নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

হবেনা, সব কাজ সবাইরে দিয়ে হয়না............পোলারে ঘুম পাড়ানো আমারে দিয়ে হবেনা !!!

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫







নরমালি ছেলেকে ঘুম লাগানোর দায়িত্ব ছেলের মায়ের, ঘুমের সময় হলে ছেলে আর আমারে চিনেনা , মায়ের কাছে গিয়ে হাজির হয়। ছেলের মায়ের অনুরোধে সেদিন তাকে ঘুম পাড়ানোর চেস্টা করছিলাম।



ভাবলাম ছেলের নিয়ে ছাদে হাঁটাহাঁটি করি, একসাথে দুই কাজ হবে, হাঁটা ও হল, ছেলেও ঘুমালো। ছেলেকে কাঁধে নিয়ে ঘোরার কিছুক্ষনের মাঝেই ছাদের উপর দিয়ে উড়ে গেল বিশাল এক বিমান, সেটা দেখে ছেলে মাথা সোজা করে বিমানকে ডাকা শুরু করে দিল। ছাদের এ মাথা ও মাথা হেঁটে বেড়াচ্ছি, কতক্ষন পর ছেলে গাই গাই করে চিল্লানো শুরু করল, খেয়াল করলাম দূরে কূড়িল ফ্লাই ওভারের উপর গাড়ির আসা যাওয়ার আলো দেখা যাচ্ছে........



কতক্ষন পর ছেলে নিজে থেকেই ঘরে যাবার জন্য দেখিয়ে দিল, ভাবলাম ঘরে গিয়ে ছেলেকে ছড়া শোনাতে শোনাতে ঘুম পাড়াই । যথারীতি এই রুম থেকে ঐ রুমে হেঁটে হেঁটে ছড়া শোনানো শুরু করলাম-



খোকন খোকন ডাক পাড়ি

খোকন গেল কার বাড়ি

আয়রে খোকন ঘরে আয়

দুধ মাখা ভাত কাকে খায় । ।



আয় ছেলেরা আয় মেয়েরা

ফুল তুলিতে যায়

ফুলের মালা গলায় দিয়ে

মামা বাড়ি যায়।

মামা এল লাঠি নিয়ে দৌড়ে পালায় ।



ছেলের চোখে মুখে ঘুমানোর কোন লক্ষনই নেই, এইবার শুরু করলাম ইংরেজী রাইম ।



Twinkle twinkle little star

How I wonder

What u are.

Up above the world

So high, like a diamond

In the sky.



Humpty dumpty sat on a wall……..পরে কি ছিল ভুলে গেছি।



Jack and jill

Went to the hill ………এইটাও একই দশা । ।



খুজতে খুজতে কিছু আর না পেয়ে শুরু করলাম-



ভোর হল দোড় খোল , খুকুমনি উঠোরে

ঐ ডাকে জুঁই শাখে , ফুলখুকি ছোটরে !!!




হঠাত করে মনে পড়ল একি, পোলারে ঘুম পাড়াতে এনে ঘুম থেকে তোলার গান শুরু করে দিয়েছি দেখি ??



হবেনা, সব কাজ সবাইরে দিয়ে হয়না............পোলারে ঘুম পাড়ানো আমারে দিয়ে হবেনা, এই কথা পোলার মারে বোঝানো গেলনা । ।





মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

সোহানী বলেছেন: হাহাহা..সেটা ভাই আসলেই কঠিন কাজ...

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

শ।মসীর বলেছেন: আসলেই...।

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

শুঁটকি মাছ বলেছেন: এই দুষ্টগুলারে ঘুম পাড়ানো যে কি কঠিন! আমার ভাস্তিটারে ঘুম পাড়াইতে গিয়া কখনও এমনও হয় আমিই প্রায় ঘুমায়ে যাই।কিন্তু তারে আর ঘুম পাড়ানো যায় না।
বাই দা ওয়ে,ছবির ঐ বাবুটা কি আপনার ছেলে??

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

শ।মসীর বলেছেন: হা হা হা.........


হুমমম আমাদের বাবু, কয়েকমাস আগে তোলা ছবি ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

ক্লিকবাজ বলেছেন: আমার পোলায়ও সারাদিন পেছন ছাড়েনা কিন্তু ঘুমের সময় হলে আর আমারে চিনেনা।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: আহারে........

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

ঘাসফুল বলেছেন: আরে ভাই এত তাড়াতাড়ি হাল ছাড়লে পাল তুলবে কে? কোবতে ভুলে গেছেন? তাও টেনসম নিবেন্না, কয়েকদিন পর ছেলেরে প্লেতে দিলে পোলার আগে আপনার পড়া মুখস্ত হপে! গ্যারান্টি!!!
আমি অবশ্য দুইটাকেই পায়ে দুলিয়ে ঘুম পাড়াতাম, এখনো নিজের হাতে ভাত খাওয়াতে হয় (নাইলে খাইতে বসে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব আপনারে চিনায় দিবে)...

আরো টেডিং বাকি আপনার, সময় হলে সব ঠিক হয়ে যাপে!

তবে যা বুঝলাম, আপনার কপালও আমার মতন!!! :-B

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

শ।মসীর বলেছেন: তবে যা বুঝলাম, আপনার কপালও আমার মতন!!! :):)

৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

কাউসার রানা বলেছেন: আমার মেয়ে কিন্তু অনেক লক্ষী, আমি পারি তাকে ঘুম পাড়াতে।
এবং সে বাবাই- এর বুকে খুব আরাম করে ঘুম পাড়তে।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

শ।মসীর বলেছেন: :)
আমার ছেলে শুধু খেলার সময় আমার সাথে থাকে।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩

নীল-দর্পণ বলেছেন: ঘুম পাড়াতে গিয়ে
ভোর হল দোড় খোল , খুকুমনি উঠোরে
ঐ ডাকে জুঁই শাকে , ফুলখুকি ছোটরে !!!
:| :| হা হা হা....খারাপ না। আমি কোলে নিলে তো খালি বলতাম চুপ চাপ ঘুমা নইলে মারমু কইলাম =p~ :-P

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

শ।মসীর বলেছেন: এই কথা কই নাই কে কইলো, এইটাতো নিয়মিত কথা :)

৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নার লগে আমার ক্যান য্যানো সেইম কেস...... :( :(
যতক্ষন আমি আর আমার পোলায় বাসায় থাকি.......ততক্ষন আমিই ওর দুনিয়া.........কিন্তু তার মা এলে পুরাই পল্টি.......ওর বাপ বলে যে কিছু আছে সেটাই ভুলে যায়........।
তয় হ্যা ওরে আমি ঘুম পড়াতে পারি.......কিন্তু সেটা করতে অনেক কুস্তি করতে হয়.....এককথায় তার হাত-পা সব আটকিয়ে ওর সাথে শুয়ে পড়লে ও যখন বোঝে না ঘুমিয়ে আর কোন উপায় নাই.........তখন সে সুন্দর ঘুমিয়ে পড়ে ;)

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

শ।মসীর বলেছেন: হা হা জোর করে ঘুম। আমারটা ঘরে আমারে চিনেনা আর বাইরে মারে চিনেনা। বাইরে গেলে সে আমার কোল থেকে নামেনা !!!

৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪০

স্বপনচারিণী বলেছেন: কেমন মজা লাগে! মা-ছেলে একহাত দেখিয়ে দিলোতো! সুতরাং সাবধান। একই ঘটনা আবারও ঘটবে।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

শ।মসীর বলেছেন: :) :)

৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

শায়মা বলেছেন: ঘুমপাড়ানি মাসী পিসি মোদের বাড়ি এসো
খাট নেই পালং নেই বাবুর চোখে বোসো.....

