নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

সামহ্যোয়ার ইনে দশ বছর একদিন !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১



দশ বছর আগের সেই দিনটির কথা এখনও মনে আছে , প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, প্রথম বাংলা ব্লগ সাইট সামহ্যোয়ার ইন এর যাত্রা শুরু। ব্লগ শব্দটাও সেই প্রথম শোনা বলতে গেলে, গুগল এ সার্চ দিয়ে জানলাম ব্লগ মানে আসলে কি ! পেইজে গেলাম, দেখলাম লোকজন গল্প কবিতা লিখছে, তেমন কিছু না বুঝেই রেজিষ্ট্রেশন করলাম, বাংলা লিখতে পারিনা, তাই নিজের নামটি লেখার সময় আকার এর বদলে দাঁড়ি দিতে বাধ্য হলাম, আজও সে অবস্হায়ই আছে নামটা । বেকার জীবনে কেটে যাচ্ছিল সময়, যেহেতু বাংলা লিখতে পারিনা তাই অন্যদের লেখা পড়েই দিন কাটত । এরপর ফোনেটিকে মাউস দিয়ে ক্লিক করে করে আস্তে আস্তে লেখা শুরু করলাম, একটা লেখা লিখতে লেগে যেত অনেক সময়, যাক এক সময় ধীরে ধীরে বাংলা লেখাটাও শিখে ফেললাম । ।

এই শুরুর পর আজ দশটা বছর কেটে গেছে । ব্লগেই তৈরি হয়ে গিয়েছিল একগাদা প্রিয় মুখ, যাদের অনেকের সাথে এখন ভার্চুয়াল যোগাযগ থাকলে সেই প্রিয় মুখগুলো এখন আর ব্লগে নেই । কেন নেই সে আসলে এক বিশাল ইতিহাস । স্বল্প পরিসরে সেটা লিখে শেষ হবার নয় । ব্লগ যেহেতু একটা মননশীল মাধ্যম, তাই সবার হয়ত ধারনা ছিল উন্নত চিন্তা ভাবনার মানুষগুলোই এখানে আসে । ধীরে ধীরে সে ভুল ভাংগে সবার । ব্লাগাররা কেউ আসলে এই সমাজের বাইরের কেউ নয়, রক্ত মাংসে মানুষ, রক্ত মাংসের মানুষের মতই তাদের কার্যকলাপ । একটা সমাজে যেমন যেমন মানুষ থাকে , ব্লগেও ঠিক তাই । তাই ব্লগারদের নিয়ে বেশী উচ্চ আশা কিংবা ধারনার কোনটারই যুক্তি নেই । তবে আশার কথা বেশীরভাগ ব্লগারই ভাল মানুষ, ব্যক্তিজীবনে তাদের অনেকের সাথে সম্পর্কটা আমি উপভোগ করি । অনেকের সাথে খুব ভাল সখ্যতা, এটাই ব্লগ থেকে অনেক বড় প্রাপ্তি , অনেকগুলো ভাল মানুষের দেখা পাওয়া জীবনে ।

একটা সময় ব্লগ ছিল জীবনের বিশাল একটা অংশ, প্রতিদিনের রুটিনে যার ছিল উপস্হিতি । ব্লগে না আসতে পারলে মনে হত কি না কি মিস হয়ে গেল । জানার কোন শেষ নাই আর জানার জন্য ব্লগ ছিল বিশাল একটা সোর্স । নিজেকে জানা, দেশকে জানা, নানা রকম তথ্য জানা । ব্লগে আমি মূলত ছবি শেয়ার করতাম, সহ ব্লগারদের উতসাহে আমার বাংলাদেশ ঘোরাটা হয়ে গেছে খুব ভাল ভাবে । এক একটা নতুন জায়গায় যেতাম আর সেটা ব্লগে এসে শেয়ার করতাম । নিজে ঘুরে নিজের তোলা ছবি দিয়ে বাংলাদেশের প্রায় সবগুলো পর্যটন স্হানের একটা সংকলন আমার নিজের প্রিয় ব্লগ গুলোর একটি । সুন্দরবন থেকে আমিই প্রথম ব্লগিং করি, যেহেতু কেউ এর আগে দাবী করে নাই । । ব্লগে লেখা ছোট গল্পগুলো নিয়ে বইমেলাতে আমার একটা গল্প সংকলন ও বের হয়েছিল । সত্যি বলতে প্রথম পাঁচবছর ব্লগ জীবনের সাথে উতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল । ব্লগে নিজের জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ ঘটনাটার দিনলিপি লিখতে পারা ছিল একটা বিশাল ব্যাপার। আমার ছেলের আগমনের সময়কার সব কিছু এই ব্লগে লিপিবদ্ধ করে রেখেছিলাম ।

