নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
নিরুৎসব প্রসব বেদনায় কেমন লাগে গো?
কেমন লাগে দেবালয়ের কান্নার মহাৎসব
২।
রুটির মায়ায় দেহ খেলা করে ভীষণ উদ্দামে
ভীষণ আক্ষেপে যায় কারো!
মানুষের ভেতরেই তো প্রেম
ফল্গুনী বাতাস
মেলায়-বাজারে আরো কিছু উদ্দাম
কিছু লীলা তেলে ভাজা যৌবন চপ
ট্রিগারের কালো ধোঁয়ায় গেল নির্বাচন।
তোমার আগামী যদিবা খাটে ক্রীতদাস
দোষ কি তোমার-আমার নয় প্রিয় ফুল!
৩।
বালতারা ফোটাইছো না?
এক পুরুষে ফোটানি তো!
তারপর!
বরণঢালা লয়ে সেজেগুজে
আসাম যাইও মিনিকে নিয়ে
চিনিকে নিয়ে
এই দেশেতে দুঃখ করে চাষ!
মনে রেখো বদ্বীপ প্লাবিত হয়
ঘুরে দাঁড়ায়।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।