নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
'' চাঁদের কলঙ্ক থাকা সত্ত্বেও যখন সে অপার্থিব জ্যোতস্না ছড়ায় তা দেখে মানুষ ভুলে যায় সে ত্রুটি বিচ্যুতি ''- এই শের এর মাধ্যমে গালিব যেন তার নিজেকেই প্রবোধ দিচ্ছেন। মদ্যপ, ঋনগ্রস্ততা সহ তার নানাবিধ কার্যকলাপের জন্য লোকমনে তাকে নিয়ে নেতিবাচক যে ধারনা ছিল তা তারা ভুলে যাবে গালিবের কবিতার গুনে। কোন কোন শের এ গালিব তাই লিখে গেছেন- বহু কাল পরে লোকে মনে করবে গালিব নামে কেউ একজন ছিল, নিজের সৃষ্টির উপর এমনই ছিল তার বিশ্বাস। ২৭শে ডিসেম্বর ১৭৯৭ সালে জন্ম গ্রহন করেন এবং মারা যান ১৫ই ফেব্রুয়ারী, ১৮৬৯ ইংরেজী। অনুপম সৃষ্টি দিয়েই গালিব আজ স্বীকৃত উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে, কালোত্তীর্ন কবি হিসেবে। গালিব পাঠকের মনে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে.......
৬২
কিছুমাত্র যোগাযোগ থাকলে নিজেকে বোঝাতাম হৃদয়ের যোগ আছে তলায়,
যেখানে কিছুই নেই, প্রতারনাও অসম্ভব সেখানে । ।
৬৩
ভালোবাসা চায় ধৈর্য , বাসনা অধীর ।
আঘাতে আঘাতে হৃদয় আরও কঠিন হবে;
ততোদিনে কি দিয়ে ভোলাবো তাকে ?
৬৪
হে অপরিনামদর্শী হৃদয় আমার, অভিলাষ সম্বৃত করো;
বন্ধুর রুপের ঔজ্জ্বল্য সহ্য করবার শক্তি তুমি পাবে কোথায় । ।
৬৫
অর্থ বুঝবার যোগ্যতা যদি না ও হয় কোন দিন,
তবু রুপের বর্ণবৈচিত্র দেখার শক্তিটুকু বেঁচে থাক । ।
৬৬
প্রেমের কৃচ্ছসাধকদের খবর আর কী শুনবে,
তারা ক্রমশ আপাদমস্তক দুঃখের মূর্তি হয়ে গেলো । ।
৬৭
ঘরে ছিলো কী যা তোমার দেওয়া দুখহ ধ্বংশ করতো ?
ছিল কিছু গড়ে তুলবার বিষন্ন বাসনা, এখনো আছে তা । ।
৬৮
মন্দির নয়, কাবা নয়, কারো দরজা নয়, আস্তানা নয়;
বসে আছি পথের ধারে, সেখান থেকেও আমায় উঠিয়ে দেয় কেন ?
৬৯
ঈর্ষা বলে, অন্যের সঙ্গে তার হৃদ্যতা হায়;
বুদ্ধী বলে, সে নির্দয়- কারো সুহৃদ হতে পারেনা । ।
৭০
খেলা ভেবেছে, কোনদিন খেলা ভেঙে দেবে, ভুলে যাবে;
হে ঈশ্বর, এমনই যেন হয় যে আমাকে না জ্বালিয়ে সে থাকতে না পারে । ।
৭১
আসবে বলে কথা দিয়েছো, কথা রাখো, এ কেমন রীতি তোমার;
আমাকে আমারই দরজায় দারোয়ানির কাজ দিয়েছো কেন ?
৭২
প্রেম ছাড়া জীবন কাটেনা, অথচ
প্রেমের যন্ত্রনায় যে স্বাদ আছে, তা গ্রহন করার শক্তিও আমার নেই । ।
৭৩
এখানে যাবজ্জীবন বন্দী হয়ে আছে লক্ষ কামনা-বাসনা
আমার রক্তাক্ত বক্ষকে কারাগার বলেই জানি । ।
৭৪
আমার অফুরন্ত হৃদয় সাধ অনুযোগ করছে- হৃদয়ে বড়ো স্হানভাব;
সমুদ্রের উত্তালতা যেন মোতির মধ্য আবদ্ধ । ।
৭৫
বাসনার নিত্য নব রঙের দর্শক আমি;
আমার বাসনা কোনদিন পূর্ণ হবে কিনা , অবান্তর সে কথা । ।
৭৬
সব সম্পর্ক ছিন্ন করোনা , বন্ধু
আর যদি কিচ্ছু না থাকে তো শত্রুতাই থাক । ।
৭৭
কেমন করে তোমাকে বলি তুমিই করেছো সর্বনাশ,
এতে ভাগ্যের দক্ষ হাতের খেলাও ছিলো কিছু । ।
৭৮
হৃদয় যন্ত্রনার পাঠশালায় শিক্ষানবীসী করছি এখনো,
দুটি মাত্র পাঠ রপ্ত হয়েছে- ছিলো আর গেলো । ।
৭৯
আমি ব্যাকুল আর তিনি বিরক্ত
হায় ঈশ্বর, এ কী ব্যাপার।
৮০
মন তার পেয়েই যেতে
আরো কিছুদিন বেঁচে থাকলে পারতে । ।
৮১
বন্ধুর সাথে মিলন ভাগ্যে ছিলনা;
যদি আরও বাঁচতাম, এই প্রতীক্ষাই চলতো । ।
৮২
হে ঈশ্বর , কাল আমাকে মুছে ফেলছে কেন ?
