নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

চোখে সর্ষে ফুল দেখা.........

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮



















































মন্তব্য ৭৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

লেখোয়াড়. বলেছেন:
করেছেন কি?
হলুদ শুভেচ্ছা!!

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

শ।মসীর বলেছেন: সরিষার আরো সুন্দর ছবি ছিল, সেগুলোতে বউ বাচ্চা আছে তাই আর ব্লগে দিলামনা :)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: চোখে সরষে ফুল দেখে আমি মুগ্ধ !

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

শ।মসীর বলেছেন: হলুদ শুভেচ্ছা!! কবি গুরুকে...।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

আম আদমি বলেছেন: মাঝে মাঝে এমন চোখে সর্ষে ফুল দেখা খারাপ কি???

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

শ।মসীর বলেছেন: বাস্তবে যে আরো সুন্দর :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



একরাশ মুগ্ধতা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

শ।মসীর বলেছেন:

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

মনিরা সুলতানা বলেছেন: সব গুলো ছবিই অসম্ভব সুন্দর
ভাললাগা পোস্ট এ :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল । ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

ডরোথি গোমেজ বলেছেন: Beautiful+

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

শ।মসীর বলেছেন: ধন্যবাদ.....

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

সুমন কর বলেছেন: কিছু লিখলে কিংবা ক্যাপশন দিলে আরো ভালো হতো...

তবে সুন্দর !!

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

শ।মসীর বলেছেন: হুমম তাড়াহুড়া করে দেয়া পোস্ট :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সরষে ক্ষেত অামার খুব পছন্দের । অাপনার পোস্টে ভালো লাগা!

সরষে ফুল

সরষে ফুল, সরষে ফুল, সরষে ফুল;
দেখে যা হই আকুল ।
সারা বাংলার পথে ঘাটে
কত শত ফুল ফুটে ।
তা-র মাঝে সেরা ফুল
সরষে ফুল ।
বিধাতার অপরূপ গড়া,
মোদের এ ধরা,
মোহনায় ভরায় এ ফুল;
সরষে ফুল ।
বাংলার প্রান্তরে যবে দেখি এই ফুল,
পরানের যত ভুল,
হারায় যে তারা কূল;
সরষে ফুল ।
ভালবাসি আমি এই ফুল দিয়া,
আমার এ হিয়া,
রূপের সকল মূল;
সরষে ফুল ।

১লা বৈশাখ ১৪১২ বাংলা

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: ধন্যবাদ.....

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

নীল বরফ বলেছেন: সুন্দর ছবিগুলো। সূর্যাস্তের ছবিগুলোও ভালো তুলেছেন। একদম চিরায়ত গ্রামবাংলার অপরূপ রূপ।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: ধন্যবাদ.....

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আবু শাকিল বলেছেন: হলুদের বন।
ছবিগুলা চমৎকার তুলেছেন।
হলুদের শুভেচ্ছা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: ধন্যবাদ.....

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

নিমগ্ন বলেছেন: অসাম ভাই______

পারলে দুই অক্ষর লিখে দিতে পারতেন। আরো সমৃদ্ধ হতো।_________ :)

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

শ।মসীর বলেছেন: অনেকদিনের অপেক্ষার অবসান এই ছবি তোলা, প্রতিবছর ভাবি তুলব তুলব, অবশেষে এইবার ২০১৬ এর ১ম দিনে পারলাম। গল্পছিল েকটা, লেখা হলোনা, ব্লগিং মনে হয় ভুলেই গেছি :)

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

জুন বলেছেন: হলুদ বনে বনে, নাক ছাবিটা হারিয়ে গেছে সুখ নেইতো মনে।
+
কান্ডারির মন্তব্যে আমাদের তুই এর ছবিটা দারুন ।
অনেক দিন পর আপনার পোষ্ট দেখে ভালোলাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

শ।মসীর বলেছেন:

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

কিরমানী লিটন বলেছেন: আমার উপজেলার নামই সরিষাবাড়ি, তাই সরিষা, তার রূপ- গন্ধ, সরিষা সংক্রান্ত সবই ভীষণ প্রিয়। B:-)
অনেক শুভকামনা চমৎকার পোষ্টের জন্য ...।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ.......।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

রক্তিম দিগন্ত বলেছেন: দুই চক্ষে খালি সরিষার ফুল দেখতেছি।


মানে ছবি ব্লগ তো এইডারই দিছেন। দেখুম তো এইডাই।


+

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

শ।মসীর বলেছেন: :) শুভকামনা রইল ।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

শ।মসীর বলেছেন: হা হা হা হা

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

অন্তু নীল বলেছেন: অসাধারণ পোস্ট.।।
দেখে প্রাণপাখিটা জুরিয়ে গেল।

ভালোলাগা রইল.।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

আমি ইহতিব বলেছেন: ভাইয়া কতদিন পর আপনার তোলা ছবি দেখলাম! সব সময়ের মতই অসাধারণ কিছু ছবি আমাদের উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ। জায়গাটা কোথায়?