নানা ব্যক্তিগত ব্যস্ততায় ব্লগে সময় দেয়া কমে গিয়েছিল , যেটা এখন কেবল মাঝে মাঝে উপস্হিতি জানান দেয়ার পর্যায়ে চলে গেছে । মিস করি সে সময়গুলোকে, সে সময়ের মানুষগুলোকে । ব্যর্থতা হল নতুন ব্লগারদের সাথে তেমন সখ্যতা নেই, সেটা তৈরির জন্য যথাযথ সময় দেয়া হয়নি বলেই ।

মাঝে মাঝে ইচ্ছা করে আবার আগের মত শুরু করি ব্লগিং, নিজের জন্য কিছু সময় । ইচ্ছাটা এখন ও অটুট । দশ বছর বিশাল একটা সময়, কৃতজ্ঞতা তাদের কাছে যারা সহ ব্লগার হিসেবে ছিলেন, সময়টুকু আনন্দময় করে রেখেছিলন । শুভকামনা নতুনদের প্রতি যারা ব্লগটাকে এখনও চালিয়ে নিয়ে যাচ্ছেন । সামু টিমকে শুধু ধন্যবাদ দিলে কম হবে, এমন একটা প্ল্যাটফর্ম এর জন্য, না হলে কখনো লেখালেখি হত কিনা জানিনা, এতগুলা মানুষের দেখাও পাওয়া হতোনা এই জীবনে................

চলতে থাকুক ব্লগিং,নিজেকে ধরে রাখার এই প্ল্যাটফর্ম । । শুভকামনা সবার জন্য । ।



সুন্দরবন থেকে ব্লগিং- প্রথম বারের মত

বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন

আমাদের তুই (To The Child)

মন্তব্য ১০৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন শামসীর ভাই। আপনি চাইলে আপনার নামের ত্রুটিটি সারিয়ে ফেলতে পারেন। তবে যেহেতু দীর্ঘ দশবছর এইভাবেই আছে, এটা মনে হয় একটা মার্ক হয়ে গেছে। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

শ।মসীর বলেছেন: এভাবেই থাক :)

অনেক ধন্যবাদ ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

এরশাদ বাদশা বলেছেন: ''বুড়ো'' ব্লগার এর পোস্ট, তাও আবার ১০ বছর পূর্তিতে!!! প্রথম কমেন্ট এবং লাইক আমার.... =p~
ভালো থাকুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

শ।মসীর বলেছেন: আসলেই বুড়ো :)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল সুপ্রিয় শামসীর ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আজাদ ভাই ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

জুন বলেছেন: দশ বছর পুর্তির শুভেচ্ছা শামসীর :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

শ।মসীর বলেছেন: :) বুড়া হয়ে গেলাম । ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

দারুণ !
কবে যে আমি এমন একটা পোস্ট দিতে পারবো...নাকি তার আগেই ব্যান বা অন্য কারণে ব্লগছাড়তে হতে পারে :((

অনেক অভিনন্দন রইল ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

শ।মসীর বলেছেন: হা হা হা ব্যান - ব্লগিং জগতের এক বিশাল উপাখ্যান এই শব্দ । । কত কিছুর উতপত্তি এই ব্যান থেকে । শুভকামনা রইল অগ্রীম এমন পোস্টের জন্য ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

তার আর পর নেই… বলেছেন: দশ বছর অনেক সময়, মাত্র তিন চার মাসে আমি ব্লগ কেন্দ্রীক হয়ে গেছি, সেখানে দশ তো অনেক সময়।
ব্লগের মানুষেরা রক্ত মাংসের, ঝগড়া করে, গালি দেয়, আবার ফিরেও আসে, বড় আনন্দের …
শুভকামনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

শ।মসীর বলেছেন: ব্লগিং আসলে একটা নেশা........ :)

