নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
মানুষ কতদিন ধরে ব্লগিং করতে পারে ? এই প্রশ্নের কোন উত্তর আসলে আমার জানা নেই। তবে গত ৮ বছর ধরে সামুতে নিয়মিত লগইন করে যাচ্ছি এইটা জানি, লগইন করে যাচ্ছি বললাম কারন নিজে এখন আর ব্লগিং করছি বলে মনে হয়না । এক সময়ের তুমুল উত্তেজনায় পার করা ব্লগ দিন গুলো এখন আর নেই, অন্য কাউকে দোষ দিবনা, আমার নিজের পক্ষেই আসলে টাইম করে উঠা সম্ভবপর হয়ে উঠছেনা, শেষ কবে গল্প কবিতা লিখেছি মনে পড়েনা, নিজের উপস্হিতি জানান দিতে কিংবা পুরোনো ভালবাসার টানে মাঝে মাঝে কোথাও ঘুরে এলে এখন কেবল সে ছবি ব্লগ দিয়ে কাজ শেষ করে ফেলি। এটাও জানিনা আবার কবে নিজের মনের কথাগুলো নিজের মত করে ব্লগের আঙিনায় তুলে ধরতে পারব, নিজের জন্য একটু সময় বের করে নিয়ে । দিন চলে যাচ্ছে, নিয়ম করে ব্লগে আসি, দেখি অনেক পোস্ট, বলা হয়না কিছুই । একসময়ের তুমুল আড্ডায় পার করা ব্লগের সময় গুলো মনে পড়ে, নতুন ব্লগারদের অনেককে না আসলে কাউকেই মনে হয় চিনিনা, কারো সাথে তেমন ইন্টারএ্যাকশন নাই। অথচ একটা সময় প্রিয় মানুষগুলোর পোস্টে নিয়মিত কমেন্ট করা হত, জবাব দেয়া হত, আজ তারা অনেকেই মনে হয় লেখেন ওনা.......
একটা সময় ছিল নিজের জীবনে ঘটে যাওয়া সবকিছু ব্লগে শেয়ার করার জন্য উন্মুখ হয়ে থাকতাম, কতগুলো মানুষ এই ব্লগের কল্যাণে এখন হয়ে গেছে খুব কাছের মানুষ, কারো নাম নিচ্ছিনা পরে আবার কোনটা বাদ পরে যায় কে জানে
মন থেকে খুব চাই আবার নতুন করে শুরু করব ব্লগিং, দেখা যাক কবে পারি আবার। শুভকামনা সবার জন্য ।
ব্লগের শুরুটা ছিল এই রকম- বেকারত্ব বড় মধুর যদি থাকা খাওয়া নিয়া তেমন টেনশন না থাকে। সে বেকারত্বকে আরও প্রলম্বিত করার সুযোগ করে দিলেন আমার বাপ- বাবা তুমি জব নিয়া কোন টেনশন নিবানা, ইনশাআল্লাহ সময় আসলে ওটা হয়ে যাবে, তুমি চেস্টা করে যাও । আমি যেন আরও সাহস পেলাম বেকারত্ব কে আরও দীর্ঘায়িত করার, নিজের পছন্দের জব না পেলে করবইনা এমন কথা ভাবতেও দ্বিধা করিনা, সময়ের উপর আমি সবসময় আল্লাহ ভরসা !!!!
লাভের লাভ যেটা হল আমার ঘুম বিলাস নতুন মাত্রা পেল। সারারাত জেগে থাকি সারাদিন ঘুমাই। বিকালে উঠি রাত দশটা পর্যন্ত টং দোকানে আড্ডা পিটাই তারপর বাসাই ফিরি।
বেকার জীবনে আবার নতুন করে প্রেমে পড়লাম টম এন্ড জেরীর । কার্টুন নেটওয়ার্ক এ তখন রাত সাড়ে এগারটায়, দেড়টায়, সাড়ে তিনটায় আর সাড়ে ছয়টায় টম এন্ড জেরীর শো দেখাত । সাড়ে ছয়টার শো দেখে ঘুমাতে যেতাম। মাঝের সময় গুলাতে নেট ব্রাউজ । মাঝে মাঝে চ্যানেলে ক্যারাম নাটক আর মুন্না ভাই এম বি বি এস দেখাত জি সিনেমায়। এই দুটাও যে কতবার দেখছি !!!!
