নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

অবশেষে মালেক পৌঁছে গেল মালয়েশিয়ায় !!!

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪





অবশেষে মালেক পৌঁছে গেল মালয়েশিয়ায় !!!

বৃহঃস্পতিবার রাতে আইএসডি কল পেয়ে ধরতে ধরতে ভাবলাম কে আবার ফোন দিল । সালাম দেয়ার সাথে ও প্রান্ত থেকে শোনা গেল ভাইয়া আমি মালেক ।

বিষ্ময়ে আমি জোরে বলে উঠলাম তুমি মালয়েশিয়া পৌঁছে গেছ ?? হাসতে হাসতে সে বলল হ্যাঁ ভাইয়া পনের দিন হল । মানুষ আসলেই তার স্বপ্নের সমান বড়, নানা বাঁধা বিপত্তির পরও, ফল যায়ই হউক না কেন স্বপ্ন পূরনের পথে মানুষ ছুটে চলে, তেমনি ঝড় ঝাপটা সব জয় করে মালেক ও পৌঁছে গেল মালয়েশিয়ায় ।

বিস্তারিত শুনলাম মালেকের মুখেই, দালালরা তাকে জানানোর পর এইবার সে আর বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চেপে বসে ট্রলারে , বাড়ির লোকজন জানে সে ব্যবসায়িক কাজে চিটাগং গেছে । অবশ্য মালেকের এবারের যাত্রায় রিস্ক কিছুটা কমই ছিল। নানা ঝামেলার কারনে দালাল চক্রও তাদের পন্হা পরিবর্তন করেছে ।আগের মত ট্রলারে করে বিশাল পথ পাড়ি দেবার বদলে তারা সমুদ্রগামী ছোট ছোট জাহাজ জোগাড় করে ফেলেছে। ট্রলারে করে সে জাহাজে উঠতে হয় তাতে মাত্র চার দিনের যাত্রায় থাইল্যান্ড । সেখানে পৌঁছানোর পর পরিবারকে জানানো হয় চুক্তির বাকি টাকা পরিশোধ করার জন্য, টাকা পরিশোধ হলে মাসখানেকের মাঝে তাদেরকে মালয়েশিয়ায় ঢুকিয়ে দেয়া হয়।

মালেক ও এই ভাবে একমাস থাইল্যান্ডে কাটিয়ে এখন মালয়েশিয়ায় !!! ইমারত নির্মান কাজে জোগ দেয়ার চেস্টা চলছে, দুয়েকদিনের মাঝে তাতে যোগ দিবে সে।

মালেক বলে চলে, টাকা জমাতে পারলে সে দেশে চলে আসবে, এসে একটা বড় দোকান দেয়ার খুব ইচ্ছা তার, কে চায় পরিবারকে ছেড়ে এমন বিদেশে পরে থাকতে, আমিও তাকে উতসাহ দেই, হুমমম ভাল ভাবে কাজ কর, কোন ঝামেলায় জড়াইয়োনা, টাকা পয়সা সাবধানে রেখো , তারপর একসময় দেশে চলে আস ।আলফীর খবর নিল, দোয়া করতে বলে মালেক রেখে দিল, ভাল থাকুক মালেক এই কামনা করে আমিও রেখে দিলাম।



ফোনটা রেখে অঞ্জনের কাঞ্চনজংঘা গানটার কথা মনে পড়ল.........



মালেক দেশে কোন কাঞ্চন রেখে গেছে কিনা জানিনা তবে তার কথাই সে সুর আমার কানে বেজে চলল ।



আর কিছু টাকা আমি জমাতে পারলে

যাব , যাব ফিরে...........





