নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
গতকাল রাতে ছোট খালা ফোন করে বলল আমি যেন ছেলেকে ভিটামিন এ ক্যাপসুল না খাওয়াই, কারন তিনি শুনেছেন এ ক্যাপসুলের গুনগত মান ভালনা, ভারতের যে কোম্পানির কাছ থেকে নেয়া হয়েছে সেখানেও ঘাপলা আছে, এমনকি বিশ্ব স্বাস্হ্য সংস্হাও এ নিয়ে আপত্তি জানিয়েছে !!! তাকে আশ্বস্ত করলাম যে ছেলেকে খাওয়াবোনা, কারন ভিটামিন এ এর অভাব যাতে না হয় অমন খাদ্য খাওয়ানো হলে অতিরিক্ত এ ডোজের দরকার নেই ।
কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস আর পেপারেও দেখলাম ভারতীয় ঐ কোম্পানির মান নিয়ে সমস্যা, এমনকি তাদের নিজের দেশেও গ্রহনযোগ্যতা ভাল না । জেনে শুনে কার স্বার্থ রক্ষায় আমাদের স্বাস্হ্য বিভাগ এই কাজটা করল কিংবা এটা নিয়ে তাদের কাছে কি গ্রহনযোগ্য কোন ব্যাখ্যা আছে, বিশ্ব স্বাস্হ্য সংস্হার আপত্তির পরও কেন তারা ঐ পথে হাঁটলেন।
ভারত কে আমি খুব একটা বিশ্বাস করিনা, করার কারন ও নেই । ২ কোটি শিশুকে এই ভিটামিন খাওয়ানো হবে, এটার যে লংটার্ম কোন সাইড এফেক্ট হবেনা সেটা নিয়ে কোন পরীক্ষা কি আমাদের সরকার করেছেন। দেশের একটা প্রজন্ম - তাদেরকে কি এভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো ঠিক হচ্ছে ??
ভিটামিন এ এর অভাব না থাকলে খাওয়ানোর দরকার নেই, কিন্তু গ্রামের সহজ সরল মানুষের কাছে কি এই নিয়ে কোন ধারনা আছে । ।
টাকা আর কমিশনের লোভে এই দেশটা খালি বিক্রি হয়ে চলেছে , যার যখন ইচ্ছা তার হাতে !!!
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
শ।মসীর বলেছেন: যেহেতু একটা সন্দেহের উদ্রেক করেছিল, সো সরকারের কি উচিত ছিলনা একটা বিবৃতি দেয়া ।
২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫
অক্রুর মাঝি বলেছেন: আমার বউও আজকে বলছিল কি একটা ঘাপলার কথা, খাওয়াই নাই আর । মেরে ভারত মহান !
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
শ।মসীর বলেছেন: মহান ভাবার অনেক কারন ই আছে।
৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
রাসেল ভাই বলেছেন: সব কুত্তার বাচ্ছা আর আমরা তাদের সমিহ করে চলি কামরের ভয়ে
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭
শ।মসীর বলেছেন:
৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
শ।মসীর বলেছেন:
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
শ।মসীর বলেছেন: http://manobkantha.com/2013/03/09/111134.html
৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
েজ আলম বলেছেন: আমি আমার বাচ্চাকে খাইয়ে ফেলেছি। এখন ভয়ে আছি এই সংবাদ দেখে।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
শ।মসীর বলেছেন: আল্লাহ ভরসা, টেনশন নিয়েন না ।
৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
সোহানী বলেছেন: টাকা আর কমিশনের লোভে এই দেশটা খালি বিক্রি হয়ে চলেছে , ......ভাই তাদের লোভের বলি কেন আমার বাচ্চাটা হবে? টাকা আর কমিশনের কি ভন্য পথ নেই? আমার বাচ্চা কেন এর বলি হবে !!!!!
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
শ।মসীর বলেছেন: যারা ধান্দায় থাকে তাদের কাছে পথ গুরুত্বপূন্য নয়, টাকাটাই মুখ্য ।
৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
হাসি .. বলেছেন: টাকা আর কমিশনের লোভে এই দেশটা খালি বিক্রি হয়ে চলেছে , যার যখন ইচ্ছা তার হাতে !!!