নেটে বসে বসে কিছু হালকা পাতলা পড়ালেখার যে ট্রাই করিনা তা না, পছন্দের জব এর জন্য সে রিলেটেড কিছু ডকুমেন্ট পড়ি, আর যে অভ্যাসটা তৈরি হল তা হচ্ছে মোটামুটি সব গুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করন রাতেই পড়ে ফেলা । পড়তে পড়তে একদিন প্রথম আলোর আইটি পাতায় একটা নিউজ দেখলাম : প্রথম বাংলা ব্লগ সাইট সামহ্যোয়ারইন চালু । রাত তিনটা হবে তখন মনে হয়। পেজ ওপেন করলাম।
সাথে অভ্যাস বশতঃ গুগলে একটা সার্চ দিলাম ব্লগ মানে কি জানতে চেয়ে। সন্তোসজনক কিছু পেলাম না। দেখা শুরু করলাম সামু। প্রথম কোন পোস্টটা পড়েছি মনে নাই। তবে প্রথম দিনের পর যেটা মনে হল ব্লগ মানে হচ্ছে ইচ্ছা মতন লেখার খাতা। কত রকমের সে লেখা, যার যা ইচ্ছা লিখে ফেলছে। রেজিষ্ট্রেশন করে ফেললাম।
প্রথম দিকে ব্লগ কে আবিস্কার করলাম একটা যুদ্ধক্ষেত্র রূপে। আস্তিক - নাস্তিক, মুক্তিযুদ্ধ-রাজাকার, জামাত-শিবির। আমার বেকার জীবনে নতুন প্রেম এসে গেল। একটার পর একটা পোস্ট পড়ে যায়, বাংলা লিখতে পারিনা তাই কিছু বলতেও পারিনা, মাউস দিয়ে আর কতক্ষন লেখা যায় ।
তবুও আমি পড়ি, অনেক অজানা জানা হয়............নেশা পেয়ে যায়। নতুন এক তথ্য ভান্ডার এই ব্লগ। বিনে পয়সায় কত গল্প কবিতা পড়া হয়ে যাচ্ছে।
জব হয়ে যাবার পর অফিসে মাঝে মাঝে পড়ি, লেখা হয়না, কারন বাংলা টাইপটা শিখতে পারিনাই। পরে মাউস দিয়ে টাইপ করে করে লিখতাম কিছুদিন। কিন্তু আঙ্গুলে ব্যাথা শুরু করার পর থামতে হল, কিন্তু তখন যে লেখার ইচ্ছাটা বাড়তে লাগল, বিনা পয়সায় বিনা খরচে নিজের লেখা অন্যকে পড়ানোর এই সুযোগ আর কই পাবো !!!!
সেই সাথে প্রিয় হয়ে উঠা ব্লগারদের সাথে থাকার লোভটাত আছেই । কেমন করে জানি অনেক গুলা আপন মানুস পেয়ে গেলাম, দুটা আড্ডাতে গিয়ে সেটা যেন আরও বেড়ে গেল। নতুন একটা জগৎ তৈরি হল। অনেক গুলো মানুষ, একটা মায়া ও আছে এখানে....... এক ধরনের অভ্যাস , ভাল লাগা ও বটে- প্রতিদিন ঢু মারা, সেই সাথে ভুলতে বসা বাংলা লেখাটা আবার ও চালিয়ে যাওয়া। ভার্সিটি ঢুকার পর থেকেত আর বাংলা লেখাই হতনা, এখন অফিসেও না !!!!
রেজিষ্ট্রেশন টা করি নিজের নামে। যতই দিন যায় মনে হয় কি ভুলটা করলাম। বান্দরামীতে আমিওত কম না। নিজের নাম দিয়া রেজিষ্ট্রেশন করায় আমি কেমন জানি সুশীল হয়ে গেলাম। মারামারি কাটাকাটি গালাগালি, শয়তানী কিছুই করতে পারিনা--আফসুস !!!!
এই ব্লগে লিখে লিখেই হয়ে গেছে আমার প্রথম বই এর পান্ডুলিপি !!!
