নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
গতকাল দিল চাহতা হে দেখতে দেখতে ব্যাপক নস্টালজিক হয়ে গেছিলাম। কেমন একটা শূন্যতা ভর করছিল । মনে হচ্ছিল কত কিছুই এই জীবন থেকে নাই হয়ে গেছে ধীরে ধীরে.........অবশ্য এত হা হুতাশ এর কিছু নাই, এটাই জীবনের নিয়ম । ।
একটা সময় ছিল, সদরঘাটে জাহাজের উপরে বসে আড্ডা দিচ্ছি , একজন বলল চল কক্সবাজার ঘুরে আসি । পরদিন সকালে আমি জামিল আর মিঠু সোজা রওনা দিয়ে দিলাম, সারাদিন কাটিয়ে রাতে আবার চিটাগাং এর পথে -সাগরে গোসল, রোদে বসে বসে গা শুকানো !!!
কিংবা কর্ণফুলীর পাড়ে প্রথমবারের মত বাংলাদেশে তৈরি টাগবোট কান্ডারী-১০ এর উদ্ভোদন অনুষ্ঠান শেষে সবাই বিরিয়ানি খাচ্ছে, আমি জামিল আর মিঠু গিয়ে সেখানকার এক হর্তাকর্তাকে বললাম ভাই আমাদেরত বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে । তিনি সুন্দর আমাদেরকে খাইতে বসিয়ে দিলেন।
মহাখালী মোড়ের হোটেলে বসে নান খাচ্ছি সবজি দিয়ে, পুব আকাশে গোল টকটকে চাঁদ । মিঠু বলল চল কুমিল্লার দ্বেবীদ্বারে আমার নানার বাড়ির পাশের বিলে নৌকায় বসে চাঁদ দেখব । যেই কথা অমনি সিএনজি নিয়ে সাইদাবাদ, সেখান থেকে দ্বেবীদ্বারে, চাঁদ দেখা, জ্বীনের ভয়ে মাঝ রাতে দৌড়...............
যায় হউক নস্টালজিক মনে সকালে দুই দোস্তরে মেসেজ দিলাম -
দোস্তরা,
কালকে রাতে টিভিতে দিল চাহতা হায় দেখতেছিলাম । দেখতে দেখতে কেমন জানি ইমোশনাল হইয়া গেলাম শূন্য শূন্য লাগতেছে । আমাদের সেরাসময় গুলা কি আসলে হারিয়ে গেছে !!!!! ইচ্ছা হলতো ঘুরতে বের হবার দিন গুলা নাই হয়ে গেছে সে কবেই............।
একটা কাজ কর, তোরা দুপুরে বসুন্ধারায় চলে আয় । একসাথে লাঞ্চ করি..............
......................................................................
৬ বন্ধু মিলে আজকে দুপুরে একসাথে লাঞ্চ করলাম ।
সিনেমায় সাইফ আলীর একটা ডায়ালগ ছিল- কেক খবার জন্য আমরা যেকোন জায়গায় যেতে পারি ।
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । আসলেই এ গুলোই তো বাঁচার আনন্দ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যাক, তোমাদ দিল যা চাইছে, সেইটা করলা !!
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
শ।মসীর বলেছেন: হুমমম
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
জুন বলেছেন: সামান্য কিছু থেকে আনন্দ খুজে নেয়ার মধ্যেই রয়েছে অনেক আনন্দ যা জীবনকে করে তোলে সতেজ আর সবুজ।
ভালোলাগলো শামসীর
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ সিনেমা দেখে ৬ বন্ধুর আড্ডা, ভাল কাজ করেছেন।
আমিও আগে যা মনে চাইতো করতাম এখন সময় নাই, ইচ্ছেও খুব একটা করেনা।
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
শ।মসীর বলেছেন: আমি নিজেও ভাবি নাই এমন কিছু হবে, ওরা সবাই চলে আসবে
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
মানস চোখ বলেছেন: আপনার লেখা পড়ে আমারও নস্টালজিয়া পেয়ে বসলো. কি করি বলেন তো ????
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
শ।মসীর বলেছেন: বন্ধুদের খবর দিন
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক মজার, এ গুলোই তো বাঁচার আনন্দ। ভাল থাকবেন প্রিয় ব্লগার।