নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অভিমান শেষে
শহর আর্দ্র যখন
পাক দিয়ে ওঠা মাটির ঘ্রাণে
ম ম করছে ক্লান্ত রাজপথ
ভেজা কাকের সাথে ঘর ফেরা চড়ুইয়ের সংলাপ
দূর থেকে দেখা যায়, নিভু নিভু দালানের ফাঁক
জুমার নামাজের পর নিশ্চয়ই কেউ
টিভি খুলছে
কেউবা আলিঙ্গন
সমস্ত ঘর আলো করে রেখেছি এই ঘণ অপরাহ্নে
দারোয়ানকে শাসিয়ে এসেছি
যেন সবগুলো পথ থাকে উন্মুক্ত
তুমি আসবে বলে
গাড়ীগুলো সারিবদ্ধ বেইসমেন্টে
নিঃশব্দ আর অচল
তুমি আসবে বলে পরিপাটি বিছানায় নতুন চাদর
খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট
আধভেজা বালিশ
হেলান দেয়া বইয়ের তাকে কিছু বিনম্র ধূলো
আলমারিতে তোমার লুকানোর ফাঁক
ছাইদানীও সরিয়ে রেখেছি
ঘর ভেসে যাচ্ছে অমল আলোয়
তুমি আসবে বলে, ফিরিয়ে দিয়েছি সকল নিমন্ত্রণ
পারিবারিক দায়
এবং নিত্যকার উদ্ধার কাজ
জানোই তো
এই শহর নকড়ে আর শাবকের
পথে পথে নিত্য রক্তের দাগ
আজ ফিরিয়ে দিয়েছি সব
সবগুলো ডেডলাইন
সবগুলো দায়িত্ব
সবগুলো মানবিক হাত
আজ আমি তোমার প্রতীক্ষায়
নিত্য ধ্যানরত
যেমন ভিজে যাওয়া পাখির বুকে থাকে
একটু ওমের আঁচ
প্রিয় নৈঃসঙ্গ, এসো, পূর্ণ কর
আর নিঃশব্দ কর জীবনের এই কর্কশ চিৎকার
শিকার উন্মত্ব এই সময়ে
আমার কিছু সংহত সবুজ দরকার
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৪
শরৎ চৌধুরী বলেছেন: বাহ, দারুন বলেছেন, কি চমৎকার সমার্থক এবং পরস্পর অনুগামী। বেশ বেশ।
২| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮
প্যাপিলন বলেছেন: কবিতায় প্লাস .....তবে ২ বার পঠিত পোস্ট যখন নির্বাচিত পোস্টের তালিকায় যায় তখন.
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৫
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা প্যাপিলন।
৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: সংহত সবুজে নৈসঙ্গ কে আহবানে আপত্তি নাই ।
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৬
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! আপত্তি না থাকাই তো ভালো, মামুন। তাহলেই কেবল সে ঘরে পারা দেবে।
৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৩
হাসান মাহবুব বলেছেন: আপনার সব কবিতাই সুন্দর।
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা হাসান।
৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সমস্ত ঘর আলো করে রেখেছি এই ঘণ অপরাহ্নে
দারোয়ানকে শাসিয়ে এসেছি
২৬ শে মে, ২০১৩ সকাল ১১:০৬
শরৎ চৌধুরী বলেছেন: সত্যিতো? একদম ঠিকঠাক?
৬| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮
এরিস বলেছেন: তোমাকে করতে গ্রহণ যত আয়োজন, প্রিয় নৈঃসঙ্গ, এসো, আমাতে ভর করো, আমার কিছু নির্লিপ্ত সময় দরকার। ( আমার বোকা বোকা কথা লিখলাম। কিছু মনে করবেন না। প্রথম লাইনটি আশিক মাসুমের একটি কবিতাংশ) লেখায় অনেক অনেক ভালোলাগা জানবেন কবি। শরতের শুভ্রটার মতো ছুঁয়ে যায় আপনার সব শব্দগুচ্ছ।