পৃথিবীর পৃষ্ঠার উপর আমি বাড়তি হরফ তো নই ।।
৮৩
চলে যাচ্ছি জীবনের অপূর্ণ বাসনার ক্ষতচিহ্ন বুকে নিয়ে,
আমি এক নির্বাপিত প্রদীপ, মাহফিলে রাখার যোগ্য নই আর । ।
৮৪
কতোকাল হলো গালিব মারা গেছে, তবু মনে পড়ে
কথায় কথায় তার বলা- "এমন যদি হত তাহলে কী হতো" ।।
তৃতীয় পর্ব
দ্বিতীয় পর্ব
প্রথম পর্ব
২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বলেছিলাম শেষ হলে পর্বটি প্রিয়তে নেব। প্রিয়তে নিলাম। এখানে আগের পর্বগুলো একসাথে পেয়ে ভাল লাগছে।
হে ঈশ্বর , কাল আমাকে মুছে ফেলছে কেন ?
পৃথিবীর পৃষ্ঠার উপর আমি বাড়তি হরফ তো নই ।।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২
শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা সাথে থাকার জন্য ।
৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: কথামত প্রিয়তে নিলাম
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮
শ।মসীর বলেছেন: ভাললাগা।
৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০০
~মাইনাচ~ বলেছেন: ৮১
বন্ধুর সাথে মিলন ভাগ্যে ছিলনা;
যদি আরও বাঁচতাম, এই প্রতীক্ষাই চলতো । ।
ভাল লাগল
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
শ।মসীর বলেছেন: সব সম্পর্ক ছিন্ন করোনা , বন্ধু
আর যদি কিচ্ছু না থাকে তো শত্রুতাই থাক । ।
৫| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ৫নং প্লাস। প্রিয়তে রাখলাম। শুভেচ্ছা।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৬
শ।মসীর বলেছেন:
৬| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৫
বোকামন বলেছেন:
ভালোলাগা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় .... :-)
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০
শ।মসীর বলেছেন: মীর কে নিয়ে আসব সামনে আশা করি ইনশাআল্লাহ...
৭| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩
আরািফন বলেছেন: +++++++++ গালিবের আরও গজল চাই........
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০
শ।মসীর বলেছেন: আরত নেই আপাতত
৮| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নিয়নের আলো বলেছেন: এই পর্বই প্রথম চোখে পড়ল,ভাল লাগল।
১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৫
শ।মসীর বলেছেন: ধন্যবাদ অনেক ।
৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪
ডি মুন বলেছেন: প্রিয়তে নিলাম
ধন্যবাদ
১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:০৫
শ।মসীর বলেছেন: শুভকামনা....।
১০| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২
রাইসুল নয়ন বলেছেন: হে ঈশ্বর , কাল আমাকে মুছে ফেলছে কেন ?
পৃথিবীর পৃষ্ঠার উপর আমি বাড়তি হরফ তো নই ।।
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৪
শ।মসীর বলেছেন: মন্দির নয়, কাবা নয়, কারো দরজা নয়, আস্তানা নয়;
বসে আছি পথের ধারে, সেখান থেকেও আমায় উঠিয়ে দেয় কেন ?
১১| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৭
েতজপাতা বলেছেন: ভাই, গালিবের বই কই পাওয়া যাবে!!??
২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
শ।মসীর বলেছেন: সাগর পাবলিশার্স বেইলি রোডে পাবেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩
শ।মসীর বলেছেন: ধন্যবাদ যারা সাথে ছিলেন.....। কস্ট করে পড়ার জন্য । আপনাদের উতসাহে ভাবছি মীর কে নিয়ে ও একটা সিরিজ শুরু করব