নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান দুনিয়া দুর্বল ছাএ।

সাহনিয়াজ

সমকাল,সমাজ ও রাজনীতি মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। নিত্যদিনে নিত্যনতুন প্রতিবেশ ও পরিবেশ থেকে যে শিক্ষা গ্রহন করি তা দিয়ে চলমানতার উপযোগী করে তুলি। সমকাল যাপন করি সমাজ কে দেখি আর রাজনীতি কে উপভোগ করি __

সাহনিয়াজ › বিস্তারিত পোস্টঃ

বরিশাল-৫ এর জনমানসে নিবেদিত

১৯ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪১



বরিশালের প্রাণ আসন পাঁচ,
সেইখানে উঠে আলাল ভাইয়ের শপথের ঝাঁপ।
জনতার কণ্ঠে যে বাজে গান,
“আসবে আবার আলাল, আনবে সম্মান।

নয় শুধু নেতা, তিনি আশার আলো,
কঠিন দিনে দাঁড়ান, লড়েন নির্ভালো।
সাধারণের পাশে, জনতার ভাই,
তিনি আছেন বলেই স্বস্তির ছায়া ছড়ায়।

গরিবের কান্নায় শোনেন সাড়া,
চোখে তাঁর স্বপ্ন—বরিশালের তারা।
শিক্ষা, উন্নয়ন, শান্তির বারতা,
আলাল ভাই আনে হৃদয়ে কারতা।

যে কথা বলে না অনেক নেতা,
আলাল ভাই বলেন তা বুকের ভেতর থেকে।
দুর্নীতির বুকে চালান বজ্রপাত,
সৎ নেতৃত্বে গড়েন ভবিষ্যৎ প্রভাত।

মোহাম্মদ সাহনিয়াজ
১৯.জুলাই,২০২৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.