![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
তোমার স্নানের দৃশ্য
একদিন দেখেছিল
বামাচারী কাক-
সেই থেকে
ফ্রয়েডীয় স্বপ্ন দেখে
প্রত্যহ সে স্নানের সময়
কা কা করে
আর তার প্রেতাত্মা
তোমার মাথায় বসে
ডানা ঝাপটায়
তুমি ভারতীয় কাক-
চরিত্রে বিশ্বাস করে
স্নানঘরে ঢোকো
তারপর ---
আমি হাত ধরি---
মরে যেতে যেতে
ভালবাসা বেঁচে ওঠে
©somewhere in net ltd.