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,




দশ দশটি বছর কম সময় নয় ! শুরুতেই নাম লিখতে গিয়ে যে ( ) "যতি" চিহ্ণটি আটকে রেখেছেন নামের মাঝে সেটা ওখানেই থাকুক আরো অযুত বছর । সামনে এসে পথ আগলে না দাঁড়ায় যেন !
আরজুপনির আশঙ্কার বিপরীতে আপনার এবং তাঁর জন্যে এমন বাসনা-ই রইলো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

শ।মসীর বলেছেন: দেখা যাক, সব কিছু আসলে সময়ের প্রয়োজনে.............সময় কোথায় নিয়ে যায় জীবনকে । ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

মাহমুদ০০৭ বলেছেন: ব্লগ যেহেতু একটা মননশীল মাধ্যম, তাই সবার হয়ত ধারনা ছিল উন্নত চিন্তা ভাবনার মানুষগুলোই এখানে আসে । ধীরে ধীরে সে ভুল ভাংগে সবার । ব্লাগাররা কেউ আসলে এই সমাজের বাইরের কেউ নয়, রক্ত মাংসে মানুষ, রক্ত মাংসের মানুষের মতই তাদের কার্যকলাপ । একটা সমাজে যেমন যেমন মানুষ থাকে , ব্লগেও ঠিক তাই । তাই ব্লগারদের নিয়ে বেশী উচ্চ আশা কিংবা ধারনার কোনটারই যুক্তি নেই । তবে আশার কথা বেশীরভাগ ব্লগারই ভাল মানুষ, ব্যক্তিজীবনে তাদের অনেকের সাথে সম্পর্কটা আমি উপভোগ করি । অনেকের সাথে খুব ভাল সখ্যতা, এটাই ব্লগ থেকে অনেক বড় প্রাপ্তি , অনেকগুলো ভাল মানুষের দেখা পাওয়া জীবনে । - মনের কথা গুলাই বললেন ।
দশ বছর পূর্তির শুভেচ্ছা শামসীর ভাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । । আসলেই ব্লগতো সমাজেরই প্রতিচ্ছবি ।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

আমিনুর রহমান বলেছেন:


অভিনন্দন। দশ বছর পুর্তিতে আমাদের কিছু মিছু খাওয়ানো উচিৎ :) :) :) আর সামু'র উচিৎ আপনাকে সামুতে কয়েকদিন ঝুলিয়ে রাখা, আপনাকে দেখে অন্যেরা শিখবে ব্লগিং কিভাবে করতে হয়। যুগ-যুগান্তর ব্লগে থাকুন সেই কামনা করি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

শ।মসীর বলেছেন: হা হা হা ঝুলিয়ে রাখা........মাঝখানে নতুন ব্লগারদের প্রথম পাতায় একসেসের জন্য ঝুলিয়ে রাখার অনুযোগের কথা মনে পড়ল :)

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন শা।মসীর দশ বছর পূর্তিতে ! আশা করি শত বছর আবার এরকম পোস্ট দিবা ! :#)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

শ।মসীর বলেছেন: ব্লগ জীবনের অন্যতম একটা প্রাপ্তি কলিগ জহির ভাইকে নতুন রুপে পাওয়া আরো আন্তরিকভাবে । । আমার বইটাত আসলে আপনারই অবদান.........এত সহজে মনে হয়না কেউ বই বের করতে পারে । ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: আসলেই দশ বছর বিশাল একটা সময়। অভিনন্দন আপনাকে।
যেহেতু ব্লগিং এর ইচ্ছেটা এখনো অটুট আছে, আবার নিয়মিত হয়ে ব্লগিং শুরু করুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল, ইচ্ছাত আছে । ।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: দশ বছর!
আপনি তো একদম শুরুর দিকের ব্লগার!
অভিনন্দন দশক পূর্তির।
আবার ব্লগিং শুরু করে ফেলুন। নতুনেরাও খারাপ না। আগের সেই আমেজ হয়তো দিতে পারবো না তবে ভিন্ন স্বাদ পাবেন, এর নিশ্চয়তা দিতে পারি।
ভাল থাকুন। হ্যাপি ব্লগিং

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

শ।মসীর বলেছেন: নতুনরা সবসময়ই ভাল পুরোনোদের চেয়ে, এটাই জগতের নিয়ম । ।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

