আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে ।।
অনেকদিন পর হিন্দি মুভি দেখে এত ভাল লাগল। দারুন মজা পেলাম...টেনশন ফ্রী একটা মুভি। আর আলিয়া ভাট তো অসাধারন। আমার কাছে এ বছরের সেরা রোমান্টিক মুভি "2 States"।