| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
ভেঙ্গেছে পিঞ্জর
মেলেছে ডানা
উড়েছে পাখি
পথ অচেনা...................
আমরা আট জন । দীর্ঘ অনেকদিন পর সবাই একসাথে বিবাহিত ব্যাচেলর হবার মাঝে আলাদা একটা মজা আছে । সেই মজা উপভোগ করার জন্য সবাই মিলে রওয়ানা দিলাম সাজেক ভ্যালীর দিকে । এই জায়গাটায় যাব যাব করেও যাওয়া হচ্ছিলনা । অবশেষে তিন দফা সময় পরিবর্তনের পর সবার সময় এক জায়গায় এসে মিলেছিল ।
সেন্টমার্টিন পরিবহনে চড়ে বসার পর জনৈক ব্যক্তি আমাদের সাজেক যাবার কথা শুনে শুরুতেই ভাব নিলেন, যেহেতু আমরা কোন বুকিং দেই নাই তাই কোন জীপ পাবনা, হোটেল পাবনা ইত্যাদি নানা রকম ভবিষ্যতবানী সে করে গেল । মনে মনে হাসলাম, বেচারা মনে হয় ভেবেছিল আমরা জীবনে প্রথম ঘুরতে বের হয়েছি, না জানি কত বিপদ সংকুল এই ঘুরে বেড়ানো ব্যাপারটা । তাকে আশ্বস্ত করলাম টেনশন নিয়েননা, বিপদে পড়লে আপনাকে ফোন দিব ![]()
বাস থেকে নামার পর দেখি জীপ ওয়ালারাই আমাদের পেছনে ঘুরছে । ঠিকঠাক করে উঠে পড়লাম একটায় । সমতল থেকে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি আমরা, বদলে যাচ্ছে দুপাশের দৃশ্যাবলী । দুপাশ যত না উপভোগ্য তার চেয়ে বেশী উপভোগ্য আসলে বন্ধুদের সংস্পর্শ । তাই সাজেক হউক আর টং দোকান হউক বন্ধুরা থাকলে যেকোন সময়ই উপভোগ্য । ভ্রমনটাকে ডেজার্ট বলা যেতে পারে ।

চলতি পথের নীলাকাশ যেন মাথা নস্ট করে দেয় । কেউ জনে বালতি ভরে নীল ছিটিয়ে দিয়েছে আকাশে । সাজেক পৌঁছে থাকার জন্য হোটেলেরও বন্দোবস্ত হয়ে গেল। দুপরের খাওয়া শেষে আমরা কাছাকাছি আর্মীর একটা পার্কের মত জায়গা আছে, সেখানে গিয়ে পাহাড়ের ভ্যালীর দিকে পা দুলিয়ে বসে বসে ভাবছিলাম ইস এই জায়গায় যদি একটা লেক থাকত কতইনা সুন্দর হত । প্রকৃতি মনে হয় হেসেছিল তখন, পরদিন সূর্যোদয় দেখার জন্য ঐ জায়গায় গিয়েত মাথা নস্ট, মেঘের/কুয়াশার সমুদ্র চোখের সামনে । উফ এই সৌন্দর্য লিখে কিংবা ছবিতে বলে বোঝানো যাবেনা........................বিশাল সাজেক ভ্যালী পুরোটা যেন চাদর পরে বসে আছে , নৈস্বর্গীক সৌন্দর্য তার । দূরে পাহাড়ের মাথার উপর হঠাত করে এসে হাজির হবে আগমনী সূর্য আর সে সোনালীচ্ছটা মেঘের চাদরে লেগে মোহনীয় করে তুলবে চারপাশ ।


রাতের সাজেকের রুপ অন্যরকম । পরিষ্কার আকাশে লাখো তারার সমাবেশ । মুখ ফসকে বলে ফেললাম আহা দেখ কত তারা গিজগিজ করছে । পাশে থাকা বন্ধু বলল তারার এই সমাবেশের জন্য গিজগিজ শব্দটা বিশেষন হিসেবে মোটেই সুন্দর না । নতুন কোন প্রতিশব্দও খুজে পেলামনা । হঠাত হঠাত ধুমকেতু খসে পড়ার দৃশ্যটাও চমতকার ভাবে দেখা মিলবে সেখানে ।
রাতে খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছিল ব্যাম্বুচিকেন । বাঁশের ভেতরে মশলা মাখানো মুরগী ঢুকিয়ে সেটাকে তাপে রান্না করা । কাঁচা বাঁশের মাঝে করা সে রান্নার স্বাদও অন্যরকম । আসার সময়ও খাগড়াছড়ি শহরের মোহছেন আউলিয়া রেস্টুরেন্টে (নামটা যেমনই হউক) হাঁসের ভুনা আর রুপচাঁদার স্বাদ এখনও লেগে আছে মুখে ।
সাজেক- শব্দহীন সৌন্দর্যের নাম । সব রকমের কোলাহল মুক্ত নৈস্বর্গীক নিরবতা উপভোগের জন্য চমতকার এক অভিজ্ঞতা ।










