলে ছাড়ে না।

@সাজি'পু- :) পাথুরে এখন হন্টনগ্রস্ত।

কাব্য বাবু- চকলেত খাবাল দন্যে মন উদাস... :(
তায়েফ- :)




সুপার অফটপিকঃ
নানা কবিতা চরম হৈছে। তোমার সুপার রোমান্টিক কবিতার চেয়ে এই প্যাটার্নটা ভিন্ন।



সুপার ডুপার অফটপিকঃ নানারে পচ্চুর ধইন্যা.. :)

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩০

শ।মসীর বলেছেন: :):):):):):):)

২০| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৩

পাথুরে বলেছেন: আর হ্যাঁ.. ঠিক বিরতি না.. বিরতি নেয় সেলিব্রিটিরা .. আমি আমজনতা..

কেন ঠিক বলতে পারি না.. এমনিই কেন যেন ব্লগে নিয়মিত আসা হয় না।
তবে এটা ঠিক.. সবাইকে মিস করি।


নানা- আমি সারাদিনের ট্রেনিং সেশনে গেলাম...
স্ক্যান্ডাল ছড়ালে মাঠে নেমে পড়বো কিন্তু.. (এটা হুমকির মধ্যে পড়ে.. :-B B-)) B-)) )

০৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৬

শ।মসীর বলেছেন: হুমকি কবুল.......নাইমা পড় । ।

নাহলে সবাইরে কইয়া দিমু....।

২১| ০৮ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৮

রোহান বলেছেন: পাত্থর দুস্ত.... টাইম বাইর কইরা একদিন দুপুরে ডাক পাড়লেই আম্রা আড্ডা মারণের লিগা চইলা আমু... হের পরে কিডা কারে লাঞ্চিত করাইবো দেখা যাবে নে... হে হে হাজার হোক হেইখানে নানা নিজেও তো থাকপে ;)

অট: বুইড়া কালে আইসা আবার কিয়ের টেরনিং?

০৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:০২

শ।মসীর বলেছেন: গিয়ান অর্জনের কি বয়স আছে নাকি নাতি !!!! এইডা কি কইলা !!! ট্রেনিং এর চেয়ে শান্তির জায়গা আর আছে নাকি ;)

২২| ১০ ই মার্চ, ২০১০ রাত ১:৩৩

ব্যাপারনা বলেছেন: ফিরে আসতে হয়, ফিরে আসার পথ ধরে ................।

১০ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫৬

শ।মসীর বলেছেন: ফিরে আসতে হয়, ফিরে আসার পথ ধরে ................।

২৩| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৩৯

চতুষ্কোণ বলেছেন: প্রস্তরযুগের পোলাডারে ইদানিং দেখি টেখি না।

পাত্থর ভাই ভালা নি :D

১৫ ই মার্চ, ২০১০ রাত ১:৩৫

শ।মসীর বলেছেন: আছে ভালই.....। মনে মনে কি জানি ভাবে ;)

২৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:১৭

খারেজি বলেছেন:
তো শামসীর, ওই .... টারে নিয়া পোস্টটা মুছে ফেললাম বলে আপনার পোস্টেই আসা, এই কমেন্টাও পোস্টের সাথে অপ্রাসঙ্গিক বলে মুছে ফেলাই ভালো।


এই তিনটা নিকের বহু ঝগড়া এই ব্লগেই হৈছে। দ্যাখেন নাই? নাই দেখতে পারেন, কিন্তু এই রকম সন্দেহ করার আগে তিন জনের লেখাগুলারেও মাপতে পারতেন। এই আর কি।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:৩০

শ।মসীর বলেছেন: খারেজি- সামুতে বহুল প্রচলিত একটা কথা আছে রিভার্স খেলা , বিখ্যাত সবাই দেখি প্রায়শই এই অভিযোগ করে বসেন। কি করে যে তারা কোন নিক কার, কার কয়টা নিক, কে কোন কোন নিকে ব্লগান , কেমন করে যে বুঝেন আমার মাথায় ঐ সব ঢুকে না।

আপনাদের দুজনের পোস্ট যে একেবারেই পড়িনাই তা নয়, তাই মনজুরুল হককে ঐ কাতারে রাখতে পারছিলামনা। চরম নেগেটিভ ই পারেন হঠাৎ করে চরম পজেটিভ হয়ে যেতে , কিন্তু আমি মানতে চাইছিলাম না মনজুরুল হক অমন কেউ , এই আর কি। কাউকে ভাল লাগলে তাকে নিয়ে কোন অভিযোগ উঠলে শুরুতে কস্ট পাওয়াটাই স্বাভাবিক, বিচার বিশ্লেষন একটু পরে ফিরে আসে......।

যাক ব্যাপারনা.................। ভাল থাকবেন।

২৫| ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১:১০

রোহান বলেছেন: কিরামাছো নানা?

১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৮

শ।মসীর বলেছেন: নাতি চলছে কোন রকম, তুমি আছো কিরাম.......