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

শ।মসীর বলেছেন: ব্লগিং তো ভুলেই গেছি :)


মানিকগঞ্জের সিংগাইর এ তোলা .........।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০

ডি মুন বলেছেন: সর্ষে ফুলে ভরা ক্ষেত দেখলে চোখ জুড়ায়।
মন আনন্দে ভরে ওঠে।

+++

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

শ।মসীর বলেছেন: :)

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

নীলসাধু বলেছেন: অসাধারণ সব ছবি। ধন্যবাদ ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ....।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

অন্ধবিন্দু বলেছেন:
মন জুড়লো দেখে দেখে। অনেক ভাললাগা!
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য :)

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

শ।মসীর বলেছেন: শুভকামনা......।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: আহা মন জোড়ানো সব ছবি।

চোখে এখন শুধু সর্ষে ফুলই দেখছি।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

শ।মসীর বলেছেন: হা হা হা তাই নাকি :)

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

নিমগ্ন বলেছেন: লেখাটি নির্বাচিত পাতায় দেখছি। আগেই বলেছি অসাম ছবিগুলো।

কিছু মনে করবেন না। ছবিগুলোর কারণ নির্বাচিত পাতা বিশাল লম্বা হয়ে যায়। বেশ ভাল হতো যদি কিছু লিখে এরপর ছবিগুলো দিলে।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

শ।মসীর বলেছেন: মনে রাখব এর পর থেকে :)

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর :)

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

শ।মসীর বলেছেন: ধন্যবাদ :)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৩

ভিটামিন সি বলেছেন: বাহ সুন্দর তো। হলুদ রঙ দিয়ে সামহোয়্যারকে হলদে বানিয়ে ফেলেছেন শামসীর দা। এইবার আমিও দেশে গিয়ে সর্ষে ফল + ক্ষেতের কিছু ছবি তুলেছি, কিন্তু দেয়া হয়নি এখনো।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

শ।মসীর বলেছেন: দিয়ে দিন সময় করে........

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চক্ষে সর্ষেফুল দেখলাম...
সে সাথে কুসুমরঙা সূর্যের ছবি...

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

শ।মসীর বলেছেন: ভাল লাগল জেনে :)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

শাহীন পন্ডিত বলেছেন: ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ! একটা ছবি এখনি মোবাইলে ওয়ালপেপার বানিয়ে ফেলেছি।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

শ।মসীর বলেছেন: স্বার্থকতা খুজে পেলাম :)

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

বোকামানুষ বলেছেন: দারুন সব ছবি দেখেই মন ভাল হয়ে যায়

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

শ।মসীর বলেছেন: জেনে ভাল লাগল :)

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

শ।মসীর বলেছেন: শুভকামনা । ।

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

আলীমূল রাজী বলেছেন: সর্ষে দেখে সন্দেহ হইতেছিল। পোস্ট কি আমাদের শামসির মামার নাকি !

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

শ।মসীর বলেছেন: হা হা হা মামা আছ কেমন :)

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

লালপরী বলেছেন: আমাদের বাড়ির পাশেও এমন সরিষা ক্ষেত। তবে আপনার ছবিগুলি বেশি সুন্দর ভাইয়া।

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ......।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২

রুদ্র জাহেদ বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর হইছে
+++

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ......।

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনবদ্য সব ছবি +

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ......।

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

বাংলার নেতা বলেছেন: ছবিগুলো দারুন!

৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ আমিও তো চোখে শর্ষে ফুল দেখছি :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

শ।মসীর বলেছেন: আমিও :)

৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

বিদগ্ধ বলেছেন: ছবিগুলো সত্যিই অসাধারণ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বড়ই সৌন্দর্য্য ! তুলেছ কোথা থেকে?? :)

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১০

শ।মসীর বলেছেন: সিংগাইর মানিকগঞ্জ , ঢাকার কাছেই :)

আপনিত পুরা ইরান দেখে শেষ করে ফেলতেছেন :)

৩৭| ০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চোখে সর্ষের বন্যা দেখলাম :D

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.