০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
শ।মসীর বলেছেন: শুভকামনা রইল । বর্ণনা দিলামনা ইচ্ছে করেই
ঘুরে আসুন, ভালা লাগা গ্যারান্টি ![]()
২|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
মনিরা সুলতানা বলেছেন: দারুন সুন্দর সব ছবি সাথে উপভোগ্য বর্ণনা !
শেয়ার করার জন্য ধন্যবাদ ![]()
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৩|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
মাকার মাহিতা বলেছেন: দারুন। যেতে মন চায়। কিন্তু... অর্থ ও সময় কোনটাই নাই...
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
শ।মসীর বলেছেন: সময়টা জোগাড় করে ফেলুন, অর্থ ও হয়ে যাবে ![]()
৪|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর খুব,
এই অপরুপ লীলাভূমি দেখতে মন ছুটে যায় কিন্তু এই ব্যস্ততা ভেঙে সময়টা বের করতে পারছিনা
শুভ কামনা......
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
শ।মসীর বলেছেন: সময়টা জোগাড় করে ফেলুন ![]()
৫|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
ফেরদৌস খান বলেছেন:
আপনারা কবে ঘুরতে গিয়েছিলেন? তারিখটা জানালে ভালো হত...... ![]()
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
শ।মসীর বলেছেন: ১৮ই নভেম্বর গিয়েছিলাম ।
৬|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪
কামরুল হাসান জনি বলেছেন: প্রকৃতির সৌন্দর্যে আমি মুগ্ধ! ছবিগুলো কি আপনার তোলা?
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
শ।মসীর বলেছেন: জি আমার তোলা.....।
৭|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
কামরুল হাসান জনি বলেছেন: অসাধারণ ছবি তোলেছেন!
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: ছবি ও বর্ণনা মিলে এক কথায়- অসাধারণ।
পোষ্টে +++++++++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
৯|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ম্যারেড ব্যাচেলর!!!
শুনেও তৃপ্তি
হা হা হা
দারুন ভ্রমনে সঙ্গী করায় ধন্যবাদ
+++++
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬
শ।মসীর বলেছেন: ঘরে বলা যাবেনা বাট এই অনুভূতিতে কি যে মজা ![]()
১০|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
অন্তু নীল বলেছেন:
ছবিগুলো দারুন তুলেছেন।
সুন্দর।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।
১১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
ইমন হাসান007 বলেছেন: গানটা আমার খুব প্রিয়।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
শ।মসীর বলেছেন: আমারও ........।
১২|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: আহা কবে যে যেতে পারব সাজেকে। অনেক ভাল লাগল ছবি আর আপনার লেখা। ভাল থাকবেন
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
১৩|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২০
হাসান রাজু বলেছেন: দারুন দারুন ..........
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
১৪|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: সাজেক যাওয়া হয়েছিলো, তবে তার অনেক কিছুই দেখার বাকী থেকে গেছে......চমৎকার ছবি পোষ্টে অনেক অনেক ভালোলাগা।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
শ।মসীর বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
১৫|
০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪
আমি তুমি আমরা বলেছেন: সাজেক যাওয়ার ইচ্ছা আছে। দেখি কবে নাগাদ সুযোগ হয়।
পোস্টে ভাল লাগা ![]()
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
শ।মসীর বলেছেন: জলদি ঘুরে আসেন, আমরাত পরে কোন জিনিস ই ঠিকমত রাখতে পারিনা.....।
১৬|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬
নীল-দর্পণ বলেছেন: মেঘের ছবি দেখলে মনে হয় ঝাপিয়ে পড়ি
২০১৪ সালে গিয়েছিলাম নীলগিরি নিলাচল, এর পর থেকে খালি মন আকু পাকু করে পাহাড়ে যাইতে। এই পোষ্ট দেখার পর থেকে আকুপাকু বেরে গেছে ![]()
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
শ।মসীর বলেছেন: আকুপাকু বেড়ে গেলে জলদি কমাইয়া ফেলতে হয় ![]()
১৭|
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: সাজেক- শব্দহীন সৌন্দর্য আর নৈস্বর্গীক নিরবতা
কেমন আছেন?
শুভকামনা রইল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬
শ।মসীর বলেছেন: এইতো ভাই চলে যাচ্ছে । আপনি কেমন আছেন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
রানা আমান বলেছেন: অসাধারন সুন্দর সব ছবি সাথে সাবলীল বর্ণনা । তবে পুরো ভ্রমণের বিস্তারিত বর্ণনা পেলে আরও ভালো লাগতো । তারপরও অসাধারন সুন্দর সব ছবিসমৃদ্ধ পোস্ট এর জন্য আন্তরিক ধন্যবাদ ।