নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের গলাচেপে ধরার স্বাদ জেগেছে?
ট্রিগার ঠেকিয়ে বলছো সবকিছু মেনে নাও!
আমার পূর্বপুরুষ এরশাদ মানেনি
আমার পূর্বপুরুষ বাকশাল মানেনি
আমার পূর্বপুরুষ হানাদার মানেনি।
তুমিই আমাকে মৃত্যু ভয় দেখাও?
পরোয়া করি না পলিবাহিত বদ্বীপে।
আমার লাশ গুণতে থাকো বলছি!
আমার পূর্বপুরুষ আর্য মানেনি
জ্বালিয়ে-পুড়িয়ে বলেছিলো পবিত্র হও,
আমরা জ্বলে-পুড়ে হয়েছি বাংলাদেশ।
আমাদের রক্তে ফেনীল সমুদ্র বহে!
পাতাকার জন্যে মা-বোন দিয়েছে সম্ভ্রম,
ফুলের গায়ে পড়েছে আঁচড়,
লাখো শহীদ হেসে হেসে দিয়েছে প্রাণ,
দাবানলে দেশ বলেছে একটি ফুলকে বাঁচাতে হবে।
আমরা লড়াই করেছি গ্রামের পর গ্রাম,
জ্বলেছি পদ্মা-মেঘনা-যমুনার পাড়ে।
কাঁঠাল খেয়ে খেয়ে যুদ্ধে হয়েছি আগুন লালা,
তীব্র স্ফুলিঙ্গে বারুদের নেশায় হয়েছি মাতাল,
একমুঠো ভাতের জন্যে বুক ফেটে গেছে ছাই,
খেয়েছি লতাপাতা-কচু-ঘেচু আর কাঁঠালের বিচি,
আমার রক্তাক্ত পায়ের নহরে স্বাধীনতা দিয়েছে চুমু,
তুমি আমাকে ট্রিগার ঠেকিয়ে বলছো মেনে নাও!
আমার পূর্বপুরুষ ব্রিটিশ মানেনি লড়াইয়ের পর লড়াই
করেছে, দিয়েছে জীবন তিতুমীর আর বঞ্চিত জনতা,
শিশুর জন্যে কেড়ে এনেছি মায়ের ভাষা, রক্তাক্ত
মায়ের শিশুরা বলেছে বাংলাদেশটা আমাদের হও!
বায়ান্নের বেদিমূলে শপথ নিয়েছি বিজয়ের।
তুমি ট্রিগার ঠেকিয়ে বলছো সবকিছু মেনে নাও,
এ পরিহাস কে দিয়েছে তোমাকে কে দিয়েছে সাহস?
চব্বিশের রক্তের ইতিহাস মাড়িয়ে নিয়েছি শপথ,
তোমার ধ্বংস হোক তোমাদের ধ্বংস হোক স্বৈরাচার।
বাংলাদেশময় ফুল ফুটুক বসন্তের মহাসমারোহে বসন্ত আসবেই।
উৎসর্গঃ সকল শহীদ সাধারণ শিক্ষার্থী
০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:৫২
আরেফিন৩৩৬ বলেছেন: আর আপনি বয়সের ভারে নুইয়ে যাওয়া এক প্রাণ। প্রাণের সাথে কোন যোগ নাই।
২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ২:০৫
সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা।
কী ভয়াবহ কুৎচিত ছিলো দৃশ্যটি।এরা বলে কিছুই করেনি ।আত্মরক্ষা করেছে । অথচ সারা দেশ দেখেছে মৃত্যু যন্ত্রণায় কাতরানো ছেলেটির সাথে তারা কি করেছে ।
সত্যি বলতে কোন ভিডিওই শেষ অবদ্ধি আমি দেখতে পারিনি। মনে হয়েছে শেষ দেখতে গেলে আমি মরে যাবো!যতটুকু দেখতে পেরেছি ততটুকুই মানার অযোগ্য!
