নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির বেশে তোমার ফেরার গান

২৪ শে মে, ২০১৩ রাত ২:০৫

এসো কালোপরী ধর এই হাত

শ্বেতশুভ্র!

মেরুভালুকের সাথে লড়াই করে এনেছি সফেদ জমিন,

ছোপছোপ রক্তের দাগ

পুরোটাই আঁচড় আর ক্ষতের দামে





তোমার পাঁজরে যে মোচড় অহর্নিশি

বুনো ঈগলের নখে উপড়ে যাওয়া চোখ

শুকিয়ে হলুদ, পেলব রোমকূপ

কষ্টের ইট চাপা

আর মরচে পড়া চুল

ছেঁড়া মেঘের মত ভাসছে অবিরাম

কালো কালো আরো কালো

নিকষ নক্ষত্রের ভেতর



এস পরী ধর এই হাত

কালো বরফের যুগ ফুরিয়েছে আজ

অহংকারী সেনাদের দল ফিরছে ঘরে

মায়েরা তাদের সন্তানের কাছে

জল জল মানব সন্তান সব

ফানুসে চেপে অপেক্ষায় তোমার

দূরের গ্রাম, যতটা দূরে

তার চেয়েও বেশি দূর থেকে তোমার

আগমনের প্রতীক্ষা

ধ্বনিত আকাশে



বৃষ্টির বেশে তোমার ফেরার গান

এই বন্দরে

দেখ, চারপাশে ভাসছে নির্বোধের লাশ

সমুদ্রও এদের ঘরে নেয় না



এরা বলেছিল হারিয়ে গেছ তুমি

এরা বলেছিল দ্বীপান্তরের কয়লাখনিতে

পালিয়ে গেছ।

আজ সবগুলো কুঁড়েঘরে

কেবলই তোমার নাম

ওরা সব আস্তাকুঁড়ে

কালো পরী কালো পরী

দেখ ডাকছে কেমন



ধর এই হাত, শ্বেতশুভ্র

এই রাতে সফেদ বিজলির বুক চিরে তুমি নেমে এস

যেমন নেমে আসে অন্ধকার

সব আলো ছাপিয়ে

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ২:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: এমন ডাকে কালো পরী না নেমে এসে উপায় নাই :)

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: কালো পরী এসেছিল...যেমন আসে অন্ধকার আলোকে ছাপিয়ে।

২| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ! দারুন!!
চমৎকার। :)

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা কাল্পনিক।

৩| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ কবিতা পড়লাম একটা !

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা অভি, শুভেচ্ছা অনেক।

৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ভালো লাগল। চমৎকার কবিতা। প্রথম ভালোলাগা।

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কুনোব্যাঙ...। শুভেচ্ছা অনেক।

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৩:২৩

কালোপরী বলেছেন: :| :| :|



চমৎকার কবিতা :)


লালপরী, নীলপরী, হলুদ পরী, মেঘ পরী, বৃষ্টি পরী, জল পরী, ঘুম পরী, অগ্নি পরী (সব সামুর নিক) এত পরী থাকতে কাল পরীকে ডাকাডাকি কেন?????


:P :P :P

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা ভালো বলেছেন। কিন্তু নিক দিয়ে কি আর মৌলচেতনার কাছাকাছি পৌছানো যায়?

শুভেচ্ছা অনেক।

৬| ২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: কবিতা পড়ে একটা ঝিরঝিরে অনুভূতি লাগছে । প্রশান্তির আমেজ যেনো ।++

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! দারুন বলেছেন মামুন...ঝিরঝিরে অনুভূতি।

৭| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতায় স্নিগ্ধতা রয়েছে যেটা মনকে প্রশান্তি দিয়ে গেল।

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারী, প্রশান্তি ছড়িয়ে যাক সবখানে।

৮| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

পিনিকবাজ বলেছেন: "এই রাতে সফেদ বিজলির বুক চিরে তুমি নেমে এস
যেমন নেমে আসে অন্ধকার
সব আলো ছাপিয়ে" +++++

কেমন যেন জলজ্যান্ত একটি কবিতা, এই বুঝি কালো পরি নেমে আসলো।


২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: আসুক কালো পরী, সফেদ পরী অকস্মাৎ...আপনাকে না জানিয়ে; কানের সুগন্ধ সহ...খুব জীবন্ত, খুব সাবলীল।

৯| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭

এরিস বলেছেন: কবিতায় এতো সুন্দর ছবি আঁকা যায়!!! সব কিছু যেন চোখের সামনে দেখতে পাচ্ছি।

** ধর এই হাত, শ্বেতশুভ্র
এই রাতে সফেদ বিজলির বুক চিরে তুমি নেমে এস
যেমন নেমে আসে অন্ধকার
সব আলো ছাপিয়ে**

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: চোখের সামনে দেখার জন্য মনের চোখ থাকাটাও যে ভীষণ গুরুত্বপূর্ণ এরিস। এজন্যই এত চমৎকার করে দেখতে পাচ্ছেন।

১০| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা হাসান। শুভেচ্ছা।

১১| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৮

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: চমৎকার একটা কবিতা।

২৬ শে মে, ২০১৩ দুপুর ১:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মেহেদী।

১২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা সুন্দর নিঃসন্দেহে !!!

তোমার পাঁজরে যে মোচড় অহর্নীশি > অহর্নিশি
ধ্বণিত আকাশে > ধ্বনিত আকাশে
আস্তাকূড়ে > আস্তাকুঁড়ে

এগুলো দেখে নিয়েন পারলে।
শুভকামনা রইলো

২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: টাইপো ধরিয়ে দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা অপর্ণা। ঠিক করে দিচ্ছি। শুভেচ্ছা অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.