এরপর এ ছড়াটা শোনাতে ভুলোনা ভাইয়া, ঘুমের মাসী,পিসি,দাদী দাদআ সব এসে যাবে...

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

শ।মসীর বলেছেন: আমি আর এ কাজে নাই, ওর মারে বলে দিব :)

১০| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬

নামগোত্রহীন বলেছেন: আমার মেয়েকে আমি ছড়া শুনিয়ে ঘুম পাড়াতে পারি। তবে এত ছড়া সে বার বার শুনতে চায় না। তার চাই নিত্য নতুন ছড়া। লেখা ছাড়া বিকল্প কি? সবার সাহায্য প্রয়োজন। নমুনা দেয়া হলো-

০১.
পান্তা বুড়ি পানতা বুড়ি
কোথায় তুমি যাও?
যাচ্ছ বুঝি রাজার বাড়ি
সঙ্গে আমায় নাও।
আমি তিতির খাইনা মোটে
রাজার বাড়ি গিয়ে
পান্তা খাবো হাপুস হুপুস
ইলিশ ভাজা দিয়ে।

০২.
রাত হলো ঘুমু যাও
চাঁদ মামা চুমু খাও
আমার চাঁদের কপালে
করো না কো হাউকাউ
তাড়াতাড়ি ঘুমু যাও
উঠতে হবে না কাল সকালে?

৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

শ।মসীর বলেছেন: এভাবে লিখতে লিখতে একটা বই বের করে ফেলুন.....

১১| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ঘুম পারানো এক বিরাট কষ্টকর ব্যাপার। মাঝে মাঝে ঘুম পারাতে পারাতে আমি নিজেই ঘুমিয়ে যাই কিন্তু ছেলে আর ঘুমায় না।

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

শ।মসীর বলেছেন: হা হা হা :)

এই কাজ বাপদের জন্য না...।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

শরিফ নজমুল বলেছেন: এক সময় এই কাজটি আমি নিয়মিত করতাম, অনেক তৃপ্তি নিয়ে।ছাদে নয়, ঘরের ভিতর.....বেশ কিচু ছড়া/কবিতা আমাকে সাহায্য করত......

এখনো মিস করি সেই দিন গুলি.......

আশা করি পরেরবার সফল হবেন....

০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

শ।মসীর বলেছেন: ভাইয়া এটা খুব টাফ কাজ, দু একবার যে সফল হইনি তা না অবশ্য তখন দেখা গেছে ছেলে আসলে অনেক টায়ার্ড হয়ে ছিল তাই ঘুমিয়ে গেছে, কিন্তউ খেলার মুডে থাকলে তাকে ঘুম পাড়ানো টাফ কাজ :)

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

লেখোয়াড় বলেছেন:
আচ্ছা, এটা বলতে পারেন...................

খোকা ঘুমালো পাড়া জুড়াল
বর্গী এলা দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিব কিসে।

আর তা না হলে একটু অপেক্ষা করুন।
আপনার আর একটা 'তুই' আসুক,
তখন আর আপনাকে লাগবে না।

তখন আর আপনাকে আফসোস করতে হবে না।

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

শ।মসীর বলেছেন: হা হা হা :)

কেমন আছেন।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে হাউ কিউট :)

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

শ।মসীর বলেছেন: :)

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

দীপান্বিতা বলেছেন: হাঃ হাঃ! ঠিক বুঝেছি এই কাজটা আপনি ঠিকই ভাল পারবেন :D

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

শ।মসীর বলেছেন: :):)

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

শীলা শিপা বলেছেন: ছেলের কাছেই হেরে গেলেন?? আমাদের বাসার পিচ্চি গুলাকে আমিই ঘুম পাড়াই... খুব একটা জ্বালায় না... ভালই লাগে...

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শ।মসীর বলেছেন: আহা অমন যদি হত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.