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৩:৪৪
আরেফিন৩৩৬ বলেছেন: আমি তবুও দেখেছি, বাস্তবতাকে দেখতে হবে যত কঠিনই হোক। নইলে এদের ছলাকলায় আমরা এক সময় ভুলেই যাবো এরা কত বড় অমানুষ ছিলো।
৩| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ২:২৮
সোনাগাজী বলেছেন:
গদ্য, পদ্য, কবিতা, গল্প, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, কৌতুক, রুবাইয়াৎ, রূপকথা, ধাঁধা, সব মিলে ১২ বছরে যা লিখেছেন, উহাতে ৫০০ মন্তব্য করেছেন; আপনি সবেমাত্র তরুণ লেখক।
আমি বয়স্ক, যেজন্য কেহ আমার লেখা পড়েন না; আমি লিখতেছি ২ বছর ৫ মাস।
০১ লা আগস্ট, ২০২৪ রাত ৩:৫৭
আরেফিন৩৩৬ বলেছেন: আপনি কি বলতে চাইছেন আমি বুঝেছি। আপনি কত ডিগ্রি বাঁকানো ঐটাও আমি বুঝি। আর হ্যাঁ আপনার জন্যে একটা জিনিস সুবিধা হলো আত্মতৃপ্তি নেয়ার ক্ষেত্রে তা হলো কিসের ছাইপাঁশ পোলাপাইনরে এগুলো। এটা বলে তৃপ্তির ঢেকুর কিন্তু একটা দিতেই পারেন। এটা দেয়া কিন্তু আপনার সাজে।
নিজের দোষটা দেখার চেষ্টা করি, এক সময় প্রচন্ড অহংকারী ছিলাম, মহান আল্লাহ বোঝার তৌফিক দান করেছে ঐটা অহংকার ছিলো। এজন্যে সব কথা বলতে চাই না, চেপে যাওয়ার চেষ্টা করি।
আপনি যতগুলো লিখছেন তার কোনটাই আমার কাজ নয়, আর আপনি যা লিখেননি ঐটাই আমার কাজ। সমালোচনা।
সাহিত্য ও শিল্পকর্ম সমালোচনা। আপনি অনেক ভালো অনুভব করুন এটি আমার কামনা।
স্বৈরাচার পক্ষে থাকা বাদ দিন। নিজেরা বাঁচার জন্যে যে পরিমাণ শিবির কার্ড খেলতেছেন আপনারা ধ্বংস হয়ে যাবেন। আর খালেদা জিয়া জিয়াউর রহমানকে আপনার কর্মসংস্থান তৈরির মানদণ্ডে দাঁড় করিয়েন, আর আপনার ১৬/১৭ বছর ক্ষনতায় থাকা প্রিয় আপাকে দাঁড় করান।
৪| ০১ লা আগস্ট, ২০২৪ ভোর ৪:৪০
সোনাগাজী বলেছেন:
শিবির ( ইসলামী ছাত্রসংঘ ), রাজকার, আলবদর, এসব কার্ড স্বাধীনতার ইতিহাসে স্হান করে নিয়েছে।
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১
আরেফিন৩৩৬ বলেছেন: আপনার কাছে এগুলো মনেই হবে। কারণ আপনি তো আর মাটি মাড়িয়ে দেখতেছেন না। আপনি দেখেন আরেকজনের চোখ দিয়ে। আগের যে অবস্থা দেকেছেন বাংলাদেশে আপনি মনে করেন তেমনই আছে।
সময় বলদে যায় স্বৈরাচারী রূপে আর মৌলবাদী রূপে। আওয়ামী লীগের এখন পুরো অঙ্গ মৌলবাদী রূপে চমৎকার ব্রাইডাল সাজে মেকাআপ করা।
বাংলাদেশে যা সংস্কৃতি ছিলো পুরোপুরি ধ্বংস করছে। আর আপনি যে জ-- শি -- আল-- রাজা-- কথা বলেন, এগুলো আওয়ামী লীগে সয়লাব।
আমার বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে চান্স পেলেও ভর্তি হতে দেয়নি, সেই রাজশাহীতে এখন শি বলতে কিছু আছে?
সব আওয়ামী মৌলবাদী, একটা ভালো আওয়ামী লীগের দেখার মতো নেতা দেখান তো? খোঁজলে পাবেন রাশেক রহমানদের যারা ভরই করে আছে মহল্লায়, মহল্লায় আর মন্দিরে মন্দিরে। এর বাইরে আর কারো কাছে এরা যান না।
পলক, শাহরিয়ার আলম, শিরিন শারমিন, আসাদুজ্জামান নূর ; রাজশাহী অঞ্চলের সংস্কৃতির জন্যে কি করে গত ১৭/১৮ বছরে? ভাবছেন? চোখের একমুখী রঙ পাল্টান।
গত ১৭/১৮ বছরে দেশের যত টাউট বাটপার মৌলবাদী ব্যাংক ডাকাত যুদ্ধ অপরাধী বিভিন্ন রূপে এখন আওয়ামী লীগে।
দেখেন নাই ছাত্রলীগের সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে কিভাবে ভূয়া বললো? রাজনৈতিক সেকেন্ট ইন কমান্ডকে কেউ ভূয়া বলার এত বড় রিস্ক নেয়? তখনই নেয় যখন জানে এখন পিঠ বাঁচাতে সেই প্রগতিওয়ালা যা কিছু ছিটেফোঁটা আছে তাদের দিয়ে এখন ভয়ঙ্কর জঙ্গী কার্ড খেলানোর জন্যে মাঠে নামাবে। তখনই নিজের দলের সকল মৌলবাদী ওদের পাড়ায় মহল্লায় টুঁটি চেপে ধরবে। আপনি কি সিদ্ধান্ত নেবেন এটি আপনার ব্যাপার।
এরপরও আপনি একমুখী চিন্তা করলে কিছু বলার নাই। শুধু বলবো সুযোগ হলে দেশটা দেখে যান ঘুরে যান। কার জন্যে লড়ছেন লজ্জিত হবেন।
