নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

ব্লগ লিখেছি: ১৫ বছর ৪ দিন

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৪

প্রথম যেদিন রেজিঃ করেছিলাম, সেদিন ও শিউর ভাবি নাই, এই প্ল্যাটফরম এ এতদিন উপস্হিত থাকব !!!

স্মৃতিময় এ পথ চলা, বাংলা ব্লগ নিজেই এক ইতিহাস, আর এ ইতিহাসের নিত্যসঙ্গী হয়ে থাকতে পারাটাও কম গর্বের না । হত পারে একটিভ পার্টিসিপেশন অনকে অনেক কমে গিয়েছিল, তাতে কি, তুমুল ঝড় তোলা কি বোর্ডের সে দিনগুলো তাতে মলিন হয়ে যায়না কখনো । পথা চলায় এখান থেকেই কত জন হয়ে গেছেন আপন জন, যাদের সাথে এখন নিত্য যোগাযোগ, হয়ে গেছে আত্মিক বন্ধন । তার জন্যও সামুর কাছে কৃতজ্ঞতার বন্ধনে বাঁধা পরে যেতে হয়।

ভাল লাগা ভালবাসার সামু নির্ভিঘ্নে পথ চলুক, সবসময় এই শুভকামনা । ভাল থাকুক সব ব্লগাররা, সবসময়।































মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪০

মুজিব রহমান বলেছেন: পুরাতন ব্লগারদের দেখলে ভাল লাগে। ছবিগুলোও ভাল লাগলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল ভাই ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনি বিরাট এক মাইলফলক স্পর্শ করেছেন, অভিনন্দন!
আর পোস্টে দেয়া ছবিগুলো খুবই সুন্দর, দৃষ্টিনন্দন!

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৫

শ।মসীর বলেছেন: আসলেই লম্বা পথের গল্প এই পথ চলা ।

অনেক ধন্যবাদ ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

ওমেরা বলেছেন: আপনিই কি সামু ব্লগের প্রথম ব্লগার?
অনেক শুভ কামনা ও অভিনন্দন আপনার জন্য ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬

শ।মসীর বলেছেন: না , আমি সামু চালু হবার প্রায় মাস দেড়েক পরে রেজিঃ করি । ।

ধন্যবাদ আপনাকে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কতদিন থাকবেন ভেবে যুক্ত হয়েছিলেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

শ।মসীর বলেছেন: কিছুই ভাবিনি । প্রথম আলোতে নিউজ দেখেছিলাম বাংলা ব্লগ চালু হয়েছে, দেখতে এসে রেজিঃ করলাম। তারপর তো ১৫ বছর চলে গেল !

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২

আমি তুমি আমরা বলেছেন: স্যালুট।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২

শ।মসীর বলেছেন: শুভকামনা । কেমন আছেন ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: বিশাল ব্যাপার।
১৫ বছর অনেক লম্বা সময়। অনেক সময় মানুষের সাথে মানুষের এত লম্বা সময় থাকে না।
আপনাকে অভিনন্দনন জানাই।

ছবি গুলো সুন্দর।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩

শ।মসীর বলেছেন: আসলেই , এত লম্বা সময় ধরে যুক্ত থাকা এটা সম্ভবত আমি নিজেও ভাবিনি কখনও । ।

শুভকামনা আর ভাল থাকবেন।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর,





দীর্ঘ সময়ের ক্লান্তিতে কাবু না হয়েও পোস্টে দেয়া প্রথম ছবির সূর্য্যের মতোই ব্লগে দীপ্যমান হয়ে থাকার জন্যে অভিনন্দন।
আসলে ব্লগখানাই এমন যে, এর মায়া কাটানো সহজ নয় একেবারেই। প্রথম প্রেমের মতো অন্তরে ঘাঁই মারে সারাক্ষন।

ছবিগুলোর সুন্দরতার মতোই সুন্দর থাকুন সামুর পথে পথে। থাকুন সুস্থ্য আর আনন্দে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

শ।মসীর বলেছেন: অনেক অনেক শুভকামনা ।

মায়া , মোহ - একটা সময় যে কি ছিল এই ব্লগ । কিছুক্ষন পরপর খালি রিফ্রেশ করতাম নতুন কি হল দেখার জন্য । নেশা হয়ে গিয়েছিল । ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:




অভিন্দন।
শুরুতে কি পরিমাণ ব্লগার থাকতেন ব্লগে?

