নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
মানুষের লাজ লজ্জা নাই হয়ে গেছে অনেক আগে, আগে তাও কিছু বলত, এখন এমন ভাব করে যে এইটা কিছুইনা । ঘটনা হচ্ছে ইদানিং কালের সুপার শপ/বড় ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান গুলারে নিয়া । যদি বিল হয় ৩৭ টাকা আর আমি ৪০ টাকা দিই, দেখা যায় সে আমারে দুই টাকা ফেরত দিয়ে অন্য কাজে মনোযোগ দেয় । ১টাকা ধরলাম তার কাছে নাই, অন্তত মুখেত বলতে পারে যে ১টাকা নাই । খেয়াল করে দেখলাম এই ১টাকা যে মেরে দিচ্ছে এইটা সে গায়েই মাখেনা । আগে তাও চকলেট দিয়ে ভদ্রতা দেখাত , এখন সেটাও দেখি নাই হয়ে গেছে । অথচ কাঁচা বাজারের মুদি দোকানি এইসব ব্যাপারে উল্টা ১টাকা কম রেখে অভ্যস্ত । কম রাখুক সেটা আমি বলছিনা, কিন্তু একটা ব্যাখ্যাতো দেয়া উচিত ।
আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত জিনিস দেয়া, ডিজিটাল নিক্তি আসায় এটা আরো সহজ হয়েছে । আপনার যেকোন পণ্য হয়ত দরকার এক কেজি , সেলসম্যান যে পরিমান পণ্য প্যাকেটে নিল সেখানে আছে ১কেজি ১০০ গ্রাম । দেখা যাচ্ছে সে সেটাই বিল করে ফেলছে । পণ্য আমরা ঠিকি পাচ্ছি, কিন্ত এই ফোরস সেলের মাধ্যমে পকেট থেকে বেরিয়ে যায় অতিরিক্ত টাকা , যেটা অনেকটাই অপ্রয়োজনীয় । আমরাও এইটা নিয়ে কোন কথা বলিনা, আবার দোকানি যদি ছোটলোক ভাবে তাই !!! অথচ প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করে সবদিক থেকে ক্ষতি কিন্তু আমাদেরই ।
ইথিকস কিংবা বোধের বিকাশ- কোনটাই আমাদের হবে বলে মনে হয়না !!!
২| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২০
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৭
আব্দুল্যাহ বলেছেন: ব্লগে অনেকদিন পর এসেছি। আপনার লেখা পড়ে নিজের একটি লেখা মনে পড়ে গেল ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন "স্বপ্ন" সুপার শপের ডিজিটাল ডাকাতি!
৪| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৭
ফেরদৌসা রুহী বলেছেন: হুম এমনি হয়। আমি তো মাঝেমাঝে বলি আমার এক কেজিই লাগবে, বেশি নিব না। আর ভাংতি টাকার সমস্যা এই সুপারশপেই।
৫| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩০
মাদিহা মৌ বলেছেন: আসলেই। এখন আর এক টাকার চকলেটও দেয় না …
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: সিএজনি স্টেশন গুলোতে বা বিদ্যুৎ বিল দিতে গেলেও ওরা খুচরা নাই বলে বেশী রেখে দেয়
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হক্ব কথা!
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১
বোরহাান বলেছেন: হা হা হা! কি করবেন আমরা বাঙালীদের অনেক কিছুই সয়ে যেতে হয়,এটাও আমাদের সয়ে গেছে সয়ে যাচ্ছে! -_-
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
ইমরান আশফাক বলেছেন: এখন থেকে সংগে এক প্যাকেট লজেন্স রাখবেন। যখন এক টাকা লেনদেনের ব্যাপার আসবে তখন একটা লজেন্স ধরিয়ে দেবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই বিরক্তিকর একটা ব্যাপার। কি করবেন বলেন, দুর্নীতি শঠতা আমাদের প্রতি পদে পদে।