নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

সামুতে লগ ইন করার পর ৯ বছর পার হয়ে গেল !!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬





হয়ত লেখা যেত ব্লগিং এর ৯বছর পূর্তি । সেটা লিখতে ইচ্ছা করলনা, কারন গত কয়েক বছর ধরে আসলে ব্লগিং বলতে যা বুঝায় কিংবা আমি যা বুঝি সেটা করা হচ্ছিলনা । এক সময়ের দিন রাত বলতে ছিল এই ব্লগিং, লেখা হত, পরতাম তার চেয়েও বেশী । কত কত প্রতিভাবান মানুষের পদচারণায় মুখর ছিল এই অঙ্গন । হঠকারি নানা কারনে সেদিন গুলো আর কখনোয় খুজে পাওয়া যাবেনা । একসাথে কয়েকশ ব্লগার লগ ইন করে আছে -এমন দিন সামুতে আর কখনো ফিরবে কিনা জানিনা, ফিরলেও সে চেনা মুখগুলোকে দেখব কিনা জানিনা । লেখা হয়না, পড়া হয় খুবই কম, তার পরও নিয়ম করে প্রতিদিন একবার এসে ঘুরে যায়, কেন আসি তাও জানিনা, কারন এখনকার বেশীরভাগ ব্লগারকেই আসলে চিনিনা, এই চিনিনা ব্যক্তিগত চেনার নয়, তারা কে কি নিয়ে লিখে, কেমন লিখে কিছুই আসলে জানিনা । দায়ভার অবশ্য আমার ও অনেকখানি, পড়িনা বা পড়ার টাইম পাইনা বলেই জানিনা কে কেমন। পৃথিবী সবসময় নতুনের হাত ধরেই এগিয়ে গিয়েছে, সুতরাং আশা করি নতুনরা কোন অংশেই পিছিয়ে থাকার কথা না ।

এক সময় বর্ষ পূর্তিতে একটা পোস্ট দেয়া রেওয়াজ এ পরিনত হয়েছিল। আমি সে রেওয়াজটাই ধরে রেখেছি :)





কিছুদিন আগে সেন্ট মার্টিন এ তোলা ছবিও এই সাথে শেয়ার করে দিই....











































শুভ হউক ব্লগিং, শুভ হউক সবার পথ চলা । শুভকামনা সবার জন্য । ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

আরণ্যক রাখাল বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা| আপনি আবার ব্লগে ফিরুন| নিয়মিত হোন এই কামনা রইল| ছবিগুলো ভাল হয়েছে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । ইচ্ছে করে নিয়মিত হতে, অফিসে আর সংসার নিয়ে সময় হয়ে উঠেনা :(

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

আরজু পনি বলেছেন:

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

অনেক অনেক অভিনন্দন রইল, প্রিয় শামসীর ।

ছবিগুলোও দারুণ লাগছে ।

আপনার "আমাদের তুই" আশা করি খুব ভালো আছেন...ওর জন্যে দোয়া রইল ।।


এখন ব্লগে লগইন করতাম না, কিন্তু উঁকি দিতে এসে আপনার পোস্টটা চোখে পড়াতে অভিনন্দন জানানোটা মিস করতে চাইলাম না । :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

শ।মসীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরজুপনি আপু ।

আমাদের তুই আল্লাহর রহমতে অনেক ভাল আছে, কয়দিন আগে তিন বছর পার করে দিল :)

কস্ট করে লগইন করেছেন এই জন্য আবার ও শুভকামনা রইল । চেনা মনুষগুলোর মাঝে আপনিই এখন সবচেয়ে বেশী নিয়মিত...চলতে থাকুক পথচলা ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে নয় বছর পূর্তির অভিনন্দন। নোটিশবোর্ড ছাড়া আপনার সমসাময়িক আর কেউ বোধহয় ব্লগে একটিভ নেই।

আশা করছি আগামী বছর এমন কোন সময়ে আপনাকে এক দশক পূর্তির অভিনন্দন জানিয়ে যাব :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

শ।মসীর বলেছেন: :)

দশক পূর্তির অপেক্ষায় রইলাম আমিও !!!!

শুভকামনা ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: শুভ হউক ব্লগিং, শুভ হউক আপনার পথ চলা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

শ।মসীর বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

নিলু বলেছেন: শুভেচ্ছা নিবেন , লিখে যান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

শ।মসীর বলেছেন: চেস্টা থাকবে.........ধন্যবাদ । ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

মহামহোপাধ্যায় বলেছেন: নয় বছর পূর্তির শুভেচ্ছা রইল। ব্লগারদের অনুপ্রেরণার "আইকন" হয়ে রইলেন।


ছবিগুলোও সুন্দর।


ব্লগে আরও অনেকদিন আশা করছি আপনাকে। শুভ ব্লগিং :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ, আইকন হলাম কই- নিয়মিত অনিয়মিত হয়ে যাচ্ছি :(

ব্লগেতো আছিই, খালি ব্লগিং এ নাই আর কি :)


শুভ হউক সবার পথ চলা ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

টুম্পা মনি বলেছেন: ওয়াও আপনি তো দেখছি বিশাল ব্লগার!!!!!! অনেক অনেক অভিনন্দন। চমৎকার রেকর্ড। সামুর সব ঘটনার সাক্ষী আপনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১

শ।মসীর বলেছেন: বিশাল না বয়স্ক ব্লগার :)

সামুর প্রায় সব ঘটনার সাক্ষী এইটা ঠিক- একটা সময় এই সামু জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল !!!

