নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
সাত বছর আগে পাঁচই ফেব্রুয়ারি সকাল সাত টায় সামুতে রেজিষ্ট্রেশন করেছিলাম, নিশ্চিত ভাবে বেকার জীবনের সেই সময়ে সারারাত জেগেছিলাম, না হলে সকাল সাত টায় এই কর্ম করার কোন কারন ই আমার নেই । প্রথম আলোর অনলাইন ভার্সেনে ঠিকানা পেয়ে এসেছিলাম সামুতে ।
সময় কত দ্রুতই না বয়ে চলে, সাত সাতটি বছর চলে গেল, পাওয়া না পাওয়ার নানা সমীকরন সাথী করে পথ চলাও থেমে নেই । প্রথম দিক কার নিয়মিত একজন পাঠক, ধীরে ধীরে ছবি ব্লগ দেয়ার মধ্য দিয়ে এগিয়ে গেছে সামুর পথ চলা ।
এক সময় সাহস করে ছোট গল্প লেখা শুরু করেছিলাম । সে সাহসী পথ চলায় একসময় বই মেলাতে আমার লেখা গল্প নিয়ে একটি বই ও বের হল। এর জন্য শুধু এবং শুধুই সামুর কাছে কৃতজ্ঞতা । সামুতে বাংলা লেখার সুযোগ না পেলে এই সৌভাগ্য কোন দিন ও হত কিনা জানিনা ।
আমার এই পথ চলাতেই আনন্দ । আর সেই আনন্দের সাথী এখন সামুও । কোথাও গেলে ভাবি এই নিয়ে সামুতে কিছু লেখা যায় কিনা । সু্ন্দরবনে বসে প্রথম ব্লগার হিসেবে ব্লগিং করা থেকে শুরু করে বাংলাদেশের যত জায়গায় ঘুরেছি তার সবই ধরে রাখার চেস্টা করেছি এই সামুর পাতায় ।
বলতে গেলে নাওয়া খাওয়া থেকে শুরু করে সবইত শেয়ার করে ফেলি এই ব্লগে।
বিয়ে কিংবা হানিমুন যাই হউকনা কেন সেটা ব্লগে শেয়ার না করলে প্রিয় ব্লগ বন্ধুদের না জানালে মনে হয় বি্ষয়টি যেন অপূর্ণই রয়ে গেল।
অন্যরকম একটা জগত এই ব্লগ, আমিত বলি মাছের বাজার। কি নেই এতে, ছোট্ট একটা বাংলাদেশ এই ব্লগ, বাংলাদেশের মানুষের নানা চরিত্রই খুজে পাওয়া যায় এই ব্লগে প্রতিনিয়ত তা অর্থের দিক দিয়ে ভাল হউক কিংবা মন্দ। ভাল মন্দের মিশেল যেমন আমাদের বাস্তব সমাজ তেমনি ভাল মন্দের উপস্হিতি এই ব্লগে । কারো জন্য ঝাপিয়ে পড়া থেকে শুরু করে কারো চৌদ্দ গুষ্ঠী উদ্ধার সবই হয় এই মনের খাতায় । একসময় ব্লগীয় নানা ঘটনা মনপীড়ার কারন হলেও এখন অনেকটা তা থেকে মুক্ত, আমার কাছে ব্লগ মানে মনের খাতা, ইচ্ছে মতন লেখার খাতা, আর অন্যের মনের উপর যেহেতু আমার হাত নেই তাই তা নিয়ে মাথা ঘামানোর ও কোন মানে নেই ।
নানা ব্যস্ততায় প্রতিদিন সব ব্লগ এখন আর পড়া হয়না, তবুও সময় করে আসি, চোখ বুলাই, হয়ত শুধুই পড়া হয় কোন কমেন্ট করা হয়না !!