জানা বলেছেন: অভিনন্দন শামসীর!
একটি সম্পর্কের দশ বছর পূর্তি। অনেক পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, ক্রোধ-ক্ষোভের মিশ্রনে একটি স্মৃতিময় সময়। এটাই স্বাভাবিক নিয়মের জীবন। এই জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হোক শামসীর। কল্যাণকর হোক, সফল হোক আপনার সকল কাজ সকল ভাবনা।

আমার মনে আছে, এই ব্লগে আপনার ফটো ব্লগিং দেখে লুমিক্স ফটোগ্রাফির আয়োজনে সুন্দরবন থেকে সরাসরি ব্লগিং করার জন্যে আমন্ত্রণ জানাতে ফোনে আপনার সাথে আমার প্রথম কথা হয়। খুব সুন্দর কাজ হয়েছিল সেটি। আর আপনার লেখা 'আমাদের তুই' সিরিজ আমাদের সবারই খুব ভাল লেগেছিল।

ধন্যবাদ আমাদের একজন হয়ে থাকার জন্যে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপনার আর সামু টিমের জন্য । আপনাদের কারনেই নিজের সময়গুলোকে ধরে রাখার এত সুন্দর সুযোগ পেয়েছি । আপনার আর আরিলের সাথে বই মেলাতে আমার আর আদৃতার একটা সুন্দর সন্ধ্যা কাটানোর স্মৃতি আজও অমলিন ।

ব্লগতো আসলে জীবনেরই অংশ.........যা কিছু হয় সবই জীবনের এক একটা অধ্যায়, আর এক এক অধ্যায় েক েক রকম হবে, এটাই জীবনের সৌন্দর্য । ।

সামু সবসময় সচল থাকুক, এটাই কামনা ।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

আবু শাকিল বলেছেন: দশ বছর !!!
অভিনন্দন শামসীর ভাই ।
সময় নিয়ে নিয়মিত ব্লগে লেখা শুরু করেন।আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

শ।মসীর বলেছেন: ইনশাআল্লাহ শুরু করব..........।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দশ দশটি বছর
কত বসন্ত, শীত বর্ষা
কত আবেগ কত ঈর্ষা
কত আনন্দ বেদনা
কত স্মৃতি কত ঘটনা..

সময়ের কাছে আমরা কত অসহায়- এইতো মনে হয় সেদিন..

আপনার ৩ বছর পরে চিনেছি সামু :)
৭ এর পূর্নতার অনুভব ছিল এইরকম
ভার্চুয়াল সম্পর্কের সূখ কষ্ট দু:খ আনন্দ ভার্চুয়াল না থেকে কলিজায় অত লাগে কেনরে?????? ২২ কোটি সেকেন্ডের খতিয়ান!!!!

অভিনন্দন এবং আবেদন- সাথে থাকুন। ইমন ভাই চলে গেছেন। আপনারা থেকেও যদি হারিয়ে যান আমাদের পথ দেখাবে কে??

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

শ।মসীর বলেছেন: জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ এই ব্লগ..........প্রাপ্তিও অনেক । ।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন দশ বছর পূর্তিতে !!!!

আপনার ইচ্ছাটা এখনো মরে যায়নি, তার জন্য অসীম শ্রদ্ধাঃ

//মাঝে মাঝে ইচ্ছা করে আবার আগের মত শুরু করি ব্লগিং, নিজের জন্য কিছু সময় । ইচ্ছাটা এখন ও অটুট । দশ বছর বিশাল একটা সময়, কৃতজ্ঞতা তাদের কাছে যারা সহ ব্লগার হিসেবে ছিলেন, সময়টুকু আনন্দময় করে রেখেছিলন । //


শুভ ব্লগিং।

ভাল থাকুন। সবসময়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

শ।মসীর বলেছেন: আনন্দময় হউক সবার ব্লগ জীবন.....।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

পুলহ বলেছেন: আপনার দশ বছর, আর আমার এখনো এক বছরো হয় নি! এই এক বছরেই ব্লগটাকে অন্যরকম আপন মনে হয়, সে হিসেবে আপনাদের মতন সিনিয়র ব্লগারদের অনুভূতি কিছুটা হলেও অনুমান করতে পারি :)

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে! আর হ্যা, যেহেতু এখনো ব্লগিং করার ইচ্ছাটা আছে, সেটা যেন কখনোই হারিয়ে না যায়- এই শুভকামনা রইলো।
ভালো থাকবেন ভাই :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

শ।মসীর বলেছেন: আপনার পথ চলাও অনেক সুন্দর হউক এই শুভকামনা রইল......

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

আমি তুমি আমরা বলেছেন: প্রিয় শামসীর ভাই, আপনার মনে আছে কিনা জানিনা, তবে আপনার নয় বছর পূর্তি পোস্টে বলেছিলাম, "আশা করছি আগামী বছর এমন কোন সময়ে আপনাকে এক দশক পূর্তির অভিনন্দন জানিয়ে যাব"

এক দশক পূর্তির অভিনন্দন।

আশা রাখছি, ২০১৮ তে এক যুগ পূর্তির অভিনন্দন জানানোর :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

শ।মসীর বলেছেন: সত্যি বলছি কিছুক্ষন আগে ৯ বছর পূর্তির পোস্ট পড়ে আমি আপনার কমেন্টের জন্য অপেক্ষা করছিলাম :)


অনেক অনেক শুভকামনা , আর আগামীর অপেক্ষায় :)

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগছে ব্লগে আপনার পদচারণা দেখে। ভাল সময় ও মন্দ সময় উভয় ধরণের সময়ই পেরিয়ে এসেছেন ব্লগে। এটা ভাল ব্যাপার নিঃসন্দেহে।

১০ বছর পুর্তিতে অভিনন্দন!! :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্য ও ।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

আজমান আন্দালিব বলেছেন: দশ বছর পূর্তিতে শুভেচ্ছা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্য ও......।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ১০ বছর অনেকটা সময়। অভিনন্দন রইল। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

শ।মসীর বলেছেন: অনেক লম্বা সময় আসলে.....।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ব্লগে বেশীদিন হয়নি এসেছি। তাও পোণে ৭।

লগ-ইন করার পর প্রথম দিকে যে কটি নিক চোখে পড়তো তার একটা শ।মসীর। অনেক কিছু দিয়েছেন এখানে। জানিয়েছেন। আপনার এক বন্ধু একবার আপনাকে নিয়ে মজার এক পোস্ট দিয়েছিলো। তার নাম বা সেই পোস্টের নাম আর মনে নেই।

যখন ফেলানী হত্যার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন করার প্রস্তাব হোল, তখন এক ক্যাচাল বাধলো। ফিফা এক পোস্টে এক ব্লগারের জামাতি কানেকশান প্রকাশ করলো। কিন্তু তার পরও আপনি অন্তত ফেলানী হত্যার প্রতিবাদটুকু করার জন্য মানব বন্ধনে গিয়েছিলেন।

এর মাঝে বিয়ে করলেন, নব দাম্পত্য জীবনের প্রথম দিককার কিছু ঘটনার পোস্টও চোখে পড়েছিলো, সবই গুছিয়ে লেখা। ফটো ব্লগগুলোর কথাতো বলাই বাহুল্য।

পেশাগত কারণে অনেকেই সময় পায় না। ব্লগের সাথে দূরত্বও বেড়ে যায়। এখন নিশ্চয়ই নতুন শামসীর ব্লগে আছে। নতুনের প্রতি রইলো শুভেচ্ছা। পুরোনো আমাদের অরিজিনাল শ।মসীরের প্রতি রইলো অকৃতিম ভাললাগা। ভাল থাকুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

শ।মসীর বলেছেন: অনেক ভাল লাগল আপনার কমেন্ট । ব্লগে সবসময়ই ছিলাম, নিজে যেটা ফলো করেছি ব্লগ জীবনের অংশ হলেও জীবনকে ব্লগের অংশ করার চেস্টা করি নাই কখনো । চেস্টা করেছি কেচাল থেকে দূরে থাকতে, আমি ভাল সময় কাটানোর জন্য এখানে এসেছিলাম, এখনো তাই ।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

মধুমিতা বলেছেন: ব্লগে এক দশক কাটিয়ে দেয়ায় অনেক অভিনন্দন। সময় দ্রুতই বয়ে যায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

