নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগে ১২ বছর ১ দিন !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫



সামহোয়্যার ইন ব্লগে ১২ বছর ১ দিন !!!

ব্লগিং করছি ১২ বছর ১ দিন কথাটা জোর গলায় বলতে পারছিনা কারন গত কয়েকবছর ধরে নিয়মিত ব্লগিং বলতে যা বোঝায় তার ধারে কাছে ও ছিলামনা । মাঝে মাঝে লগ ইন করতাম, হঠাত করে পোস্ট করতাম কিছু একটা । ১২ বছর পূর্তির পোস্ট দেয়া আমিই প্রথম কিনা সে কথাও বলতে পারছিনা ব্লগ নিয়মিত ফলো না করার কারনে । অথচ এমন একটা সময় ছিল যখন প্রতি ৫ মিনিট পরপর রিফ্রেশ না দিলে মনে হত কি না কি মিস করে যাচ্ছি ।

তুমুল তূখোড় একটা সময় কাটিয়েছি ব্লগে, কত আজানাকে আজ কত কাছের মনে হয়। সে সময়ের আগুন ঝড়ানো লেখকরাও জানি এখন আর নিয়মিত না, যদিও ফেসবুকের কল্যানে তাদের সবার নিয়মিত আপডেট পাওয়া হয়। এই ব্লগের কল্যানে অনেকেই হয়ে গেছেন অনেক আপন মানুষ এখন।

মাঝে মাঝে নিজেকেই জিজ্ঞেস করি ব্লগ কে মিস করি কিনা । উত্তর ঠিক জানা নেই, তবে ব্লগের সেই আমাকে নিয়মিত মিস করি। ব্লগের কল্যানেই লেখালেখির হাতে খড়ি ।

বেকার জীবনে রাতের পর রাত কেটে যেত নেট ব্রাউজ করে লক্ষ্যহীন ভাবে । তেমনি এমনই এক রাতে প্রথম আলোর অনলাইনে দেখেছিলাম বাংলাব্লগ সামহোয়্যার ইন এর আত্মপ্রকাশ। প্রথমেই গুগলে সার্চ দিলাম ব্লগ মানে কি । মনঃপুত কোন সংজ্ঞা না পেলেও সামুতে রেজিষ্ট্রেশন করার পর যা বুঝলাম তা হল ব্লগ মানে মনের খাতা, নিজের ইচ্ছা মতন লিখে যাওয়ার খাতা । ব্লগ দেখেও তাই মনে হল। দুনিয়ার এমন কোন বিষয় নেই যা নিয়ে এখানে কথা হয়না।

আমি বেছে নিলাম আমার পছন্দের বিষয় ঘোরাঘুরি । প্রিয় বন্ধুরা সহ ঘুরে বেড়ানোর কথা নিয়মিত লেখা। এই লিখতে লিখতে একসময় চলতি পথের গল্প নিয়ে ছোট গল্প লেখা শুরু করলাম, সেই গল্পগুলো নিয়ে একসময় বইমেলাতে বের হল নিজের বই। ব্লগ থেকে এটা একটা বিশাল প্রাপ্তি ব্যক্তিজীবনে। সেই ধারাটা নিয়মিত করতে না পারার দুঃখ প্রায়শই পীড়া দেয় আমাকে।

ব্যস্ততা আর ব্যক্তিজীবনের গল্প লিখতে লিখতে ব্লগের পাতায় আর লেখা হয়না এখন । তবুও সামহোয়্যার ইন এর সাথে একটা নিবিড় সম্পর্ক মনের মাঝে টের পায় সবসময়, মাঝে মাঝে এখনও হাজির হবার চেষ্টা করি তাই ।

বেঁচে থাকুক বাংলা ব্লগিং, সামহোয়্যার ইন এর হাত ধরে যার যাত্রা শুরু হয়েছিল । শুভকামনা রইল সকল ব্লগারের জন্য, সামহোয়্যার ইন এর জন্য ।

আমার নিজের যে কাজটা সব থেকে প্রিয় তার সংকলন :

বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন
http://www.somewhereinblog.net/blog/shamseerblog/29001815


মন্তব্য ৬৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: অভিনন্দন ভাইয়া

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: আপনি তো পুরোনো বন্ধু।

এই গানটা আপনার জন্য-

এক যুগ পূর্তির জন্য

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই । গানটা অনেক ভাল লাগল.........