এমন একটা জিনিস যা কিনা শিশুদের জীবন জড়িত তা নিয়েই এমন অবহেলা??? ছি
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
শ।মসীর বলেছেন: যারা ধান্দায় থাকে তাদের কাছে পথ গুরুত্বপূন্য নয়, টাকাটাই মুখ্য ।
৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
কাঙ্গাল মুরশিদ বলেছেন: "......ভাই তাদের লোভের বলি কেন আমার বাচ্চাটা হবে"
হবে কারণ আমরাই এদের ভোট দিয়ে নির্বাচিত করি, সকল অন্যায় অপকর্ম মুখ বুজে সহ্য করি। কবিগুরু বহু আগেই বলে গেছেন -
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃনা তারে যেন তৃণসম দহে
আপনি আমি যতদিন অন্যায় জুলুম অবিচার মুখবুজে সইব ততদিন এইসব বিপদ আমাদের উপরই আসবে - এটাই দুনিয়ার নিয়ম।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
শ।মসীর বলেছেন:
৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
ইব্রাহীম খলিল মাসুম বলেছেন: আমার এলাকায় প্রচুর শিশুকে ডাক্তার খানায় স্বচক্ষে অসুস্হ দেখে সামুতে পোষ্ট দিলাম , কিন্তু সামু ডিলিট করে দিল , বুঝলাম না কিছু ।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
শ।মসীর বলেছেন: পত্রপত্রিকায় যোগাযোগ করুন, ঘটনা সত্য হলে এলাকার সবাই মিলে বিক্ষোভ করুন ।
১০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
সাগর হাসি বলেছেন: আমাদের এখানে এই ক্যাপসুল খেয়ে নাকি বাচ্চা মারা গেছে। আল্লাহ আর কত।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
শ।মসীর বলেছেন: ???????
১১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪
স্পেলবাইন্ডার বলেছেন: কোথাও স্বস্তি নাই ভাই।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
শ।মসীর বলেছেন:
১২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
মুক্তবন্দী বলেছেন: আমার বাচ্চাকেতো খাওয়াই ফেলছি। এখনতো টেনশনে কি করবো কিছু বুঝে উটতে পারতেছিনা।
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
শ।মসীর বলেছেন: আল্লাহ ভরসা, টেনশন নিয়েন না ।
১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
নীলপথিক বলেছেন: চিন্তায় আছি ভাই। আমার বাচ্চাটাকে সকালে খাওয়ানো হয়েছে। এখন পর্যন্ত কোন অস্বাভাবিকতা লক্ষ্য করিনি, তবে উনার মেজাজ খুব গরম। শরীর ভালো না হয়তো বা, বলতে তো আর পারে না।
১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
শ।মসীর বলেছেন: আল্লাহ ভরসা, টেনশন নিয়েন না ।
১৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
আদম_ বলেছেন: শালার কই যে যাই !!
১৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯
বিষক্ষয় বলেছেন: টাকা আর কমিশনের লোভে এই দেশটা খালি বিক্রি হয়ে চলেছে
১৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০
মোঃমোজাম হক বলেছেন: ভাগ্যিস বাচ্চা বড় হয়ে গিয়েছে
১৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
নির্ভীক আহসান বলেছেন: এই মাত্র খবর পেলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছে (ভিটামিন এ ক্যাপস্যুল খেয়ে) যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
১৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
বিজ্ঞান বলেছেন: আমার নুল হাইপো থিসিস (ভিটামিন এ ক্যাপসুল খেয়ে দেশের বিভিন্ন স্থানে একটা শিশুও অসুস্থ হয়ে পড়েনি) আপাত ভুল প্রমাণিত হলো।
১৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯
অতল গহবর বলেছেন: আমরা অনেক দেশকে নিয়ে অনেক ভাবি
২০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১১
নীরব দর্শক বলেছেন: ২ কোটি শিশু! যে কোন শিশু হাসপাতালে গিয়ে দেখবেন প্রতিদিন অনেক শিশু নানা কারনে ভর্তি হচ্ছে। আজো হয়েছে। এর কারন অনেক কিছু হতে পারে।
তারপরেও বাবা হিসাবে আমি আপনার ডিসিশন এর সাথে একমত। এত বিতর্কের মধ্যে দরকার হলে পয়সা দিয়া খাওয়াতাম কিন্তু বাচ্চা নিয়ে কোন টেনশন ও রিস্ক নিতাম না।
+
২১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ছোট্ট শিশুরা আর খারাপ ওষুধের গুজব বা আতংকের কি বুঝে! এই ভিটামিন এ-ক্যাপসুলের মান খারাপ হওয়াতেই তারা অসুস্থ হয়ে পড়ছে। আর কয়েক মাস আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে হুশিয়ারি দেয়। পদ্মা সেতু বিষয়ে যেমন বিশ্বব্যাংকের তরফ হতে র্দূনীতির অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিছে এখন এই ক্ষতিকর ক্যাপসুলের বিষয়টাও হাসিনার সরকার তার চামচা মিডিয়া ও সাংবাদিকদের দিয়ে ধামাচাপা দিবে।
২২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার দুই পোলা সকালে ভিটামিন খাইয়াতো দিব্যি ঘুইরা বেড়াইতেছে... ইনশাল্লাহ কিছু হবে না...
২৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার দুই পোলা সকালে ভিটামিন খাইয়াতো দিব্যি ঘুইরা বেড়াইতেছে... ইনশাল্লাহ কিছু হবে না...
২৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
চাঁদ ~ মামা বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ছোট্ট শিশুরা আর খারাপ ওষুধের গুজব বা আতংকের কি বুঝে! এই ভিটামিন এ-ক্যাপসুলের মান খারাপ হওয়াতেই তারা অসুস্থ হয়ে পড়ছে। আর কয়েক মাস আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে হুশিয়ারি দেয়। পদ্মা সেতু বিষয়ে যেমন বিশ্বব্যাংকের তরফ হতে র্দূনীতির অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিছে এখন এই ক্ষতিকর ক্যাপসুলের বিষয়টাও হাসিনার সরকার তার চামচা মিডিয়া ও সাংবাদিকদের দিয়ে ধামাচাপা দিবে।
২৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
বাংলার পোলা বলেছেন: বোকাচোদা বাঙালী কে হূজূগ দেখায় ভয় পাওয়াণো খূব সহজ।
"হাসতে হাসতে গোলাম আজম বলেন, পাকিস্তানে পলিওর টিকা খাওয়ানর জন্য স্বাস্থকর্মীদের কতল করা হয়েছে। সে দেশে লবনে আয়ডিন মিশান হচ্ছে শুনলে লোকজন ধরে পুটু মেরে দেয়। আজ বুঝলাম, বাংলাদেশেও আমার সারা জীবনের সংগ্রাম সফল।
আবেগঘন কণ্ঠে গোলাম আজম বলেন, বাংলাদেশে লোকজন মোহর মারা ভুদাই। তারা চাদের বুকে সাঈদীকে দেখার গুজবের পরও কুন শিক্ষা লাভ করে নাই। ভিটামিন এ কেপসুলের গুজবও তারা ভক্ষন করেছে। এই দেশের লোকজনকে আমরা অচিরেই পাকিস্তান হতে অধিক ভুদাই বানাইয়া ছাড়ব।"
SATAIRE KORE LEKHA HOLEO , AITAI SOTTO
২৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যারা শিশুদের দিকে না চেয়ে সরকার এবং ভারতের নির্লজ্জভাবে দালালীতে লিপ্ত তাদের জন্য করুনা হয়।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪
খায়ালামু বলেছেন: প্রথম আলোর রিপোর্ট থেকে "৬ নভেম্বর বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের স্বাস্থ্য খাত উন্নয়ন কর্মসূচির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জ্যাকলিন টি এফ মোহন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ক্যাপসুল বিতরণ করার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রত্যয়নকৃত পরীক্ষাগারে ক্যাপসুলের মান যাচাইয়ের কথা বলেন। চিঠিতে মান সম্পর্কে নিশ্চিত না হয়ে ক্যাপসুল বিতরণ না করার কথা বলা হয়।"
দুই বার ডেট দিয়েও নিশ্চিত না হওয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো বন্ধ ছিল ।
(১) সরকার যখন এতদিন পর খাওয়াচ্ছে এবং (২) শুধু সন্দেহের উপর কোন সংবাদ প্রচার করা গাধামী ছাড়া কিছু নয় ।
প্রথম আলোর রিপোর্ট ১০ জানুয়ারীর আর আজকে ১২ মার্চ। অর্থ্যাৎ দুই মাস আগের