নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সীমাবদ্ধ শব্দমালা অস্থিরতায় মনস্তাপ উত্তাপ ছড়ায়
দৃশ্যের শেষ আসে না, গহীনে ভাষাহীন অতৃপ্তি জ্বলে।
দার্শনিক চোখ-আত্মা-প্রভুত্ব-প্রেতাত্মা শৃঙ্গার শৃগাল,
জীবন ফুলের কত রূপ-রস-সংকট মধুত্ব-মহত্ব দুষ্ট
জ্বেলে দাও জ্বলে যাও যেখানে যেমন আছে নিকাশ।
শত-সহস্রাদ-অযুত-নিযুত-কোটি কোটি চোখ চায়
যে পানে, অপেক্ষার হাজার বছরের অবসানে এসেছি,
মোরে দাও আরো কোটি ফুল ধরিবার ঠাঁয় নিয়েছি দায়।
কথা কও কথা কও প্রাণে-অপ্রাণে আছে যত কথা আর।
সম্মিলিত সুর-গানে প্রাণে-অপ্রাণে রণে-আমরণে গাইবো।
আহ্বান দিয়েছে ছড়িয়ে বহুকালব্যাপী বহুপ্রাণ সুর-গান
সময় শুধু আমি-তুমি-আমরা মোহনায় হই মিলিত একপ্রাণ।
২| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:২০
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর