![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পছন্দ করি, পাশাপাশি ছবি তুলতে (আরও অনেকের মতই)!
এক নদীর কাছে, এক অপরাহ্নের কাছে
কথা ছিল যাবার।
যেখানে এখনও, দিন গড়িয়ে গড়িয়ে
বিষাদ আর আরক্তিম কোলাহলে হারায়।
যেখানে এখনও তুমি দাড়িয়ে থাক,
কিসের অপেক্ষায় নিজেই গেছ ভুলে!
তবু কি এক অভ্যাসে
অপেক্ষাটা রয়ে গেছে আজও!
তেমন গোধূলী আলোয়, আমি ফিরে যাব ভাবি
নক্ষত্রের আলোয়, গহীন গোপনে
আমরা ফের ফিরে পাব আমাদের স্বপ্ন-সাধ
ইচ্ছে, আকাংখা, প্রেম, দ্রোহ, মুক্তি!!!
২| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪
বাহাউদ্দিন আবির বলেছেন: আমরা ফের ফের ফিরে পাব আমাদের স্বপ্ন-সাধ... ভালো লিখেছেন
৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।
৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৩
শানরাইনা বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৯
কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন.....
৭| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:০৯
শানরাইনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৬
নিভৃত ইসলাম্ বলেছেন: একটার পর একটা অপেক্ষা ফুরিয়ে যায় তবু দেখা আর হয় না। অথচ মাঝে শুধু নদীটাই...
ভালো লিখেছেন