নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

স্বপ্নরা দীর্ঘ হয় না বলে মধ্যরাতে বৃষ্টি

মশারির দেয়ালের ফাঁক গলে

চুইয়ে চুইয়ে ঢুকে পড়া শব্দ

ঝমঝম! ঝমাঝম! ঝমঝম!

যেন সুদূর দিগন্ত থেকে ছুটে আসছে আলো

আর বেঁকে যাচ্ছে ইচ্ছেমতন

কখনো সরীসৃপ, কখনো কুমির, কখনো বাঘ



শহর পালানোর দলে ভিড় বাড়ছে শুধু

সেই সকাল থেকেই পাসপোর্ট অফিসের সামনে লম্বা লাইন

এদের কেউ কেউ ফিরে আসবে জানি

আর কেউ রয়ে যাবে চিরকাল

দাগের ওপারে

চীর অভিবাসী,

দেশ আছে; ভিসাও আছে, পিআরও আছে

শুধু ঘরহীন

ফেরার পথটুকু অচেনা, ফেরার মানুষগুলো অচেনা

ফেরার ঘরগুলো বেদখল



স্বপ্নরা দীর্ঘ হয় না এটা যেমন এক মনোবিশ্লেষণী ভুল

তেমনি; ভুল ঘরে ঢুকে পড়া মানুষের দল

বৃষ্টি খোঁজে মিনেসোটায়, মেলবোর্ন কিংবা অসলোতে

একই ভুলে নিরন্তর

অভিন্ন স্বপ্ন এবং খুব ভিন্ন ভিন্ন শহর

ছায়া মানুষের অভিঘাত

ধাক্কা দেয় অপরিচিত নতুন দরজায়



আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে

কালো পিচের উপরে দাঁড়িয়ে সরসর করে চলে যাওয়া

বর্ষার স্বচ্ছ জলস্রোত

রেলব্রীজের মাঝখানের পিলারে পা ঝুলিয়ে

নিরন্তর কেঁপে ওঠা, খাঁ খাঁ দুপুরে

অথবা সাইকেল দিয়ে চষে ফেলা পুরোটা শহর



স্বপ্নরা দীর্ঘ হয় না এটা জেনেও

নিয়ে গিয়েছিলাম তোমাকে

আমার ঘরে, আমার শহরে; যেখানে কার্যত উদ্বাস্তু আমি

তারপরও শেকড়ে, তারপরও নিবিড়ে, এবং ভেতরে



আমার ঘরের স্বপ্ন এক কোণে পড়ে থাকেনি

বাস্তুচ্যুতির বিষটুকু নিয়ে আমি এসেছি নতুন শহরে

আমি ছুটে গেছি নতুন দেশে, নতুন বিন্যাসে

আর হোটেলে, ডর্মে, ক্যাফেতে কেটে গেছে

আমাদের স্বপ্নের কাল



তাই যারা আজ পাসপোর্ট হাতে

ইমিগ্রেশনে দাঁড়িয়ে চিৎকার করে বলে

বিজ্ঞানে আছে স্বপ্নরা দীর্ঘ হয় না

তাদের মশারির ফাঁক গলে চুইয়ে চুইয়ে বৃষ্টি ঢুকে পড়ে

আর ভিসার সবগুলো সিল এলোমেলো ভিজিয়ে দিয়ে বলে

রিজেকটেড!। রিজেকটেড!। রিজেকটেড!।

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৪

শরৎ চৌধুরী বলেছেন: কি হল? মুখ ব্যাজার কেন? আজ আপনি কোথাও যাবেন না বলে?

২| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই এক কথায় চমৎকার।ব্যাপক ভাল লাগা।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আজাদ।

৩| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩

ইখতামিন বলেছেন:
আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে
কালো পিচের উপরে দাঁড়িয়ে সরসর করে চলে যাওয়া
বর্ষার স্বচ্ছ জলস্রোত
রেলব্রীজের মাঝখানের পিলারে পা ঝুলিয়ে
নিরন্তর কেঁপে ওঠা, খাঁ খাঁ দুপুরে
অথবা সাইকেল দিয়ে চষে ফেলা পুরোটা শহর


অসাধারণ মর্মভাবনা
কবিতায় প্রথম ভালো লাগা

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: মর্মভাবনা এভাবে স্পর্শ করবে ভাবিনি, অনেক শুভেচ্ছা ইখতামিন।

৪| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব দারুণ লাগলো -

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম।

৫| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

লীলা চক্রব্ত্তী বলেছেন: " ফেরার পথটুকু আচেনা, ফেরার মানুষগুলো আচেনা, ফেরার ঘরগুলো বে-দখল।` খুব সুন্দর।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা লীলা।

৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: তাদের মশারির ফাঁক গলে চুইয়ে চুইয়ে বৃষ্টি ঢুকে পড়ে
আর ভিসার সবগুলো সিল এলোমেলো ভিজিয়ে দিয়ে বলে
রিজেকটেড!। রিজেকটেড!। রিজেকটেড!।

সুন্দর । :)

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম।

৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:২১

আমিনুর রহমান বলেছেন:

শরৎ'দা অসাধারণ এবং অবশ্যই অনন্য। আপনি এত ভালো কবিতা লিখেন তা মনে হয় নিজেও জানেন না। জানলে আমাদের বঞ্চিত করতেন না হঠাৎ হঠাৎ কবিতা না দিয়ে রেগুলার কবিতা পোষ্ট দিতেন।

একটা ছবি আর কবিতা পোষ্ট চাই একসাথে।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা আমিনুর। চেষ্টা করবো ছবি আর কবিতা মিলিয়ে পোষ্ট দিতে। একসময় তো বেশ দেয়া হত। আবারো শুভেচ্ছা।

৮| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬

সায়েদ রিয়াদ বলেছেন: স্বপ্নরা দীর্ঘ হয় না এটা যেমন এক মনোবিশ্লেষণী ভুল
তেমনি; ভুল ঘরে ঢুকে পড়া মানুষের দল
বৃষ্টি খোঁজে মিনেসোটায়, মেলবোর্ন কিংবা অসলোতে
একই ভুলে নিরন্তর
অভিন্ন স্বপ্ন এবং খুব ভিন্ন ভিন্ন শহর
ছায়া মানুষের অভিঘাত
ধাক্কা দেয় অপরিচিত নতুন দরজায়

সুন্দর ...