২৬| ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১:১৩

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: সাময়িক নয়, একেবারেই হারিয়ে যেতে চাই!! :(

১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩১

শ।মসীর বলেছেন: এইটা কি কইলেন..........।ব্যাপারটা ঠিক হইবোনা কইয়া দিলাম...

২৭| ১৩ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩১

মেঘ রোদ্দুর বলেছেন: ফিরে আসতে হয়, ফিরে আসার পথ ধর.......কবিতা অনেক ভাল লাগছে+++++

১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৩

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ .......।

২৮| ১৪ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০১

পারভেজ বলেছেন: চমৎকার কবিত্ব :)

১৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

শ।মসীর বলেছেন: :):)

২৯| ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৮

তাজা কলম বলেছেন: অভ্যস্ততার ঘোরে আবদ্ধ মানুষ, তবুও হারাতে চায়

সাময়িক হারিয়ে যাওয়া মন্দ নয় । । । ।

ভাল লাগল শামসীর।

১৫ ই মার্চ, ২০১০ রাত ১:৩৩

শ।মসীর বলেছেন: ধন্যবাদ তাজা কলম ভাই........।

সাময়িক হারিয়ে যাওয়া মন্দ নয় । । । ।

৩০| ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৫

জুল ভার্ন বলেছেন: সুন্দর শিরোণামের সুন্দর কবিতা। ২০ নম্বর প্লাস।

হঠাত করে তুমি কিছুটা লেখালেখি কমিয়ে দিয়েছো মনে হচ্ছে। ব্লগে আমার ১০ দিনের অনুপস্থিতিতে মাত্র ২ টি লেখা পোস্ট দিয়েছো!

নিরন্তর শুভ কামনা।

১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩২

শ।মসীর বলেছেন: সত্যি বলতে একটা অস্হির সময় পার করছি, আমার আশেপাশে যা কিছু দেখছি কোন কিছুই যেন ঠিক চলছেনা.........।কোন কিছুই মেনে নিতে পারছিনা, এমনটিত হওয়ার কথা না, বা উচিৎ না, তবুও সবই ভুল পথে চলছে এই দেশে- দেশ, সমাজ, ব্যক্তি সবই । আমি চরমতর হতাশ হয়ে পড়ছি..........।


কাল বাসে রাতে বাসায় ফিরছি, গুলশান থেকে একলোক উঠে বলছে- বিলবোর্ড পড়ে দুজন মারা গেছে....আহারে আহারে- আমি হঠাৎ করে চিল্লিয়ে বলে উঠি ধুর মিয়া থামেন, এমন কয়েক ডজন মরলেও এই দেশে কোন ব্যাপারনা, এত চিল্লাচিল্লির কিছু নাই ---বলার পর আমি নিজেই হকচকিয়ে যায়, আমিত এভাবে বলার কথা না !!!!

৩১| ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৪

~অন্ধ~ বলেছেন: প্রত্যেকটি মানুষই একান্ত পরিসরে হারাবার চিন্তা করে সব কিছু ফেলে রেখে। কিন্তু এটা সম্ভব হয়ে উঠে না পারিপার্শ্বিকের কারনেই।

তাইতো আমার কাছে মনে হয় প্রতিটি মানুষই নিজের ভিতর অন্য এক মানুষ।

কবিতাটা যতটা না ভাল লেগেছে তার চেয়ে ভাললেগেছে কবিতার বিষয়বস্তু।


অন্ধ মানুষের মন্দ কথায় কিছু মনে করবেন না...:)

১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৪

শ।মসীর বলেছেন: প্রতিটি মানুষই নিজের ভিতর অন্য এক মানুষ।


কিছু মনে করব কেন , ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩২| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৫

হেমায়েতপুরী বলেছেন: অনেক সময় ফেরার আর পথ থাকেনা... ফিরে আসতে চাইলেও ফেরা যায়না... আর ফেরা হয়না।

১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩২

শ।মসীর বলেছেন: হুমমম মাঝে মাঝে চলে যেতে হয় না ফেরার পথে.............কখনো কখনো পথই শেস হয়ে যায়.......

৩৩| ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কখনো কখনো পথই শেষ হয়ে যায়....... চমৎকার।

১৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৮

শ।মসীর বলেছেন: ধন্যবাদ...।

৩৪| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১১:০১

পল্লী বাউল বলেছেন: পাত্থুরের জীবন ধন্য। আশাকরি পোলটা এরপর আর শামসীর বদ্দারে জ্বালাবে না।

১৭ ই মার্চ, ২০১০ রাত ১:১৯

শ।মসীর বলেছেন: আরে ফল আরও উল্টা হইছে.....আজকে বসরে কয় বস শামসীর ভাইত াপনারে নিয়া কবিতা লিখতাছে.....কেউ কিছু করলেই কয় ভাই কবিতা লেইখা ফেলেন ;)

৩৫| ১৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩০

জলকণা বলেছেন: আপনিতো সুন্দর কবিতা লিখেন!

কেমন আছেন? :)

১৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১৫

শ।মসীর বলেছেন: এইত চলে যাচ্ছে ভাল মন্দ মিশিয়ে........।

ধন্যবাদ উৎসাহের জন্য..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.