নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

বাস করো ক্ষুয়ে যাওয়া শহরে

০৫ ই জুলাই, ২০২৪ ভোর ৪:১৭


তুমি বাস কর
যতটা বসবাস ভালো লাগে,
যে জীবন ছাগলের যে জীবন গণভবনের
যখন সে জীবন বে-নজির হয়ে যায় ততদিন
তুমি যতটা বসবাস করো হে,
তুমি বাস কর।

তুমি বাস কর
বিতৃষ্ণ বসবাস ভালো লাগাও,
চোখ বন্ধ করে করো বাস আঁচ না লাগে যেন
হাঁসফাঁশ মরুক অন্যেরা তুমি আছো তো ভালো
তুমি বাস কর যতটা প্রয়োজন,
তুমি কেড়ে নাও।

তুমি কেড়ে নাও
যতচোখের আছে প্রশান্তির ঘুম,
বাস করো নেকড়ের মতো,জীবন্ত খুবলে নাও
রক্তের ফিনিক আসুক রক্ত যেন না লাগে গায়
তুমি ছিনিয়ে নাও বাক্যবাণ তার,
তোমায় না বিদ্ধায়।


তোমায় না বিদ্ধায়
বিদ্ধ হোক বাংলাদেশ পাড়া মহল্লা,
বিদ্ধ শিশু কাঁদুক মায়েরা কাঁদুক ধর্ষিত কাঁদুক
কান্নার রোলে পড়ুক মড়ক ছাপোষা ঘরে আঁচ
নির্বিকার বেঁচে যাও তো কথা কম,
নির্লজ্জ হও তো

তুমি বাস কর
যতদিন তোমাকে বিবেক ঘিরে ফেলে,
দংশনে খুবলে খাওয়ার আগে রাসেলস ভাইপার
বাস করো নির্লিপ্ত বে-নজির জীবন যতটা ভালো
ঘোড়ার আস্তাবলে খুরাঘাত লাগার
আগে' বাস কর।

তুমি বাস কর
বাস করা হলে শেষ' সুখের পরোয়ানা,
টুইন টাওয়ারের ন্যায় অহংকার যখন ভেঙ্গে পড়বে
তোমার হাহাকারে হাসবে পথের কাঙাল জানো তো'
বাস করেছো সোনার জীবন কিছুদিন,
তুমি বাস করো।

গল্পটা তোমার স্বৈরতান্ত্রিক বসবাসের,
তোমার বাস বসবাস বন্ধ হবে সোনালি অভিশাপ বাস
তারপর! পুরো বাংলাদেশই হাসবে ক্ষয়ে যাওয়া শহরে।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৪ ভোর ৫:২৯

কামাল১৮ বলেছেন: বক্তব্যটি সুন্দর।

০৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৮

আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৫ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২৭

সামরিন হক বলেছেন: সত্যিই!আমরা এভাবে বসবাস করছি!

০৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫০

আরেফিন৩৩৬ বলেছেন: আগামীর জন্যে আমরা সব নষ্ট করে ফেলছি, আগামীর কাছে দায় কমছে।

৩| ০৫ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষুয়ে না ক্ষয়ে?

০৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫০

আরেফিন৩৩৬ বলেছেন: যেটা আছে ঐটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.