শ।মসীর বলেছেন: আসলেই সময় কেবল চলে যায়......।

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

অলওয়েজ ড্রিম বলেছেন: অবশ্যই অভিনন্দন।
তারপর প্রত্যাশা আবার নিয়মিত হন।
শেষে শুভেচ্ছা ভাল থাকেন সবসময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

শ।মসীর বলেছেন: চেস্টা থাকবে নিশ্চয়ই......।

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দশ বছর পুর্তির শুভেচ্ছা। !:#P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

শ।মসীর বলেছেন: :):)

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

জসিম বলেছেন: আমিও এই পোস্ট দিবো কিছুদিন পর :P

আপনারে শুভেচ্ছা.

ভালো থাকেন.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

শ।মসীর বলেছেন: আপনিত আমার জীবনের একটা অংশ হয়ে আছেন, প্রথম অটোগ্রাফ এর সেই স্মৃতি :)

শুভকামনা ।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে অভিনন্দন। থাকুন আমাদের মতো নতুন ব্লগারদের সাথে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: সবাই ব্লগার, নতুন পুরাতন বলে কিছু নেই :)

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

কাবিল বলেছেন: আপনি আমাদের (নতুন) মুরুব্বিয়ান।
দশ বছর পুর্তির শুভেচ্ছা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

শ।মসীর বলেছেন: হা হা হা শুভকামনা রইল :)

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

বিদগ্ধ বলেছেন: মিস করি সে সময়গুলোকে, সে সময়ের মানুষগুলোকে । ব্যর্থতা হল নতুন ব্লগারদের সাথে তেমন সখ্যতা নেই, সেটা তৈরির জন্য যথাযথ সময় দেয়া হয়নি বলেই ।

আবার শুরু করুন। আমরা তো আপনাকে চিনেই ফেলেছি। আর তো নতুন থাকলাম না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

শ।মসীর বলেছেন: ইনশা আল্লাহ শুরু করব.......।

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

পাকাচুল বলেছেন: মিস করি সে সময়গুলোকে, সে সময়ের মানুষগুলোকে । ব্যর্থতা হল নতুন ব্লগারদের সাথে তেমন সখ্যতা নেই, সেটা তৈরির জন্য যথাযথ সময় দেয়া হয়নি বলেই ।


আমার ও একই অবস্থা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: হুমমম :)

৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল। ভাল থাকবেন সব সময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: বাপরে আর দু বছর হলে এক যুগ পূর্তি করবেন আপনি। 8-|

দশ বছর পূর্তির অভিনন্দন আপনাকে। অনেক দিন পর আপনাকে দেখে সত্যি ভাল লাগলো। আপনার ভ্রমণ পোস্টগুলো মনে রাখার মত ছিল। ভাল থাকবেন। সময় পেলে এখানে আসবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

শ।মসীর বলেছেন: আমি কিন্তু আচি, খালি লেখা হয়না আর কি :)

এক যুগ !!! অনেক দেরি....

৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন; সিক্রেট শেয়ার করুন, কিভাবে টিকলেন এতদিন? আমার তো গোটা ছয়েক নিক একা সামু গিলে ফেলেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

শ।মসীর বলেছেন: একমাত্র সিক্রেট হচ্ছে নিজের ভাল লাগাকে দাম দেয়া । ব্লগে তাই করেছি যা আমার ভাল লাগে, যা ভাল লাগেনা তা ইগনোর করেছি । । নিজের মত লিখেছি..........।

৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ১০ম বর্ষফূর্তির অভিনন্দন । অনেক লম্বা একটা সময় এমন কী বাংলা ব্লগ বয়সের প্রায় কাছাকাছি সময় পার করেছেন !! এটা অনেক বড় পাওয়া ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

শ।মসীর বলেছেন: আসলেই অনেক বড় পাওয়া.......।

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

প্রবাসী পাঠক বলেছেন: দশ বছর পূর্তির অভিনন্দন শামসীর ভাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । ।

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন আর শুভেচ্ছা রইল দশ বছর পূর্তিতে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও ।

৩৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক বিশাল পরিভ্রমণ।দশ বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় ব্লগার

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

শ।মসীর বলেছেন: আসলেই বিশাল । শুভকামনা ।

৩৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪২

দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার স্মৃতিময় লিখাটি ভাল লাগলো, আপনাকে অভিনন্দন। যদিও আমি এই ব্লগে আজ নতুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

শ।মসীর বলেছেন: আপনাকে স্বাগতম ব্লগে......

