নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খান মার্কেটের কোণা দিয়ে উঁকি দিল তোমার মুখ
দিল্লীতে তখন শেষ বিকেলের হানা
এক অদ্ভুত বিবশ করা আলোয় উজ্জ্বল তোমার মুখ
কাঁচা সোনা গলিয়ে মাখিয়ে দিয়েছে কেউ
রঙ এর হোলি যেন
এক অনন্য উৎসব, অজানা শিহরণ
প্রাজ্ঞ বৃক্ষের পাতা বেয়ে নেমে আসছে
সরসর, হিসহিস
কন্যাসুন্দর আলো
আমি শিখলাম কিভাবে যুগেযুগে পুড়ে গেছে
প্রেমিকের চোখ
ঘণ বর্ষা শেষে কদম গাছের নীচে বৃষ্টির বিশ্রাম
সবেমাত্র করতালি থেমেছে পথের আর উন্মুখ ছাদগুলোর
চুইয়ে পড়া ফোঁটায় পুরো মহাবিশ্ব
না-শোনা শব্দের রিনরিন
কাঁচের চুড়ি
আর একটা সম্পূর্ণ নীল আকাশ
ঘুমিয়ে আছে তোমার বেগুনী টপ্স এ
আর আমি শিখলাম
কিভাবে স্তব্ধ হয়ে যেতে হয়
বিনা বাক্যব্যয় এ, চোখের পলক না ফেলে
সম্পূর্ণ স্থির, অমানুষিক স্থির
কেবল তুমি কেবল তুমি
পুরো শহরটা বেহাত হয়ে গেল
নিমিষেই!
অবারিত ধানক্ষেত
বুনোমোষের মত গোঁয়ার একটানা পথ
জ্বরে কাঁপছি
আর কুয়াশা ধেয়ে আসছে
যেন অলস সমুদ্র আড়োমোড়া ভেঙ্গে
সিদ্ধান্ত নিয়েছে আমাদের ভিজিয়ে দেবার
তুমি নির্বিকার,
ধানের সাথে তোমার দুশো বছরের কথা জমে আছে
আল ধরে নেমে যাচ্ছো মাঠে,
এত অবলীলায়
যেন তিন পুরুষ ধরে জমিনেই তোমার ঘর
আর আমি শিখলাম
তোমাকে ছাড়া আমি কত অসহায়
জ্বরকে ছাপিয়ে আমি তোমার পিছুপিছু
ততক্ষণে তুমি উড়ছ
আকাশে, কুয়াশায় কিংবা সমুদ্রে
তোমার ডাক শুনে পিছু ফিরতেই
ম্যাজিক!
পুবের আকাশে দু দুটো রংধনু
মহাজাগতিক ইশারায় আমার পথ
তোমার দিকে যাবার
সম্মোহিতের মত আমি ছুটে চলেছি
তুমি নতুন করে হাসছো
তুমি কি জানো তুমি কিভাবে হাসছো
তুমি কি জানো
সন্ধ্যার ঐ নীল গাছের নীচে
তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কোন উপায় নেই
যতই বৃষ্টি আসুক, যতই জোরালো হোক বানের টান
যতই শুষ্ক হোক মাটি
যতই ঢেকে যাক সুর্য্য বালিতে আর ধুলোয়
তোমার কন্যাসুন্দর মুখটুকু দুহাতে আঁজলা ভরে না নেয়া পর্যন্ত
সন্ধ্যার ঐ নীল গাছের নীচে
তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কোন উপায় নেই
০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: স্বর্ণা, অনেক শুভেচ্ছা। ছবি ও কবিতা দুটোরই দর্শক/পাঠক হবার জন্য কৃতজ্ঞতা অশেষ। এই ছবিটা আমারি তোলা, ঘোলাটে ছবির সমস্যা কবে যে দূর হবে, চেষ্টা বহাল আছে।
২| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৫১
মামুন রশিদ বলেছেন: প্রথমদিকে একটু ছাড়াছাড়া মনে হলেও শেষে এসে খুব ভালো লেগেছে । বিশেষ করে এই অংশটুকু,
যতই বৃষ্টি আসুক, যতই জোরালো হোক বানের টান
যতই শুষ্ক হোক মাটি
যতই ঢেকে যাক সুর্য্য বালিতে আর ধুলোয়
তোমার কন্যাসুন্দর মুখটুকু দুহাতে আঁজলা ভরে না নেয়া পর্যন্ত
সন্ধ্যার ঐ নীল গাছের নীচে
তোমার জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কোন উপায় নেই
কিপ ইট আপ+++
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩০
শরৎ চৌধুরী বলেছেন: মামুন দেরীতে উত্তর দিচ্ছি দেখে দুঃখিত। আসলেই খুব ভালো লক্ষ্য করেছেন বেশ কয়েকটি বিচ্ছিন্ন গল্পকে এক বুনোটে বাঁধার চেষ্টা। ঐ শেষের জোর দিয়েই কবিতা হয়ে উঠেছে হয়ত।
আর এই্ উপায়হীনতাই একভাবে নির্বিকারত্ব থেকে কবিত্বে প্রবেশ।
অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
৩| ৩১ শে মে, ২০১৩ সকাল ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ঘণ বর্ষা শেষে কদম গাছের নীচে বৃষ্টির বিশ্রাম