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭

শ।মসীর বলেছেন: শুরুতে এখনকার মতই ছিল, বাট দিনে দিনে সামু যখন রমরমা অবস্হায়, তখনতো লগইন ই থাকতো কয়েকশো ব্লগার । ভিজিটর তো প্রায়ই হাজার ছাড়াতো !!!

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২১

কবিতা ক্থ্য বলেছেন: আগামীতেও সাথে থাকবেন- এই আশ রাখি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭

শ।মসীর বলেছেন: ইনশাআল্লাহ

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১০

জগতারন বলেছেন:
আপনার নাম মনে হয়; শামসীর।
আপনার ই-মেইলে তো তাই দেখলাম।
তবে কী ব্লগ নিবন্ধনের সময়ে ভুল করেছিলেন আপনার নাম লিখায়(!)
আর সংশোধন করেন নি(?)

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

শ।মসীর বলেছেন: যখন নিবন্ধন করি তখন বাংলা লিখতে পারতামনা । আকার দিতে না পেরে দাঁড়ি দিয়ে লিখেছিলাম :)

পরে আর ঠিক করিনি, চলছে চলুক ভাবনায় !!!

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ভাই আপনাকে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

শ।মসীর বলেছেন: আপনার জন্য শুভকামনা

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

সোহানী বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। আপনি আমার চেয়েও সিনিয়র।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

শ।মসীর বলেছেন: শুভকামনা । আপনিওতো লম্বা সময় পাড়ি দিয়ে ফেলেছেন । ।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

শ।মসীর বলেছেন: ভাইয়া কেমন আছেন। আপনাকে দেখে উত্তাল সময় গুলোর কথা মনে পড়ে গেল ।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

করুণাধারা বলেছেন: ছবিগুলো চমৎকার!!
পনের বছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা। সামুর সাথে থাকুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১

শ।মসীর বলেছেন: আপনার জন্য ও শুভকামনা ।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

রানার ব্লগ বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা


আমার দশ বছর হতে চললো !!!

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

শ।মসীর বলেছেন: আগ্রীম শুভেচ্ছা আপনাকে । ভাল থাকবেন।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

মিরোরডডল বলেছেন:




অভিজ্ঞ ব্লগার শামসীরকে অনেক অভিনন্দন ।
পুরনো সুখময় স্মৃতি আমাদের নতুনদের সাথে শেয়ার করবেন আশা করি ।
পোষ্টের ছবিগুলো ভীষণ সুন্দর । বিশেষ করে সূর্যাস্তের ছবিগুলো অনেক বেশী সুন্দর ।






১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২২

শ।মসীর বলেছেন: অনেক অনেক শুভকামনা ।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৪

নীল আকাশ বলেছেন: অভিনন্দন আপনাকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

শ।মসীর বলেছেন: ধন্যবাদ

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! হোয়াট আ জার্নি!!!

অভিনন্দন, ভালবাসা এবং অফুরন্ত শুভকামনা রইলো। এই পথচলা থাকুক অব্যাহত।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫

শ।মসীর বলেছেন: পথ চলা এখন কেমন যেন থমকে গেছে :)
লগ ইন কি করা হয়না ।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন ভাইয়া

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

শ।মসীর বলেছেন: রিপ্লাই দিতে দিতে ১৬ বচর হয়ে গেল হাহাহাহা

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১০

অজ্ঞ বালক বলেছেন: পুরান চাল কইলাম ভাতে বাড়ে। ভালা ভালা ব্লগের প্রত্যাশায়, অভিনন্দন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

শ।মসীর বলেছেন: :)

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

ঢুকিচেপা বলেছেন: দীর্ঘ পথের অভিযাত্রীর প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

শ।মসীর বলেছেন: শুভকামনা । ।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামুতে আপনার ব্লগিং এর বয়স ১৬ বছর ৭ মাস !
আপনি একটা ইতিহাস। ব্লগে থাকুন। পুরোনো মানুষ দেখলে ভালো লাগে।
অভিনন্দন , শুভকামনা।

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫০

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্য ও । ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.