৫| ০১ লা আগস্ট, ২০২৪ ভোর ৪:৫৭
প্রহররাজা বলেছেন: আরব বসন্তের কথা মনে আছে? সরকার উৎখাত হবার পর নতুন মৌলবাদী সরকার এসে প্রথমেই সেই বিপ্লবীদের শায়েস্তা করেছিলো যাতে নতুন সরকারের সাথে এমন ঘটনা না ঘটে। অবশ্য ভারত , চীন এর বলয়ে এসে আমেরিকা টাকা আর উসকানী দিয়েও খুব একটা সুবিধা কোরতে পারে নাই
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪
আরেফিন৩৩৬ বলেছেন: ঐসব তাত্বিক রাজনীতি না করে বাংলাদেশী হোন আগে৷ বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে মৌলবাদী দল আরো আছে? আগে পাড়ায় মহল্লায় নাটক, সঙ্গীতানুষ্ঠান, গানের আসর বসতো, শালার মাথা ছাড়া আওয়ামী ভূত গুলা চেয়ারম্যান, মেম্বার হয়ে আর অজনপ্রিয় বলে ঢুকে গেছে সব মোল্লাদের পেটের ভিতর। দেখছেন কোন মোল্লাকে ছাত্র আন্দোলনে কোন কথা বলতে? বলে না। এতদিন টাকা খাইছে, অনুদান নিছে আবার খুব পেরারি সম্পর্ক কেমনে বিরুদ্ধে বলে?
এরা আমাদের যুব সমাজ ভালো কোন সাংস্কৃতিক কাজ করতে গেলে সবার আগে বাঁধা হয় এরা। এরাই এখন আমুলীগ।
তত্ব ছাড়েন ঘরের অবস্থা দেখেন।
সংস্কৃতি ও সভ্যতা বলতে কিছু নাই। আর আওয়ামী লীগে তা ধারণ করবার লোকও নেই। এটা যত তাড়াতাড়ি বুঝবেন প্রগতি তত তাড়াতাড়ি রক্ষিত হবে। এরা এখন আপাত মস্তক ক্ষমতা লোভী এবং মৌলবাদী। এটাই মূল চিত্র
৬| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১১:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ
৭| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ একটা কবিতা লিখেছেন। সময়কে প্রচণ্ডভাবে ধারণ করে।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯
আরেফিন৩৩৬ বলেছেন: বিবেকের তাড়নায় ছাত্রদের পাশে থাকার সামান্য চেষ্টা।
৮| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:০০
আরোগ্য বলেছেন: ইনশাআল্লাহ নতুন সূর্য উদয়ের অপেক্ষায়।
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯
আরেফিন৩৩৬ বলেছেন: ইনশাল্লাহ
৯| ০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ২:২১
সোনাগাজী বলেছেন:
আমি মাটি মাড়াই না; আপনি মাটি মাড়ান; আপনার দলের লোকেরা সাধারণ ছাত্রদেরকে রাস্তায় নামানোর কনট্রাক্ট দিয়েছিলো কিছু লোকদের, এইটার মাটি কেমন মাড়াচ্ছেন?
০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩
আরেফিন৩৩৬ বলেছেন: আর এজন্যে আপনারা হেলিকপ্টারে পানি ছিটিয়ে মানুষ মেরে ফেলেছেন? কনট্যাক্ট আপনাকে নিয়ে করা হইছিলো। ছেলেপিলে একটা কথা ইদানীং খুব লিকে, নাটক কম করো পিও।
এই আর, আপনি বলেন তো আপনি গণহত্যার বিচার চান নাকি ঐ পক্ষে?
শুধু হ্যাঁ বা না?
১০| ০১ লা আগস্ট, ২০২৪ বিকাল ৪:০২
সোনাগাজী বলেছেন:
আমি বিচার চাইলে সরকার আপনাকে খোঁজার শুরু করতে পারে।
১৩ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
আরেফিন৩৩৬ বলেছেন: একটু সরকারের কাছে বিচার চান। আপনার মতো একটা ছো*ট*লোক কি লিখছেন বুঝেছেন? আপনার সরকারের হো*গা জনগণ মেরে দিয়েছে। এখন ভালো হোন, মানুষ হোন।
১১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১০:৪৩
মাজহার পিন্টু বলেছেন: অসাধারণ কবিতা।
১২| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ২:৩২
মিথমেকার বলেছেন: চমৎকার লিখেছেন!
১৩| ০২ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৭
সোহানী বলেছেন: এ ভিডিওটা দেখার পর আমি অসুস্থ্য হয়ে পরি। মানুষ কিভাবে এরকম হিংস্র হয়???
১৩ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
আরেফিন৩৩৬ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:৪৪
সোনাগাজী বলেছেন:
এবার কবিতা লিখে ফেলেছেন? আপনারা সবাই নজরুল, রবীন্দ্র!