৩৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

বন্ধু, তুমি তো দাদা ব্লগার হইয়া গেছো =p~ এইবার তোমার পোলারে একটা নিখ খুলে দাও সামুতে যাতে করে দাদা ব্লগার ও নাতি ব্লগার এর ব্লগিং এক লগে দেখবার পারি আমরা যুবক ব্লগাররা :D


১০ বছর পূর্তিতে অভিনন্দন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

শ।মসীর বলেছেন: যুবক ব্লগার ;)


শুভকামনা তোমার লাইগা । ।

৪০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:০২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অভিনন্দন শামসীর ভাই

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই ।

৪১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: এই ভাবেই সব সময় আমাদের সাথে থাকুন...........

অভিনন্দন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

শ।মসীর বলেছেন: আশা করি থাকতে পারব :)

৪২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

সুমন কর বলেছেন: মাঝে মাঝে ইচ্ছা করে আবার আগের মত শুরু করি ব্লগিং, নিজের জন্য কিছু সময় । -- শুরু করে দিন।

১০বছর পার করে দেবার জন্য অনেক অনেক অভিনন্দন .... !:#P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও । ।

৪৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১

নীল-দর্পণ বলেছেন:
স্বর্ন পদক দেওয়া হইল দশ বছর পূর্তিতে !:#P :#)


অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের মতন দু-চার জন আছেন বলেই মাঝে মাঝে আসি ঘুরতে। আসলেই খালি মনে হয়, আহা কী দিন ছিল 8-|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

শ।মসীর বলেছেন: আহা কী দিন ছিল :)

৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাবা! দশ বছর কাটিয়ে দিলেন। বিশাল অর্জন কিন্তু ।বিশেষ করে এখন যেমন ফেসবুক অপ্রতিহত হয়ে আর বাকি সবকিছুকে গিলে ফেলছে। অভিনন্দন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

শ।মসীর বলেছেন: ব্লগ আসলে অন্যরকম একটা ভাললাগার নাম, তাই সময় পার হয়ে গিয়েছে :)

৪৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



অভিনন্দন ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই ।

৪৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: অভিনন্দন। শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

৪৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

মোঃমোজাম হক বলেছেন: হুম আগে কি সুন্দর দিন কাটাইতাম :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

শ।মসীর বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম .............।

৪৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আগের মত আর নিয়মিত হতে পারবা বলে মনে হয়?? ;)

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১১

শ।মসীর বলেছেন: হা হা হা সে বয়স কি আর আছে :(

আলু পটল, ডায়াপার- কত কি কেনার আছে বাকি ;)

৪৯| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

ত্রিভুজ বলেছেন: অনেকদিন পর ব্লগে ঢুকলাম। এখনো আছেন তাহলে... বেশ :)

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

শ।মসীর বলেছেন: হা হা আছি বৈকি :) ২ তারিখের কমেন্ট আজ ২৩ তারিখে চোখে পড়ল :)
আপনার কেমন চলছে ।

৫০| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

জাগরিত নিদ্রা বলেছেন: থাক না নামটা এভাবে! শুরুটা যে ভাবে শেষটা এ রকমই চলুক। হয়ত এ ভাবেই আপনি বেশি পরিচিত।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

শ।মসীর বলেছেন: হয়ত তাই..........কখনো বদলানোর কথা মনেও হয়নি :)

৫১| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দশ বছর পূর্তিতে অভিনন্দন আর শুভকামনা রইল। লিখতে থাকুন আরও বেশী, আগামীর দিনগুলোতে। ভালো থাকুন, ভালো কাটুক আগত প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

শ।মসীর বলেছেন: লেখা যে হয়না :(

৫২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

ক্রন্দসী বলেছেন: দশ বছর? তোর পোলার ব্লগ করার কথা এতদিনে।শুভ কামনা, আমি ব্লগে অনিয়মিত কিন্তু তোর বারান্দায় একবার না হাটলে ভাল লাগে না।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

শ।মসীর বলেছেন: ভাই মনটা ভাল হয়ে গেল এই সকাল বেলায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.