২য় বই এর কাজটা অনেকদূর এগিয়ে নিয়েও আর শেষ করতে পারছিনা এই সময়ের অভাবে, জানি দোষটা আমারই, ইনশাআল্লাহ খুব জালদিই তা শেষ করে ফেলার ইচ্ছা আছে
তবে ব্লগ লেখার ব্যাপারে একটা ভাল লাগা এটা বড় প্রাপ্তি ছুয়ে যায় যখন দেখি আমার ছেলের জন্মের সাথে জড়িয়ে থাকা সবগুলো ঘটনা থরে থরে সাজানো এই ব্লগের পাতায়।
শুভ হউক ব্লগিং, শুভ হউক সবার পথ চলা । শুভকামনা সবার জন্য । ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১
ডরোথী সুমী বলেছেন: হুম! ব্যস্ততা তো থাকবেই! তবে অনেকটা সময় ব্যয় করেছেন ভাল একটি কাজে। ভাল লাগা রইলো পোস্টে। জানিনা কোনদিন আমিও এভাবে অনুভূতি প্রকাশ করতে পারব কিনা। ভাল থাকুন। শুভ কামনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও । পারবেননা কেন, দেখবেন সময় কি করে যে বয়ে যায়..........।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
পাগশ্রাবনের মেঘ বলেছেন: https://www.facebook.com/BograMethay
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০০
শ।মসীর বলেছেন:
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
ঘাসফুল বলেছেন: অভিনন্দনপার্ক জানাতে আসলাম নানা... স্যালুট লন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
শ।মসীর বলেছেন: আহা নানা নাতি ময় সেসব দিন গুলো
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
সায়েম মুন বলেছেন: আপনি এই ব্লগের যাত্রা শুরুর দিকের ব্লগার। আপনার সুদীর্ঘকাল উপস্থিতি এবং স্বমহিমায় ব্লগিং চালিয়ে যাওয়াটা নিশ্চয়ই অন্যদের অনুপ্রেরণা। অভিনন্দন ও শুভকামনা রইলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
শ।মসীর বলেছেন: এখন আর ব্লগিং করি কই
শুভকামনা কবিতা প্রিয় মুনের জন্য ও.......
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: জীবনের লম্বা একটা সময় সামুর ব্লগার হিসেবে পার করেছেন।আপনাকে অভিনন্দন। সামনের দিনগুলি ব্লগে আরও সুখের আর আনন্দময় হোক সেই কামনা রইলো ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও, শুভ হউক পথ চলা।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন আপনাকে!
আপনার ব্লগিং জীবন আরো দীর্ঘ হউক
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও । আপনারও
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ !!
অনেক অভিনন্দন শ।মসীর ||
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন আপনাকে, আর বলব লিখুন না, আমরা পড়ব মন্তব্য করব।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও, ইচ্ছা আছে আবার শুরু করার
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন। দীর্ঘ হোক আপনার ব্লগিং জীবন। শুভকামনা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২
শ।মসীর বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
বাহলুল আহসান বলেছেন: অভিনন্দন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
তায়েফ আহমাদ বলেছেন: আপ্নের আট? আমার সাত!
অভিনন্দন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
শ।মসীর বলেছেন: আমাদের সেই সব দিন গুলো............অন্যরকম একটা জগত ছিল এই ব্লগ......নাওয়া খাওয়ার সাথে আরেকটা রুটিন।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: অভিনন্দন! অভিনন্দন!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
শ।মসীর বলেছেন: আপনার ওত ৮ হয়ে গেল বলে অগ্রীম অভিনন্দন ।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
অপ্রচলিত বলেছেন: একরাশ অভিনন্দন আর শুভেচ্ছা গ্রহণ করুন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অভিনন্দন!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
অপু ওপি বলেছেন: login করি ভালো লেখা গুলো পড়ি, blog এ লেখি না, মাঝে মন চাই লেখতে, জামেলা হয়, যাই লেখি পোলা পাইনে ভুল ধরে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
শ।মসীর বলেছেন: পোলাপাইণের চিন্তা করে লাভ নেই, নিজের মত করে লিখে যান.........।শুভকামনা ।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর। এভাবেই চলতে থাকুক আপনার ব্লগীয় পথচলা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
শ।মসীর বলেছেন: আপনারা সাথে আছেন, তাই এখনও চলছি
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২
সুমন কর বলেছেন: আপনাকে অভিনন্দন !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও ।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
না পারভীন বলেছেন: ৮ বছর পূর্তিতে অনেক শুভকামনা রইল ভাইয়া ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
মেহেরুন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা ভাইয়া
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
ডট কম ০০৯ বলেছেন: শ।মসীর ভাই
আট বছর!! কী বিশাল সময়। কেমনে পারলেন।
আপনার ধৈর্যের প্রসংসা করতেই হয়।
হ্যাপী ব্লগিং।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
শ।মসীর বলেছেন: আমি নিজেও অবাক হয়ে ভাবি, এত লম্বা সময় ধরে কেমনে পারলাম
শুভকামনা ।
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
লাবনী আক্তার বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা ভাইয়া।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ.........শুভকামনা ।
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
একজন ঘূণপোকা বলেছেন: খাইসে
সামু আপনাকে সংবর্ধনা দেয় না কেন????