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১

শাহিন-৯৯ বলেছেন: আমি নতুন ব্লগার,
আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

শ।মসীর বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল । পথ চলা হউক আনন্দের ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।

আমাদের জন্য উৎসাহের ব্যাপার!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

নীলপরি বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,




একযুগ পূর্তির শুভেচ্ছা ।
সামুর হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিলো সে যাত্রা যেন অনন্ত হয় ................

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

শ।মসীর বলেছেন: শুভকামনা ভাই ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া

অনেক অনেক শুভেচ্ছা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

শ।মসীর বলেছেন: মনে পড়ে গেল পুরনো সেই আড্ডা মাখা দিন গুলোর কথা :)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

সোহানী বলেছেন: ও মাই গড আপনিতো দেখি সামুর আসল আদু ভাই :P

অনেক অনেক শুভেচ্ছা যুগপূর্তিতে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

শ।মসীর বলেছেন: পুরোপুরি আদু ভাই বলা চলে !!! আসল আদু ভাইরা যেহেতু নাই কি আর করা :)

শুভকামনা ।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

শামচুল হক বলেছেন: এত বছর পার করায় অভিনন্দন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




এক যুগ পেরনোর অসংখ্য অভিনন্দন । শুভ কামনা রইলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০০

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

আমার মাত্র ৩ বছর!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

শ।মসীর বলেছেন: কি করে যে সময় যায় টেরই পাবেননা :)

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

উম্মে সায়মা বলেছেন: এক যুগ!
অভিনন্দন!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

শ।মসীর বলেছেন: শুভ কামনা ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

পদ্মপুকুর বলেছেন: ফেলে আসা দিন, পথ ভূলে যেন, ফিরে আসে বারবার
চেয়ে দেখা ছাড়া, নেই অধিকার, একটু কাছে পাবার....

শামসীর ভাই, অনেক অনেক অভিনন্দন।
সম্ভবত এই ব্লগের প্রথম ব্লগার ছিলেন 'শাহানা' নামে একজন। জানেন নাকি উনি কোথায় আছেন, একটা পদক দেয়া প্রয়োজন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ।

শাহানা আপু কোথায় আছে জানা নেই, ব্লগের অনেকেই অবশ্য এখন ফেসবুকে সরব।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

নতুন নকিব বলেছেন:



এখানের মায়ায়, ছায়ায় যুগ যুগান্তর পেরিয়ে যাক। অভিনন্দন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

শ।মসীর বলেছেন: পথ চলা সুন্দর হউক সবার।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভকামনা ভাই । গানটা অনেক ভাল লাগল........


খুশি হলাম।
ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

শ।মসীর বলেছেন: আমিও- নতুন একটা গান শোনা হল :)

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে মাঝে মাঝে আসবেন।
অনেক শুভকামনা আপনার জন্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৬

শ।মসীর বলেছেন: সেটাই করি, মাঝে মাঝে আসি :)

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

সুমন কর বলেছেন: অভিনন্দন !!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: ব্লগের কল্যানেই লেখালেখির হাতেখড়ি- কথাটা আপনার মত বোধকরি আরো অনেকের জন্যই প্রযোজ্য।
দুনিয়ার এমন কোন বিষয় নেই, যা নিয়ে এখানে কথা হয় না -- এইখানেই তো ব্লগিং এর মজা! :)
এই ব্লগে একটানা একযুগ পূর্তি একটা অনন্যসাধারণ মাইলফলক, যা আপনি সগৌরবে অর্জন করেছেন। অভিনন্দন এবং শুভকামনা!
লিঙ্কটা দয়া করে কোন একটা প্রতিমন্তব্যের ঘরে দিইয়ে দেবেন, কারণ মূল লেখা থেকে কপি-পেস্ট করা যায়না।
পোস্টে পঞ্চম ভাল লাগা + +

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

শ।মসীর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন
http://www.somewhereinblog.net/blog/shamseerblog/29001815

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

ন্যায়দন্ড বলেছেন: আপনার ১২ বছর আর আমার ১২ দিন!

