![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
সকল জীবন ধকলবিহীন
নকলবিহীন সুখে-
শান্তিতে থাক ক্লান্তিবিহীন
ভ্রান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি,
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে
রুক্ষে থাকে একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়,
গন্ধে জড়াই লেখা।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ।।