নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

আজব দেশের আজব কাজ কারবার-২

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১



মানুষের লাজ লজ্জা নাই হয়ে গেছে অনেক আগে, আগে তাও কিছু বলত, এখন এমন ভাব করে যে এইটা কিছুইনা । ঘটনা হচ্ছে ইদানিং কালের সুপার শপ/বড় ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান গুলারে নিয়া । যদি বিল হয় ৩৭ টাকা আর আমি ৪০ টাকা দিই, দেখা যায় সে আমারে দুই টাকা ফেরত দিয়ে অন্য কাজে মনোযোগ দেয় । ১টাকা ধরলাম তার কাছে নাই, অন্তত মুখেত বলতে পারে যে ১টাকা নাই । খেয়াল করে দেখলাম এই ১টাকা যে মেরে দিচ্ছে এইটা সে গায়েই মাখেনা । আগে তাও চকলেট দিয়ে ভদ্রতা দেখাত , এখন সেটাও দেখি নাই হয়ে গেছে । অথচ কাঁচা বাজারের মুদি দোকানি এইসব ব্যাপারে উল্টা ১টাকা কম রেখে অভ্যস্ত । কম রাখুক সেটা আমি বলছিনা, কিন্তু একটা ব্যাখ্যাতো দেয়া উচিত ।

আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত জিনিস দেয়া, ডিজিটাল নিক্তি আসায় এটা আরো সহজ হয়েছে । আপনার যেকোন পণ্য হয়ত দরকার এক কেজি , সেলসম্যান যে পরিমান পণ্য প্যাকেটে নিল সেখানে আছে ১কেজি ১০০ গ্রাম । দেখা যাচ্ছে সে সেটাই বিল করে ফেলছে । পণ্য আমরা ঠিকি পাচ্ছি, কিন্ত এই ফোরস সেলের মাধ্যমে পকেট থেকে বেরিয়ে যায় অতিরিক্ত টাকা , যেটা অনেকটাই অপ্রয়োজনীয় । আমরাও এইটা নিয়ে কোন কথা বলিনা, আবার দোকানি যদি ছোটলোক ভাবে তাই !!! অথচ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করে সবদিক থেকে ক্ষতি কিন্তু আমাদেরই ।

ইথিকস কিংবা বোধের বিকাশ- কোনটাই আমাদের হবে বলে মনে হয়না !!!

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই বিরক্তিকর একটা ব্যাপার। কি করবেন বলেন, দুর্নীতি শঠতা আমাদের প্রতি পদে পদে।

২| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৭

আব্দুল্যাহ বলেছেন: ব্লগে অনেকদিন পর এসেছি। আপনার লেখা পড়ে নিজের একটি লেখা মনে পড়ে গেল ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন "স্বপ্ন" সুপার শপের ডিজিটাল ডাকাতি!

৪| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: হুম এমনি হয়। আমি তো মাঝেমাঝে বলি আমার এক কেজিই লাগবে, বেশি নিব না। আর ভাংতি টাকার সমস্যা এই সুপারশপেই।

৫| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০

মাদিহা মৌ বলেছেন: আসলেই। এখন আর এক টাকার চকলেটও দেয় না …

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: সিএজনি স্টেশন গুলোতে বা বিদ্যুৎ বিল দিতে গেলেও ওরা খুচরা নাই বলে বেশী রেখে দেয়

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হক্ব কথা!

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

বোরহাান বলেছেন: হা হা হা! কি করবেন আমরা বাঙালীদের অনেক কিছুই সয়ে যেতে হয়,এটাও আমাদের সয়ে গেছে সয়ে যাচ্ছে! -_-

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

ইমরান আশফাক বলেছেন: এখন থেকে সংগে এক প্যাকেট লজেন্স রাখবেন। যখন এক টাকা লেনদেনের ব্যাপার আসবে তখন একটা লজেন্স ধরিয়ে দেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.