| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

ভালোবাসলে পাথরে ফুল ফোটে, 
 ভালোবাসলে দূর জন্ম কাছে আসে।
ভালোবাসলে পায়ের ধূলোয় বিপ্লব হয়, 
বুলেটের সেল ফুলের মতো লাগে, 
ভালোবাসলে রক্তের ঘ্রাণে সৌরভ ছড়ায়। 
ভালোবাসলে এক প্রজন্মে খালেদা জিয়া জন্মায়-
শত প্রজন্মের ভালোবাসার নিয়ে। 
ভালোবাসলে পাথরে ফুল ফোটে। 
ভালোবাসলে বাংলাদেশ কথা কয়।
©somewhere in net ltd.