অনেক অভিনন্দন প্রিয় ব্লগার
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩
শ।মসীর বলেছেন: হা হা হা
বুড়া ব্লগার
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
আমিনুর রহমান বলেছেন:
অভিনন্দন !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ....
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
নেক্সাস বলেছেন: শুভকামনা রইল ভাই
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ.... ........কেমন আছেন ।
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
দি সুফি বলেছেন: অভিনন্দন
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
জাহাঙ্গীর জান বলেছেন: সামু আপনাকে সংবর্ধনা দিলে খুশি হতাম, আপনি পুরনো ব্লগার আপনার লেখালিখি অনেক সুন্দর, আপনাকে অভিনন্দন ভাল থাকুন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ....
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
nurul amin বলেছেন: ২০১১ থেকে সামু ব্লগ নিয়মিত পড়ি। আপনার নামটা খুবই জনপ্রিয়। তবে অনেক চেষ্টার পর ২০১৩সালে নিক খুলতে সক্ষম হই। ইচ্ছা থাকলেও কিছু বলতে পারিনি।আপনাকে অভিনন্দন
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আপনিও লিখে চলুন।
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
জেনারেশন সুপারস্টার বলেছেন: সামুতে নিয়মিত লগইন করে যাচ্ছি কয়েকদিন আগে আপনারেই খুজে গেসি কি একটা দরকারে।আপনার ছবিটা সবসময় অনলাইন থাকা ব্লগারদের শুরুর দিকে উপরে বামে থাকে তাই।নাম সার্চ দিয়ে বানান ঠিকমত না হওয়ায় খুজে পাচ্ছিলামনা।পড়ে গেলাম একটানে।আপনার কাহিনীটা নস্টালজিক হওয়ার মতই
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
শ।মসীর বলেছেন: এখন আর উপরে থাকেনা
কত লম্বা সময়
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অভিনন্দন ভাই
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
শ।মসীর বলেছেন: শুভকামনা রইল ভাই ।
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
নীল-দর্পণ বলেছেন: অভিনন্দন
আরো কয়েক আট বছর কেটে যাক
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
শ।মসীর বলেছেন:
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪
আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল
আমিতো আড়াই বছরে আট বছরের বেশি অভিজ্ঞতা অর্জন করেছি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
শ।মসীর বলেছেন: এত বিশাল অর্জন
ক্লীয়ারলী এহেড....
৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
কালোপরী বলেছেন: শুভেচ্ছা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
শ।মসীর বলেছেন:
৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২
মহামহোপাধ্যায় বলেছেন: সামুতে আপনার আট বছর পূর্তির কথা শুনে অবাক হলাম, আ...ট বছর আপনার পোস্টগুলোর মাঝে রাতারগুলের পোস্টে প্রথম কমেন্ট করেছিলাম। পরে কথক পলাশ ভাইয়ার কাছে শুনলাম আমরা সবাই একই ক্যাম্পাসের
অনেক অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। সেই সাথে রইল অনেক অনেক শুভকামনা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
শ।মসীর বলেছেন:
অনেক ধন্যবাদ আর শুভকামনা ছোট ভাই ।
শাবির জেনে আরোও ভাল লাগল।
৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪
আতাউররহমান১২০০৭ বলেছেন: অভিনন্দন । আমার ব্লগে আমন্ত্রন রইল । Click This Link
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
শ।মসীর বলেছেন: শুভকামনা
৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার স্মৃতি চারন খুব ভালো লাগল ভাই। আট বছর একটা প্লাটফর্মের সাথে থাকা বিশাল ব্যাপার। অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
শ।মসীর বলেছেন: থাকতে পেরেছি কারন আপনারা অনেকেই সাথে ছিলেন বলে..............ইন্টারএ্যাকশনগুলোই এগিয়ে নিয়ে গেছে সময়।
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৮
শান্তির দেবদূত বলেছেন: আপনি তো দেখছি সামুর মোষ্ট সিনিয়্য় ব্লগারদের একজন! এত লম্বা সময় একটানা ব্লগিং করে যাওয়া সত্যি অনেক ধৈর্যের ব্যাপার! কংগ্রেচুলেশন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
শ।মসীর বলেছেন: আপনিও কিন্তউ কম সিনিয়র না
সামুর মধুময় সময়ের সাথী..........ভাল থাকবেন।
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪
উপপাদ্য বলেছেন: আপনিই মনে হয় সবচেয়ে সিনিয়র যিনি এখনো সাথে আছেন।
ব্লগায়ু দীর্ঘ হোক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ........আল্লাহ ভরসা ।
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
মামুন হতভাগা বলেছেন: অভিনন্দন এবং শুভেচ্ছা রইল
পিচ্চি আর ভাবী ভাল আছে নিশ্চই?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১
শ।মসীর বলেছেন: আছে আলহামদুলিল্লাহ.......এখন দিনকাল তাদেরকে নিয়েই
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১
জেরিফ বলেছেন: হ্যাপী ব্লগিং
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
শ।মসীর বলেছেন:
৪২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
খুব আগের ব্লগারদের দেখলে আমার হিংসা হয়। সামুর সবচেয়ে জমজমাট মুহূর্তগুলি শুধুমাত্র তারাই ফ্রেমবন্দী করে রাখতে সক্ষম হয়েছে।
আপনার জন্য শুভেচ্ছা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
শ।মসীর বলেছেন: এখনও নিশ্চয় জমজমাট, যারা নিয়মিত আছে টান আছে বলেইতো তারা আসে...।
৪৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৩
বেঈমান আমি. বলেছেন: বুইড়া ব্লগার
আগে সব সময় আপনারে উপরের দিকে দেখাইতো এখন সবাই সমান।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
শ।মসীর বলেছেন: এইটা কিছু হইল, আমারে নিচে নামাইয়া দিছে
৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০২
খেয়া ঘাট বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার স্মৃতি চারন খুব ভালো লাগল ভাই। আট বছর একটা প্লাটফর্মের সাথে থাকা বিশাল ব্যাপার। অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এক সময়ের তুমুল উত্তেজনায় পার করা ব্লগ দিন গুলো এখন আর নেই, অন্য কাউকে দোষ দিবনা, আমার নিজের পক্ষেই আসলে টাইম করে উঠা সম্ভবপর হয়ে উঠছেনা, শেষ কবে গল্প কবিতা লিখেছি মনে পড়েনা
ইসস, বিয়াটা যে কেন করলা !!! ঠিক বলি নাই??
অভিনন্দন... আমার এই ব্লগে আসা, ফেইসবুকে দেয়া তোমার ব্লগের লিংক ধরেই...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
শ।মসীর বলেছেন: হা হা হা, বিয়া না করলে পোলার বাপ হইতাম কেমনে
সেটা ও যে অন্য জগত
আর আমার বই খানা বের করার পুরা অবদানই যে আপনার উদ্যেগ, সেটা ভুলি কেমনে !!!
সেজন্য কৃতজ্ঞতা সব সময়ের জন্য ।
৪৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
নতুন বলেছেন: অভিনন্দন ভাই.... দেখতে দেখতে ৮বছর চইলা গেলো...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
শ।মসীর বলেছেন: তাইত দেখছি
৪৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
মুনেম আহমেদ বলেছেন: আ..........ট বছর :-< । অভিনন্দন ভাই
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: হা হা হা, বিয়া না করলে পোলার বাপ হইতাম কেমনে
হ, এইডা ঠিকই কইছ, তুমিতো আবার রেকর্ড কম সময়ে পোলার বাপ হইছ !!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬
শ।মসীর বলেছেন: কিছু কিছু কাজে দেরী করতে নাই, মুরুব্বীদের দোয়া পাওয়া যায়
৪৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
আরুশা বলেছেন: শুভেচ্ছা
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৫
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
৫০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
বেলা শেষে বলেছেন: ....not all but many of them i had studied from you...all of them are very beautifull...