সামু জীবনের সব থেকে বড় পাওয়া আমার ছেলেকে নিয়ে লেখা 'আমাদের তুই ' সিরিজ, পৃথিবীতে তার আগমনের সাথে জড়িত প্রতিটি ঘটনাই চেস্টা করেছি এই মনের খাতায় লিখে রাখতে। সে কখনো পড়বে কিনা জানিনা তবে সামুর পাতা আমি অনেক দিন পড়েও হয়ত উল্টিয়ে দেখব সেসব অনুভূতি গুলোকে আবার ছুয়ে দেখার জন্য । এমন একটি সুযোগ দেয়ার জন্য আবার ও সামুর প্রতি ভালবাসা ।
চলতে থাকুক ব্লগিং, পথ চলা হউক নিরন্তর প্রিয় ব্লগারদের সাথে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
শের শায়রী বলেছেন: আমার অভিনন্দন জানুন
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার সিরিজের মহা ভক্ত হয়ে গেছি, উত্তেজনা টের পাচ্ছি ।
তার তুলনায় আমার এটাত কিছুইনা ।
Click This Link
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
অণুজীব বলেছেন: শুভেচ্ছা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
লাবনী আক্তার বলেছেন: অভিনন্দন ভাইয়া!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
মরণের আগে বলেছেন: শ।মসীর ভাই আপনাকে অভিনন্দন। ৭ বছর বিসাল ব্যপার অনেক বড় পথ
আমি গত ৫/৬ বছরের নিওমিত পাঠক লিখালিখির অভ্যাস আমার নেই তারপর ও চেষ্টাকরি আর দোয়া করবেন আমার জন্য ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
শ।মসীর বলেছেন: চলতে থাকুক ব্লগিং, পথ চলা হউক নিরন্তর প্রিয় ব্লগারদের সাথে ।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
লিন্কিন পার্ক বলেছেন:
অভিনন্দন !!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
শ।মসীর বলেছেন:
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
আমি ইহতিব বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা ভাইয়া, আপনার লেখা নিয়মিত পাইনা এখন, আশা করছি সময় করে আবার নিয়মিত হবেন।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
শ।মসীর বলেছেন: ইচ্ছে করে নিয়মিত হতে, কিন্তু সময় করে উঠতে পারিনা, কত কিছু লেখার জন্য ঠিক করি আবার ভুলে যায়
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
জামিনদার বলেছেন: অভিনন্দন।সুখ সমৃদ্ধ দীর্ঘায়ু কামনা করি।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
রেজওয়ান তানিম বলেছেন: আপনার কাছে সাত বছর পরে কেমন লাগছে বা কি মনে হচ্ছে জানি না তবে আমার কাছে তিন বছর পরেই ব্লগিং করাটা খুব কঠিন ঠেকছে। সেই হিসেবে বলব আপনার অসীম ধৈর্য্য
চালিয়ে যান ব্লগিং। হ্যাপি ব্লগিং
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪
শ।মসীর বলেছেন: সত্যি বলতে আমি আসলে ব্লগ টাকে মিস করি। আগের মত টাইম ডিতে না পারার কারনে নতুনদের সাথে পরিচয়টাও অনেক কম, তবুও প্রায় লেখাই পড়ি, তবে নিজের লেখালেখিটা অনেক কমে গেছে পারিবারিক ব্যস্ততার কারনে । তবুও চলছে টুকটাক, চলতে থাকুক।
সম্ভবত ব্লগিং আর ফটোগ্রাফি এই দুটা কাজেই আমি ধৈর্য্য দেখাতে পেরেছি আর কিছুতে নয়
শুভকামনা ।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
জাহিদ ফারুকী বলেছেন: অনেক অনেক অভিনন্দন
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও ।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
ফারজুল আরেফিন বলেছেন: অভিনন্দন ভাইয়া......
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
নীল ভোমরা বলেছেন:
আপনাকে হিংসে হয়....... অস্তি-মজ্জ্বে আমি ট্রাভেলার, কিন্তু অনেকদিন অজানায় হারিয়ে যাওয়া হয়ে ওঠেনা !.... মনে-প্রাণে আমি ব্লগ ভালবাসি, অনেকদিন কোন পোস্ট দেয়া হয়না।.......এমন এক নাজুক পরিস্থিতিতে আছি.... ইদানিং সময় আমার জন্য দূর্লভ হরিণ!
আবারও ফিরে আসার অপেক্ষায়...
শুভকামনা!
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭
শ।মসীর বলেছেন: আপনার নাফাখুমের ছবি দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল, ছুটে গিয়েছিলাম রেমাক্রি
নিয়মিত হবেন নতুন ভ্রমন নিয়ে এই কামনায়।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
মামুন হতভাগা বলেছেন: অভিনন্দন !!
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭
শ।মসীর বলেছেন:
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
জুন বলেছেন: অভিনন্দন সাত বছর পুর্তির
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১
শ।মসীর বলেছেন: শুভকামনা, কেমন ঘুরছেন ।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
shfikul বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ক্ষুধিত পাষাণ বলেছেন: সাত বছর- জীবনের বিরাট একটা সময়!
অভিনন্দন।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
শ।মসীর বলেছেন: আসলেই নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যায়, এত লম্বা সময় !!!
শুভকামনা ।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:২২
আহমাদ জাদীদ বলেছেন: অনেক অনেক অভিনন্দন ।
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও.....
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
হাসি .. বলেছেন: সাত বছরের জন্য অভিনন্দন
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
শ।মসীর বলেছেন: বুরা হয়ে গেলাম
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ কামনা রইল অনেক