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রিয়াদ।

৯| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা হাসান।

১০| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:২৯

এরিস বলেছেন: ভুল ঘরে ঢুকে পড়া মানুষের দল
বৃষ্টি খোঁজে মিনেসোটায়, মেলবোর্ন কিংবা অসলোতে
একই ভুলে নিরন্তর
অভিন্ন স্বপ্ন এবং খুব ভিন্ন ভিন্ন শহর
ছায়া মানুষের অভিঘাত
ধাক্কা দেয় অপরিচিত নতুন দরজায়
কিছু কিছু ভালোলাগার পরিমাণ শব্দে প্রকাশ করা যায়না। আপনার লেখা তেমন ভালোলাগার দাবীদার। সত্য একটা প্লট নিয়ে লিখেছন। অনুভূতিতে পূর্ণ প্রতিটি শব্দ তবু আপাদমস্তক বাস্তব। অসাধারণ। অঅঅসাধারণ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: এত মনোযোগী নিবিড় পাঠকের কাছে লুকানো তো মুশকিল। হ্যা একটা সত্য প্লট নিয়ে লেখেছি এবং বাস্তব অবস্থা নিয়েও লেখা। ভীষণ ভালো পাঠ আপনার।

১১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৩০

বোকামন বলেছেন:


ভুল ঘরে ঢুকে পড়া মানুষের দল !
নাহ্ আমি কিন্তু ভুল করে ঢুকে পড়িনি আপনার ব্লগে...
বেশ আগ্রহ নিয়েই প্রবেশ করেছি আপনার কবিতার শিরনোম দেখে ....
আশকরি সাধারন পাঠকের ভালোলাগা রিজেকটেড হবে না :-)

(অন্যমনষ্ক শরৎ শিরোনামের বইটি পড়ারেআগ্রহ জন্মাচ্ছে)

ধন্যবাদ সম্মানিত অন্যমনষ্ক শরৎ।

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: কোনভাবেই হবার কোন জো নেই, । অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে বের হয়েছিল,"অন্যমনষ্ক শরৎ" সেখানে কিছু কপি পাবার কথা। আগ্রহ আরো পোক্ত হোক আগে।

১২| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: পুরো কবিতাই সুন্দর তবে এই লাইন দুইটা অনবদ্য

ফেরার পথটুকু অচেনা, ফেরার মানুষগুলো অচেনা
ফেরার ঘরগুলো বেদখল


--- শুভেচ্ছা আপনাকে

২২ শে মে, ২০১৩ দুপুর ২:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অপর্ণা। ভালো থাকুন সবসময়।

১৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঝমঝম! ঝমাঝম! ঝমঝম!
ভাল লাগল শরৎ দা !

২২ শে মে, ২০১৩ রাত ৮:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অভি।

১৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৬

আহসান জামান বলেছেন: আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে
কালো পিচের উপরে দাঁড়িয়ে সরসর করে চলে যাওয়া
বর্ষার স্বচ্ছ জলস্রোত
রেলব্রীজের মাঝখানের পিলারে পা ঝুলিয়ে
নিরন্তর কেঁপে ওঠা, খাঁ খাঁ দুপুরে
অথবা সাইকেল দিয়ে চষে ফেলা পুরোটা শহর
------------------------------------------------------------

চমৎকার চিত্রকল্প, ভালো লাগছে।

২২ শে মে, ২০১৩ রাত ৮:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জামান। শুভেচ্ছা।

১৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ভালো একটা লেখা। চমৎকার।

ইদানিং আপনি অনেক কবিতা দিচ্ছেন! বেশ! বেশ!!!
প্রায় সব গুলোই ভালো হচ্ছে।

২২ শে মে, ২০১৩ রাত ৮:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা কাল্পনিক। কবিতাতো আর হারিয়ে যায় না। ফিরে ফিরে আসে বারবার।

১৬| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৫১

কালোপরী বলেছেন: সুন্দর :)

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৪

শরৎ চৌধুরী বলেছেন: থ্যাংকু কালোপরী।

১৭| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৬

বৃতি বলেছেন: ভালো লাগলো ।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা বৃতি।

১৮| ২৩ শে মে, ২০১৩ রাত ৮:৫৮

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মুনসী।

১৯| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

স্বপ্নরা দীর্ঘ হয় না এটা জেনেও
নিয়ে গিয়েছিলাম তোমাকে
আমার ঘরে, আমার শহরে; যেখানে কার্যত উদ্বাস্তু আমি
তারপরও শেকড়ে, তারপরও নিবিড়ে, এবং ভেতরে


ভাই ++++++++++++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারী।

২০| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ফারজানা শিরিন বলেছেন: আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে

___________ নামটা সবচেয়ে বেশী কাছে টানছে ।

ভালোলাগা টেনে আনা নামটাকে ।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শিরিন।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন:

প্রিয়তে রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রুয়েটিয়ান।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: বাহ , সহজে সিগ্ধ একটি অনুভূতি দেখতে পেলাম

সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.