নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

অতিথিদের গাড়ি গ্যারেজের বাহিরে রাখুন !!!!

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪



এরচেয়ে অসৌজন্যমূলক আর কোন নোটিশ হতে পারেনা । ছোট বেলায় মনে আছে বাসায় বেশী মেহমান এসে গেলে পাশের বাসা থেকে চেয়ার নিয়ে আসা হত, কখনও কখনও পাশের বাসায় অতিথিদের কাউকে কাউকে রাখাও হত । গ্যারেজ যদি ফাঁকা থাকে তাহলে ঐ বিল্ডিং এ আগত অতিথির গাড়ি সেখানে রাখতে সমস্যা কোথায় । অকারনে জায়গা রেখে বাইরের রাস্তা বন্ধ করার কোন যৌক্তিকতা থাকতে পারেনা । সরকারের একটা নোটিশ জারি করা উচিত এই বিষয়ে । গ্যারেজ ফাঁকা থাকলে অতিথির গাড়ি অবশ্যই ঐ বিল্ডিং এর গ্যারেজে রাখতে দিতে হবে, ঐ গ্যারেজের পজিশন যারই হউকনা কেন। কেবল ঐ পজিশনের গাড়ি ফেরত আসলে অতিথির গাড়ি বাইরে রাখা যেতে পারে তাও রাস্তা যাতে বন্ধ না হয় সে ব্যবস্হা রেখে ।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনে দিনে আমরা সৌজন্যতাবোধ হারিয়ে ফেলেছি

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

শ।মসীর বলেছেন: :(

২| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা অনেক বাসায় দেখা যায়। টাকার গরম দেখায় মনে হয়।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

শ।মসীর বলেছেন: টাকার গরম ঠিক মনে হয়না, কারন যে গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছে তার ও যোগ্যতা কম নয়। এইটা চিন্তার অপরিপক্কতা আমার মনে হয় ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

এম আর তালুকদার বলেছেন: ভিখারীর টাকা হলে এমন অনেক কিছুই করে। খবর নিয়ে দেখেন হয়ত এক সময় মাথা গোজার ঠাঁইও ছিলনা ।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

শ।মসীর বলেছেন: এইটা চিন্তার অপরিপক্কতা আমার মনে হয় ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কথায় আছেনা বড় নৌকা ভেঙ্গে গেলেও তার কাঠ দিয়ে ছোট নৌকা তৈরী করা যায় কিন্তু ছোট নৌকা ভেঙ্গে গেলে তা দিয়ে কিছুই হয়না। এরা একসময় ফকিন্নী ছিল (সবার ক্ষেত্রে না) অবৈধ পথে ইনকাম করে কিছু পয়সার মালিক বনে গেছে তাদের কাছ থেকে আর কি আশা করা যায়।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শ।মসীর বলেছেন: এইটা চিন্তার অপরিপক্কতা আমার মনে হয় ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

জ্বলন্ত আলো বলেছেন: আত্নসম্মানবোধের কারণে ‍এমন বাড়িতে অতিথি না হওয়াই ‍উত্তম।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শ।মসীর বলেছেন: :)

৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

বাকরখানি বলেছেন: কেন জায়গা দেয় না উত্তরটা আফনের পুষ্টেই আছে: গ্যারেজ ফাঁকা থাকলে অতিথির গাড়ি অবশ্যই ঐ বিল্ডিং এর গ্যারেজে রাখতে দিতে হবে, ঐ গ্যারেজের পজিশন যারই হউকনা কেন। বাঙালি কোনদিন জায়গার দখল ছাড়ে না। ফাঁকা জায়গার মালিক হাতেপায়ে ধৈড়াও ঘাড়তেড়া মেহমানের গাড়ি সরাইতে পারবনা বৈলাই লেইখ্যা রাক্সে।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শ।মসীর বলেছেন: যার বাসায় অতিথি আসবে দায়িত্ব তার, আর সেত ঐ বিল্ডিং এরই বাসিন্দা, একদিন সমস্যা করলে অন্যদিন সেত আর ঐ সুযোগ পাবেনা ।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: এই ব্যাপারটা আমার কাছেও চরম বিরক্তি লাগে। গ্যারেজে জায়গা থাকলে গাড়ি রাখতে কি সমস্যা।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শ।মসীর বলেছেন: সেটাই..........

৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯

জুন বলেছেন: ওহ শামসীর এই ব্যপারটা নিয়ে আপনার সাথে আমি একমত । রাস্তায় বের হলেই বিভিন্ন বাড়ীর গেটে যখন এই নোটিশটি দেখি তখন যে কি বিশ্রী লাগে বলার নয় ।
তারপর কেমন আছেন ? বাসার সবাই ? অনেকদিন পর পুরানো লোকদের দেখে অন্যরকম ভালোলাগা ।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শ।মসীর বলেছেন: :) :)

এই আছি আলহামদুলিল্লাহ । বাসার সবাই ও ভালই আছে । আপনি কেমন আছেন। অনেকদিন আপনিও দেখি কিছু লিখেননা ।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

123456789happy বলেছেন: ভাইজান মাইন্ড খাইয়েন না... একখান কতা কই............ শহরের কিছু কিছু প্রেক্ষাপটে নিরাপত্তার বিষয়টি চিন্তা করলে মনে হয় এটাই ঠিক। বাস্তব অভিজ্ঞতার আলোকে কথাগুলো বললাম।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

শ।মসীর বলেছেন: অতিথি কিন্তু ঐ বিল্ডিং এর ই কোন না কোন বাসায় আগত। সুতরাং নিরাপত্তার ব্যাপারটা এখানে বিষয় হবার কোন কারন নেই ।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

পদ্মপুকুর বলেছেন: মহাখালী ডিওএইচএস এর এক বাসার সামনে নোটিশ টাঙানো:
অনুমতি ব্যতিত বাসার সামনে হাটাচলা করা নিষেধ
আরে গাড়ল, তোর বাসার সামনে যদি নাই যায়, তাইলে অনুমতিটা নিবে ক্যম্নে?

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

শ।মসীর বলেছেন: হা হা হা :)

১১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। তবে যারা বাড়িওয়ালা তাদের নিশ্চয়ই কোন ভালো যুক্তি আছে। আমাদের দেশে টিকেট কেটে পার্কিং সংস্কৃতি গড়ে উঠা উচিত। তাহলে এই সমস্যার সমাধান হতে পারে...

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

শ।মসীর বলেছেন: দারোয়ানের কয়েকবার বেশী গেট খোলা ছাড়া আর তেমন ভাল যুক্তি দেখছিনা ! নিরাপত্তার ইস্যু থাকার কথানা যেহেতু অতিথি ঐ বাড়িরই ।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: এ নোটিশটা আমি প্রতিদিন দেখি !! বিরক্তিকর !! জায়গা থাকলে, রাখলে সমস্যা কি ??

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

শ।মসীর বলেছেন: সেটাই..........

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪

আবদুল মমিন বলেছেন: অতিথির আণ্ডা বাচ্চা সাথে আনা নিষেধ ,শুধু বুইড়া বুড়ি দুইজন আইবেন ।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

শ।মসীর বলেছেন: কিছুদিন পর ঐটাই হবে ।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

শেরপুর মেইল বলেছেন: শেরপুরের সব খবর আপডেট পেতে ভিসিট করুন http://sherpurmail24.net

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

আবু আফিয়া বলেছেন: এমন অসৌজন্যমূলক নোটিশ আমার আশেপাশের অনেক গেইটে ঝুলতে দেখে তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু খুঁজে পাই না। এমন নোটিশ ঝুলানোর অর্থই হচ্ছে এ বাসায় অতিথি আসাটাকে কেউ পছন্দ করেন না। এমনটি আসলে ছোট মনমানুষিকতার পরিচয় বহন করে।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১

শ।মসীর বলেছেন: :(

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,




অতিথিদের জন্যে এর চেয়ে চরম অসৌজন্যমূলক আর কিছু নেই ।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

শ।মসীর বলেছেন: :(

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমাদের অঞ্চলে অসৌজন্যতাই এখন স্মার্টনেস..............

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২

শ।মসীর বলেছেন: সেটাই

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আজিব দুনিয়া!

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

শ।মসীর বলেছেন: পুরাই আজিব :)

১৯| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

রাতুল_শাহ বলেছেন: গাড়ি নেই, টেনশনও নেই।

তবে এই নোটিশ বেয়াদবি নোটিশ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

শ।মসীর বলেছেন: :)

২০| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

ঘুমন্ত আমি বলেছেন: আমাদের মানবিকতা এবং সৌজন্যতাবোধ নষ্ট হয়ে যাচ্ছে।যার খুব ভালো উদাহারন এই ধরনের পোষ্টারগুলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

শ।মসীর বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.