নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার মত কিছু নাই!

সামস রবি

মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা, শখের তাড়নায়

সামস রবি › বিস্তারিত পোস্টঃ

কিছু ভুল ধারনা. ।।

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

...মেয়েদের সম্পর্কে কিছু ভুল ধারণা...
*বুক ফাটে তো মুখ ফুটে না।
*মেয়েদের মন নরম।
তবে হ্যা একটা মেয়ে স্ত্রী হিসেবে যতটা সফল একটা প্রেমিকা বা বন্ধু হিসেবে ততটা ব্যর্থ।
## বুক ফাটে তো মুখ ফুটে না, এটা হচ্ছে তাদের অহংকার কে ডাকার কথার বুলি, শুধু প্রেমের বেলায় আসলে তাদের এই ভুলি প্রয়োগ হয়, অন্যথায় কথার বুলি এমন গুলি আকারে বের হয় যে আপনাকে ভুলিয়ে দিবে আপনি একজন মরদ। মিসড কল দেওয়া, উপহার দেওয়া, মোবাইলে ব্যালেন্স দেওয়া, আপনার ফোন বেস্ত থাকলে যেমন আপনাকে ক্ষমা চাইতে হয়, তেমনি মহারানীর ফোন বেস্ত থাকলে ও আপনাকেই ক্ষমা চাইতে হবে, কারণ আপনি তাকে প্রশ্ন করেছেন ফোন বেস্ত কেন, ইত্যাদি গুনের কথা যদি বেগুন আকারে বলা হয় তাও শেষ হবে না। তখন তাদের মুখ ফুটে না, ফোটায়। ফোসকা।
## মেয়েদের মন নরম, ভাই হার্ট অ্যাটেক করে যারা মারা যায় তাদের মাঝে খুঝলে ৫% ও পাবেন না। তার পরও মেয়েদের মন নরম।
মহারানীকে যখন কোন উপহার দেন, সেটা অবশ্যই ব্রেন্ডের হতে হবে দাম যাই হোক, আর আপনাকে যখন দিবে হয়ত নকল ওয়ান ম্যান এর ৫০০ টাকার সেইরকম শার্ট নয়ত ৭৫০ টাকার কোনরকম পাঞ্জাবি। তার মোবাইলে ব্যালেন্স আপনার, আর কথা বলে (তাদের ভাষায়) বড় আপুর সাথে, বাবার সাথে, খালামনির সাথে ইত্যাদি।.................................. ইত্যাদি।
♠তবে হ্যা সব মেয়েকে বুঝানো হয় নাই, কিন্তু অবিবাহিত ৯৯.৯৯ % মেয়েদের মাঝে এই বে'গুন গুলো থাকা অতি জরুরি, যদি তা না হয় তারা কিভাবে,
*বুক ফাটে তো মুখ ফুটে না।
*মেয়েদের মন নরম।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.