নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পদ্মকলীর কড়ই গাছের নীচে

২৩ শে মে, ২০১৩ রাত ১:৫৯

এ্যাই বোকা এ্যাই এ্যাই

কি? কি? কি?

পিছলে যাবে তো পড়ে

ঐ খাদে

আর একটু সরলেই

আর একটু বেসামাল হলেই



এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই

কি? কি? কি?

সরে এসো বলছি

অনেক হয়েছে মধ্যরাতে দুষ্টুমি

তোমার উদ্ভট এ্যাডভেঞ্চার



সেবার একাই চলে গেলে ছেঁড়াদ্বীপ

সেও রাত গভীরে

কাউকে না জানিয়েই নাফাখুম

ঘুম থেকে উঠে দেখি তুমি নাই



এ্যাই বোকা এ্যাই এ্যাই

কি? কি? কি?

মনে আছে, রামসাগর থেকে বাঁধিয়ে আনলে

জার্মান মিজেল, ফুলেফেঁপে ঢোল

সোলগনি থেকে কালা জ্বর

ঐ যে সেবার, বালি থেকে

আস্ত কাটা পা, হাঁটু পর্যন্ত

তোমাকে নিয়ে কি যে করি



এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই

তুমি এত হতচ্ছাড়া কেন হলে?



বাবুমনি ডাকা মানুষটার পিছনে ছুটলে

পুরো দুটো মহাদেশ

পুরোনো ঈগল ডাকা মানুষটার পিছনে

তিনটা সভ্যতা আর দশটা রেলগাড়ী

মায়া-আজটেক-হরপ্পা



এ্যাই শয়তান এ্যাই এ্যাই

কি? কি? কি?

কোন কোলে তোমার বিশ্রাম?

কোন বৈশাখে তুমি হাতে হাত ধরে পথে নামবে?

কোন ঈদে দেবে লাল পেড়ে শাড়ি?



এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই

কি? কি? কি?

তোমার কিসের এত ছোটা?

কিসের এত অ-বিশ্রাম?



না না না ছুটছি নাতো আমি

সত্যি সত্যি তিন সত্যি

দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই

পদ্মকলী স্কুলের সামনেই, সেই কড়ই গাছটার গোড়ায়

তুমি বেণী দোলাতে দোলাতে কখন এসে বলবে

এ্যাই দুষ্টু এ্যাই এ্যাই





মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ২:১১

বাংলার হাসান বলেছেন: বাহ! বেশ বেশ

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা হাসান।

২| ২৩ শে মে, ২০১৩ রাত ২:১৪

পিনিকবাজ বলেছেন: 'তোমার কিসের এত ছোটা?
কিসের এত অ-বিশ্রাম?''

এবার একটু রেষ্ট ন্যান।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৭

শরৎ চৌধুরী বলেছেন: রেস্ট নেবার জন্য মৃত্যু পড়ে আছে...তার আগ পর্যন্ত কিসের রেস্ট?

৩| ২৩ শে মে, ২০১৩ রাত ৩:৪৪

একজন আরমান বলেছেন:
আহা ! সিরিয়াস কাব্যর পর লুতুপুতু কাব্যও দারুন হইছে। আমি তো আপনাকে অনেক সিরিয়াস লেখক মনে করেছিলাম। এইরকম কবিতা দেখে একটু টাস্কি খাইছিলাম প্রথমে।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:১৯

শরৎ চৌধুরী বলেছেন: মানুষতো কখনো কখনো ভীষণ লুতুপুতুও। বয়সের সাথে এই সহজ কবিতা যে কি কঠিন হয় লেখা তা যদি জানতে। হা হা হা। অনেক শুভেচ্ছা আরমান।

৪| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: banglar_hasan বলেছেন: বাহ! বেশ বেশ

৫| ২৩ শে মে, ২০১৩ ভোর ৪:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কবিতার নিয়মিত পাঠক হয়ে উঠছি :)

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা মাসুম। অনেকদিন পর নিয়মিত কবিতা লিখছি।

৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: এই দুষ্টু এই এতো কবিতা নিখছো কিভাবে শুনি!
এই দুষ্টু এই প্রেমরাজ্র্যের অথৈ সাগরে পরেছো কি তুমি !
যদি হয়ে থাকে তা বলে দি ই প্রেমরাজ্য শুধুই মরিচিকা
পদ্যে পদ্যে নতুন স্বপ্ন নতুন মায়ার ইতিহাস
প্রেমের সাতকহনে জীবনজুড়ে মিথ্যে জলোচ্ছাস ।
হয়েছো ভীষণ কবি
অকরুন সব পদ্য মাঝে আকছো ভীষণ নতুন নতুন ছবি ।
লেগেছে কিন্তু বেশ
এমন করেই লিখতে থাক হয়োনা নিরুদ্দেশ।



সুন্দর কবিতা ভাল লাগলো ।

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:২৩

শরৎ চৌধুরী বলেছেন: কবিতা লেখার জন্য নতুন করে প্রেমে পড়ার দরকার হচ্ছে না সেলিম। আর কবি? সে এই ব্লগের জন্মের সময় থেকেই আছি। ফলে নিরুদ্দেশ হয়ে যাবার কোন লক্ষণ এই মূহুর্তে দেখতে পারছি না। অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা এমন মনোযোগী পাঠক হবার জন্য।

৭| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: দুজনের কথোপকথনের কবিতা! এই স্টাইলটা আমার বেশ লাগে! পোস্টে ভাললাগা....

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নাজিম। মাঝে মাঝে কথোপকথনই কেবল প্রাণ দেয়, দেয় অমল আলো।

৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা হাসান।

৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

শেরজা তপন বলেছেন: দারুন -দারু....ন

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: শেরজাকে বেশ অনেকদিন পরে দেখলাম, কি খবর? অনেক থ্যাঙ্কস।

১০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

হানিফ রাশেদীন বলেছেন: চমৎকার! ভালো লাগলো অনেক।

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা হানিফ...কৃতজ্ঞতা অনেক।

১১| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!! আপনি দেখি অবাক করার মিশনে নেমেছেন!!!!!

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কাল্পনিক।

১২| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৯

রাতুল_শাহ বলেছেন: দারুণ হইছে শরৎ দা।

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: নেক অনেক ধন্যবাদ রাতুল।

১৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!! আপনি দেখি অবাক করার মিশনে নেমেছেন!!!!!


আমিও অবাক হতে অবাক তর হচ্ছি দিন দিন।

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা কান্ডারী।

১৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:২৬

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই 'শরৎ'! একটুখানি সময় পেলে নিজের লেখা নিয়েই ব্যস্ত হয়ে পড়ি-আমার অনেক প্রিয় মানুষগুলোর লেখা পড়া আর মন্তব্য করার অবসর পাইনা। :(
শুভকামনা রইল -ভালথাকুন সমসময়...

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

শরৎ চৌধুরী বলেছেন: আপনার জন্যও অশেষ শুভ কামনা, তপন। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.