আসুন দাদু কোলাকুলি করি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

শ।মসীর বলেছেন: হা হা হা আসুন কোলাকুলি করি :)

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

নতুন বলেছেন: শামসীর ভাই, অনেক অনেক অভিনন্দন।

ব্লগে ঢু মারতে আসা একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

শ।মসীর বলেছেন: শুভকামনা :)

এখন নিয়মিত ঢু মারাই হয়না, একটা সময় যেটা ছিল অভ্যাস।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক অভিনন্দন ।
আমার ও এই মাসে ১২ বছর হবে ।
পুরাতন রা ফিরে আসছে দেখে ভালো লাগছে ।
আরো অনেক বছর থাকুন । অনেক অনেক শুভকামনা ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

শ।মসীর বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।
ভাললাগা তো রয়েই গেছে, তাই না এসে উপায় কি ?

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

কামরুননাহার কলি বলেছেন: অনেক অভিনন্দন ভাইয়া।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল ।

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার যুগ পূর্তির এত সংক্ষিপ্ত পোষ্ট দেখে মনে পড়ল মাওলা আলী রা: এর একটি কথা!
যার জ্ঞান সম্পন্ন হয়ে যায়, তার কথা সংক্ষিপ্ত হয়ে যায় :)

১২ বছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন। :)




২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

শ।মসীর বলেছেন: হা হা হা :)
সময় ও একটা বর বিষয় :)


অনেক ধন্যবাদ ।

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন!!! হ্যাপি ব্লগিং । :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক অনেক অভিনন্দন, শ।মসীর।

ব্লগাড্ডায় স্বাগতম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

শ।মসীর বলেছেন: ভাই সেদিন সময় দিতে না পারার জন্য একান্তভাবে দুঃখিত :(

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।

এমনি করে যুগ যুগ কেটে যাক অাপনার ব্লগ জীবন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও ।

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এক যুগ পূর্তিতে আপনাকে অভিনন্দন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও ।

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

মলাসইলমুইনা বলেছেন: শিরোনামটা পরে যত বুড়ো আপনাকে মনে করেছিলাম হিসেব করে পরে দেখি আপনি ততো বুড়ো না ! মাত্র এগারো বছর সাত মাস পরেই আপনার এই শিরোনামে এই ব্লগেই আমিও লিখতে পারবো আমার লেখাটা ! যাহোক, অনেক শুভেচ্ছা নিন ঘটনাবহুল ব্লগইতিহাসের অনেক সময়ের সাক্ষী হয়ে এখনো ব্লগে টিকে থাকার জন্য |

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

শ।মসীর বলেছেন: হা হা হা সময় আসলে তেমন বেশী না, চোখের পলকেই চলে যাবে :)

প্রতিটা দিনই ইতিহাস, প্রত্যেকেই সাক্ষী ।

শুভকামনা

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: এক যুগ পূর্তির অভিনন্দন শামসীর ভাই :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

জুন বলেছেন:
শামসীর ১২ বছর পুর্তির শুভেচ্ছা রইলো। অনেকদিন একসাথে আছি লেখালেখিতে । যদিও আপনি অনিয়মিত আর আমিও ধুকে ধুকে চলছি । তারপর ও পুরানো সবার কথা মনে পরে । ভাবী আর আমাদের তুই এখন কেমন আছে ? পিচ্চিটার নাম কি রাখলেন ? আশাকরি পরিবারের সবাই মিলে ভালো আছেন । ভালো থাকুন এই প্রত্যাশায় :)
আমারো প্রায় আট বছর হবে ব্লগে। নিচে প্রথম লেখাটি লিখেছিলাম সামুতে ।
ভাবছি কি হবে শিরোনাম হোক কিছু এলোমেলো কথা
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫০

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

শ।মসীর বলেছেন: আসলেই আপু সময় যে কি করে চলে যায় । আপনাকে ফেসবুকে মিস করি, আপনার ছবি দেখে কত অদেখা দেখা হয়ে যায় । ব্লগে কম আসার কারনে ঠিকমত ব্লগগুলোও দেখা হয়না ।

পরিবার আলহামদুলিল্লাহ ভাল আছে । আমাদের তুই ২য় জনের নাম আহীয়ান ।

শুভকামনা আপানর জন্যও । চলতে থাকুক আপনার লেখা ।

৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যুগপূর্তির শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল ।

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

সৌম্য বলেছেন: শুভেচ্ছা !!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

শ।মসীর বলেছেন: প্রিয় এক ভ্রমনপিয়াসুর শুভেচ্ছা পেয়ে ভাল লাগছে । কেমন আছেন ।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮

পদ্মপুকুর বলেছেন: অগুনতি মেহেরের গল্পে'র পর থেকে আমি সৌম্যর বিশাল ভক্ত

০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: হুমম আসলেই.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.