[মালেক কে নিয়ে লেখা প্রথম পর্ব



Click This Link

]



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মালেক সফল হয়েছে। কিন্তু বৈধতার ঝামেলা রয়ে গেলো। সেই ঝামেলার গল্পও একদিন তাঁকে করতে হবে। তবু চাই মালেক সফল হোক। ভালো থাকুক।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: মালেক সফল হোক। ভালো থাকুক।

২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪

~মাইনাচ~ বলেছেন: মালেক সফল হোক

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৭

শ।মসীর বলেছেন: এই কামনাই করি সবসময়।

৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

হ্যারিয়ার টু বলেছেন:
এই লিখাটা আরো শত শত জন লোকের জীবন বিপন্ন করবে ...

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০০

শ।মসীর বলেছেন: কিভাবে :(

উতসাহ পাবে চলে যাবার জন্য !!! আমার মনে হয়না ব্লগ পর্যন্ত যারা আসেন তারা এমন বোকামি করবেন । ।

তবে গিয়ে ফিরে আসার চান্স থাকলে এমন একটা এ্যাডভেন্চার আমি করতাম :)

৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১২

ঘাসফুল বলেছেন:
মালেক রা সবাই ভালো থাকুক...

নানা, পার্টি যুগার করেন, আমি আর আপনে এডভেঞ্চারে যাইগা ...
জীবনে কি আর আছে B-)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

শ।মসীর বলেছেন: জীবনে কি আর আছে, চলেন । টেকনাফ যাইয়া ভাইসা পরি :)

৫| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

মালেক সফল হোক। ভালো থাকুক।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩

শ।মসীর বলেছেন: মালেক সফল হোক। ভালো থাকুক।

৬| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬

কষ্টসখা বলেছেন: জীবন বাজি রাখা এইসব মালেকদের ঘামে ভেজা পয়সায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৯

শ।মসীর বলেছেন: বিশাল রিজার্ভ এর গর্ভ করে সরকার অথচ এদের জন্য কোন সুবিধা দেয়ার কেউ নেই ।

৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

মহাপাগল বলেছেন: সকালে পড়লাম বিকালে কপি পেষ্ট !!

Click This Link

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০

শ।মসীর বলেছেন: টাসকি খাইয়া গেলাম । এমন কপিবাজতো দেখি নাই যে সকালের পোস্ট বিকালে কপি মাইরা দেয় !!!

সাহসী চোর.......

৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০১

শশী হিমু বলেছেন: দুই পর্ব একসাথে পড়লাম। মালেক ফিরে আসুক নির্বিঘ্নে এই কামনা করি।

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

শ।মসীর বলেছেন: মালেক ফিরে আসুক নির্বিঘ্নে এই কামনা করি।

৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৪৫

কষ্টসখা বলেছেন: ভাই সুবিধার কথা বলছেন!কিছু দিন আগে মনে হয় পত্রিকায় পড়েছিলাম পররাষ্ট্র মন্ত্রনালয়ের কোন এক কর্মকর্তা প্রবাসী শ্রমিকদের সাথে হ্যান্ডসেক করার পর টিস্যু দিয়ে হাত মুছতেছিলেন। অথচ শুনেছি বিদেশে ওনাদের কাজই শ্রমিকদের ভালমন্দ দেখাশোনা করা।

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫

শ।মসীর বলেছেন: সব দেশের দুতাবাস থাকে নাগরিকদের সেবা দেয়ার জন্য, আমাদেরটা থাকে চুষে খাওয়ার জন্য ।

১০| ১০ ই জুন, ২০১৩ রাত ২:২২

মোঃমোজাম হক বলেছেন: সব প্রবাসীরাই প্রথম প্রথম এসে বলেন
"টাকা জমাতে পারলে সে দেশে চলে যাবে" কিন্তু শেষে আমার মতো থেকে যায় বছরের পর বছর ;)

কামনা করি মালেক যেন চলে এসে বড় দোকান দিতে পারে।

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

শ।মসীর বলেছেন: জীবনের দায় কি আর অত সহজে মেটানো যায় ।

১১| ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩

হাসি .. বলেছেন: মালেক ভাই জিন্দাবাদ :)

১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

শ।মসীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.