...salam & respect to you...
..up to next time.
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য । শুভকামনা ।
৫১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি হইলাম গিয়া ৫১ থেকে ১০১।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
শ।মসীর বলেছেন:
৫২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
এহসান সাবির বলেছেন: শুভকামনা ভাই আপনার জন্য।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
স্পেলবাইন্ডার বলেছেন: অভিনন্দন ভাই!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
শ।মসীর বলেছেন: বুড়া হয়ে গেছি
৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন করে জানি অনেক গুলা আপন মানুস পেয়ে গেলাম, দুটা আড্ডাতে গিয়ে সেটা যেন আরও বেড়ে গেল। নতুন একটা জগৎ তৈরি হল। অনেক গুলো মানুষ, একটা মায়া ও আছে এখানে.......
অনেক ভালো লাগলো শামসীর ভাই ।
সময় হলে আমার ব্লগে আসবেন ।
ভালো থাকুন/ব্লগে থাকুন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । শুভকামনা ।
৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
জুন বলেছেন: আর তিন দিন পর আমি চার বছরে পা দেবো। তার মানে আমি তোমার চেয়ে চার বছরের ছুডু
অনেক শুভেচ্ছা আর অভিনন্দন শামসীর
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
শ।মসীর বলেছেন: ছুডু বইন কেমন আছেন
৫৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
বাউন্ডুলে রুবেল বলেছেন: শুভেচ্ছা রইলো ভাই। হাজার বছর বাঁচেন এই দোয়া করি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
শ।মসীর বলেছেন: আল্লাহ ভরসা ।
৫৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
মাহমুদা সোনিয়া বলেছেন: বাপ্রে!! ভাইতো সামুর লিজেন্ডারি ব্লগার!!!
অনেক অনেক শুভেচ্ছা, ভাইয়া। কিপ রাইটিং
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
শ।মসীর বলেছেন: হা হা হা বুড়া ব্লগার ।
৫৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪
চতুষ্কোণ বলেছেন: কন্কি
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
শ।মসীর বলেছেন: হ তাইত দেখছি
৫৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২১
সাদা মনের মানুষ বলেছেন: আট বছর পুর্তির শুভেচ্ছা, আমি তিন বছরের জুনিয়র
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
শ।মসীর বলেছেন: কয়দিন পর আপনিও বুড়া হয়ে যাবেন
৬০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২২
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
শ।মসীর বলেছেন:
৬১| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
বড় বিলাই বলেছেন: শুভেচ্ছা রইল।
০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
শ।মসীর বলেছেন: আরে আপনি কেমন আছেন। বাবুসোনাটা কেমন আছে, কত বড় হল ।
শুভকামনা ।
৬২| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
মদন বলেছেন: বুড়া মোবারক
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
শ।মসীর বলেছেন: হা হা হা আসলেই বুড়া হইয়া গেছি !!!
৬৩| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বড় বিলাই বলেছেন: আমার বাবুসোনার এখন নয় মাস। আপনার বাবু কেমন আছে? কত বড় হল?
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
শ।মসীর বলেছেন: আমারটা ২বছর ১ মাস । একটুও বসে থাকেনা
৬৪| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
লিন্কিন পার্ক বলেছেন:
খাইসে ৮ বছর !!
শুভকামনা রইল ।
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
শ।মসীর বলেছেন: পুরাই খাইসে অবস্হা
৬৫| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
মনুমনু বলেছেন: হ ভাই, ৭/৮ বছর যে কেমনে সামু আমাগোরে বাইন্ধা রাখলো।
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৩
শ।মসীর বলেছেন: আপনারওতো ৮ বছর হয় হয় অবস্হা
অগ্রীম শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: অভিনন্দন।
আপনাদের মত ব্লগারদের পদচারণা নতুনদের আরো অনুপ্রাণিত করে।