নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

দিল চাহতা হে কিংবা বন্ধুতা !!!

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬



গতকাল দিল চাহতা হে দেখতে দেখতে ব্যাপক নস্টালজিক হয়ে গেছিলাম। কেমন একটা শূন্যতা ভর করছিল । মনে হচ্ছিল কত কিছুই এই জীবন থেকে নাই হয়ে গেছে ধীরে ধীরে.........অবশ্য এত হা হুতাশ এর কিছু নাই, এটাই জীবনের নিয়ম । ।

একটা সময় ছিল, সদরঘাটে জাহাজের উপরে বসে আড্ডা দিচ্ছি , একজন বলল চল কক্সবাজার ঘুরে আসি । পরদিন সকালে আমি জামিল আর মিঠু সোজা রওনা দিয়ে দিলাম, সারাদিন কাটিয়ে রাতে আবার চিটাগাং এর পথে -সাগরে গোসল, রোদে বসে বসে গা শুকানো !!!

কিংবা কর্ণফুলীর পাড়ে প্রথমবারের মত বাংলাদেশে তৈরি টাগবোট কান্ডারী-১০ এর উদ্ভোদন অনুষ্ঠান শেষে সবাই বিরিয়ানি খাচ্ছে, আমি জামিল আর মিঠু গিয়ে সেখানকার এক হর্তাকর্তাকে বললাম ভাই আমাদেরত বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে । তিনি সুন্দর আমাদেরকে খাইতে বসিয়ে দিলেন।
মহাখালী মোড়ের হোটেলে বসে নান খাচ্ছি সবজি দিয়ে, পুব আকাশে গোল টকটকে চাঁদ । মিঠু বলল চল কুমিল্লার দ্বেবীদ্বারে আমার নানার বাড়ির পাশের বিলে নৌকায় বসে চাঁদ দেখব । যেই কথা অমনি সিএনজি নিয়ে সাইদাবাদ, সেখান থেকে দ্বেবীদ্বারে, চাঁদ দেখা, জ্বীনের ভয়ে মাঝ রাতে দৌড়...............

যায় হউক নস্টালজিক মনে সকালে দুই দোস্তরে মেসেজ দিলাম -

দোস্তরা,

কালকে রাতে টিভিতে দিল চাহতা হায় দেখতেছিলাম । দেখতে দেখতে কেমন জানি ইমোশনাল হইয়া গেলাম :) শূন্য শূন্য লাগতেছে । আমাদের সেরাসময় গুলা কি আসলে হারিয়ে গেছে !!!!! ইচ্ছা হলতো ঘুরতে বের হবার দিন গুলা নাই হয়ে গেছে সে কবেই............।

একটা কাজ কর, তোরা দুপুরে বসুন্ধারায় চলে আয় । একসাথে লাঞ্চ করি..............

......................................................................

৬ বন্ধু মিলে আজকে দুপুরে একসাথে লাঞ্চ করলাম ।

সিনেমায় সাইফ আলীর একটা ডায়ালগ ছিল- কেক খবার জন্য আমরা যেকোন জায়গায় যেতে পারি । ;)

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক মজার, এ গুলোই তো বাঁচার আনন্দ। ভাল থাকবেন প্রিয় ব্লগার।

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । আসলেই এ গুলোই তো বাঁচার আনন্দ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যাক, তোমাদ দিল যা চাইছে, সেইটা করলা !! :D

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

শ।মসীর বলেছেন: :) হুমমম

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

জুন বলেছেন: সামান্য কিছু থেকে আনন্দ খুজে নেয়ার মধ্যেই রয়েছে অনেক আনন্দ যা জীবনকে করে তোলে সতেজ আর সবুজ।
ভালোলাগলো শামসীর :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ সিনেমা দেখে ৬ বন্ধুর আড্ডা, ভাল কাজ করেছেন।

আমিও আগে যা মনে চাইতো করতাম এখন সময় নাই, ইচ্ছেও খুব একটা করেনা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

শ।মসীর বলেছেন: আমি নিজেও ভাবি নাই এমন কিছু হবে, ওরা সবাই চলে আসবে :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

মানস চোখ বলেছেন: আপনার লেখা পড়ে আমারও নস্টালজিয়া পেয়ে বসলো. কি করি বলেন তো ????

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

শ।মসীর বলেছেন: বন্ধুদের খবর দিন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.