![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
বাঘ মামাজি বললো ফোনে-
ভাগনে হরিণ শোনো,
তোমার সাথে এখন থেকে
নেই কো বিবাদ কোনো।
এক ঘাটে জল খাবো এসো,
ভাগনে এবং মামায়,
নদীর চরে ঘুরবো এসো,
ভয় পেয়ো না আমায়।
হরিণ বলে- মামা, তোমার
বুদ্ধিটা কী খাসা,
সন্ধি করার ফন্দি এঁটেই
চাও মিটাতে আশা?
কিন্তু আমি নেই তো বনে,
সেই তো কবে থেকে,
নাচ করছি হলিউড়ে
স্নো- পাউডার মেখে।
এক ঘাটে জল খাই কেমনে,
যাই কেমনে চরে!
রাগ করে বাঘ ফোনটা রাখে,
মনটা খারাপ করে।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২
শঙ্কর দেবনাথ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
ভিটামিন সি বলেছেন: ম অ জা