শুভ কামনা আপনার জন্যও ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আবু শাকিল বলেছেন: অনেক অভিনন্দন রইল ভাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই ।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ৯বছর পূর্তিতে অভিনন্দন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই । ধন্যবাদ ।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

সাজিদ ঢাকা বলেছেন: আপনার ভ্রমণ ব্লগ গুলো অনেক বেশি মিস করি , , সাথে প্রিয় কিছু ভ্রমণ ব্লগ লেখক পয়গম্বর, সৌম্য, রুশো , দুঃখী মানব , আরিয়ানা আপু আরও অনেক অনেক

আপানাদের দেখেই ভ্রমণ ব্লগ লিখা শুরু করি ইচ্ছে ছিল পুরো বাংলাদেশের ৬৪ জেলা নিয়ে লিখবো কিন্তু হলো না আজানা কি কারনে লিখতে মন চায় না প্রতিদিনই ভাবি আবার শুরু করবো হয়না

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

শ।মসীর বলেছেন: প্রিয় মানুষগুলো কেউই এখন আর লিখেনা, আমারও প্রিয় লেখক তারা । ।

আপনিই শুরু করুন আবার।

শুভকামনা ।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

হেজাজের কাফেলা বলেছেন: ছবিগুলো 'বেসম্ভব' সুন্দর হয়েছে!!!! :-/ :-P
ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

সুফিয়া বলেছেন: আপনার ছবিগুলো অসম্ভব ভালো লাগায় আমার মনটাকে ভরিয়ে দিয়েছে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

শ।মসীর বলেছেন: জেনে আমারও ভাল লাগল । শুভকামনা ।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১৭

প্রবাসী পাঠক বলেছেন: নবম বর্ষ পূর্তির শুভেচ্ছা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও । ।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

জুন বলেছেন: শুভেচ্ছা নবম বর্ষ পুর্তির শামসীর। ভুমিকায় যা লিখেছেন তা অনস্বীকার্য্য।
২০ শে ফেব্রুয়ারী আমারও পাঁচ বছর পুর্ন হবে । প্রথমবারের সেই অতি উৎসাহীর মত এবার হয়তো আমারও দেয়া হবে না তেমন কোন আহামরি পোষ্ট। ছবিগুলো কিন্ত অসাধারণ বিশেষ করে সন্ধ্যার অস্তরাগে সীগালের দল ।
+

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২

শ।মসীর বলেছেন: একটা সময় অপেক্ষায় থাকতাম প্রিয় ব্লগারেরা কখন একটা পোস্ট দিবে, নতুন কিছু জানতে পারব !!! আর এখন :(

এমনি করে যায় যদি দিন যাকনা- এই কথাটা েখন আর ব্লগ নিয়ে বলা যাচ্ছেনা !!!

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্লগ পাড়ায় ফিরে আসার জন্য আন্তরিক ধন্যবাদ
ছবিগুলো দারুন, মন কেড়ে নিল প্রতিটি ছবি --- প্রতিটি ছবিই যেন কথা বলছে
বর্ষপূর্তির শুভেচ্ছা

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

আকিব আরিয়ান বলেছেন: শুভ কামনা ভাই, বেঁচে থাকুন এভাবেই যুগ যুগ

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিয়াটা যে কেন করলা শামসীর... ;) :P

১৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৩

হুপফূলফরইভার বলেছেন: ওহো হো। এতদ্রুত দিন কেটে যায়? কিভাবে যেনো ৭ থেকে ১৫ হয়ে গেলো দিনগুলো। সামুতে আমার দেখা সবচেয়ে ধৈয্যবান ব্লগার বোধয় আপনিই হবেন। ভাল কাটুক আগামীর দিনগুলোও। :) :)

১৯| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: :)

আমিও অনেকদিন তাইনা ভাইয়া???:)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

এরশাদ বাদশা বলেছেন: আমি তাহলে আপনার ১ বছরের ছোট :-B পুরোনো ব্লগারদের প্রায় সবারই ব্লগ নিয়ে একই রকম ভাবনা।

আপনাকে অনেক অভিনন্দন ভাইয়া।
আমি তাহলে আপনার ১ বছরের ছোট :-B পুরোনো ব্লগারদের প্রায় সবারই ব্লগ নিয়ে একই রকম ভাবনা।

আপনাকে অনেক অভিনন্দন ভাইয়া।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

শ।মসীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.