নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

ছবির গল্প, গল্পের ছবি

২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫



সজিনা বিক্রি করছে ছোট্ট বিক্রেতা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। পরে আমরা তাকে আর বিরক্ত না করে চলে আসি।
লোকেশন: বকুলতলা কুরচাই বাজার, পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ। ছবিঃ কাদরী ভাই


মায়েদের সন্তানকে অনেক সময় দায়িত্বশীল হতে হয়। ছবিটি দেখে মনটা শিহরিত হলো। ছোট বেলায় আমিও এমন করতাম। মায়ের হাতের শিক্ষা ; কি অসাধারণ আর কি অপূর্ব। দেখে ছবিটি সবার জন্যে শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না। পরিবার সচ্ছল হলেও এ কাজটি আমার করতে হতো। আমিও খুবই লজ্জা পেতাম, এখন মনে হয় কত বড় শিক্ষা আমি নিয়ে এসেছি, আরো যদি নিতে পারতাম কত ভালো হতো। যখন বুঝেছি জীবনের মানে হলো সাধারণ হওয়া, মানুষের ভীড়ে সাধারণে নিজেকে খোঁজা এখন মনে হয় কি সোনার মানুষে দেশটা ভরা, এ আমার বাংলাদেশ

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঠিক আছে।

২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫১

আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: দুর্দান্ত হয়েছে স্নাপ টাইম । যারা সংসারের হালের কিঞ্চিত ধরে তাদের প্রানভরা ভালোবাসা ।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৬

আরেফিন৩৩৬ বলেছেন: শ্রদ্ধা রইলো

৪| ২৭ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট বেলা আমিও লজ্জা পেতাম বাজারে কিছু বিক্রি করতে গেলে।

২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:০৬

আরেফিন৩৩৬ বলেছেন: কিন্তু কাজটি অনেক বড় কাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.