সবেমাত্র করতালি থেমেছে পথের আর উন্মুখ ছাদগুলোর
চুইয়ে পড়া ফোঁটায় পুরো মহাবিশ্ব
না-শোনা শব্দের রিনরিন
কাঁচের চুড়ি
আর একটা সম্পূর্ণ নীল আকাশ
কবিতা খুব ভাল লাগলো কদম ফুল খুব ভাল পাই। আপনার এ কবিতায় মুগ্ধ হয়েছি আমি।
ভাবছি কবি নয় পাঠক হবো তোমার কবিতার
স্রষ্টা নয় দর্শক হবো তোমার ছবিটার ।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা সেলিম। কদম ফুলের জন্যই এই ভালোবাসা কিনা সেটা নিয়ে একটু কনফিউজ্ড। হাহাহাহাহা। অনেক শুভেচ্ছা।
৪| ৩১ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর কবিতা!
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
৫| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: যথারিতি ভাল লাগা
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম।
৬| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩১
ভালবাসা007 বলেছেন: মিরাজের ফজিলত
৭| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:২৮
রাইসুল নয়ন বলেছেন: ভালো লাগলো,
তবে কবিতার মূল ভাব এখনও বুঝিনি
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অনেক নয়ন, ভালোবাসার জন্য অপেক্ষাই কবিতার মূল ভাব।
৮| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪১
অপর্ণা মম্ময় বলেছেন: কন্যাসুন্দর আলো, ঘন বর্ষা, কদম গাছ, কাঁচা সোনা মাখা মুখ , রিনিরিনি শব্দের সাথে আসলে
একটা সম্পূর্ণ নীল আকাশ
ঘুমিয়ে আছে তোমার বেগুনী টপ্স এ
--- কেমন শোনায় ? একটা শাড়ির কার্নিশ বা আঁচল হলে ভালো হবে হয়ত ।
কবিতা জায়গায় জায়গায় আমার কাছে কিছুটা খাপ ছাড়া লেগেছে।
শুভকামনা শরৎ এর জন্য
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: একটা শাড়ির কার্নিশ বা আঁচল হলে ভালো হবে হয়ত । নো ডাউট।
নিশ্চয়ই খাপছাড়া লাগাটাই খুব স্বাভাবিক। এটা আসলে আমার ভেতরের এক ছন্দ বুনোট। নিজের সাথে নিজের কথা। শুভেচ্ছা অনেক।
৯| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৫১
জ্যোস্নার ফুল বলেছেন: মহাজাগতিক ইশারায় আমার পথ
তোমার দিকে যাবার
সম্মোহিতের মত আমি ছুটে চলেছি
তুমি নতুন করে হাসছো
তুমি কি জানো তুমি কিভাবে হাসছো
তুমি কি জানো
অসাধারণ! ভিজে গেলাম।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ফুল। মাঝে মাঝে সত্যিই এমন অনুভূতি হয়েছে..বিস্ময়ে তাকিয়ে থেকেছি আর মনে মনে বলেছি, তুমি কি জানো তুমি কিভাবে হাসছো
তুমি কি জানো ।
১০| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:২১
সোহাগ সকাল বলেছেন: কোবতে ভালা পাইলাম।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা সকাল।
১১| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৬
সায়েম মুন বলেছেন: কবিতায় আপনার মুন্সিয়ানা দেখতে পাই।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: আরে সায়েম, শুভেচ্ছা অনেক। কেমন আছেন আপনি?
১২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৭
রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা রাতুল।
১৩| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪
লেখোয়াড় বলেছেন:
শরৎবাবু, আপনি ছবি ছেড়ে কবিতা ধরেছেন।
ছবির মতো কবিতাও সুন্দর, ব্যাপারকি, আপনি কি সব্যসাচী?
আপনার কবিতা সুন্দর এবং একাট্টা আধুনিক।
মহাদেব সাহার কবিতার কথা মনে পড়ে যায়।
লিখুন এমন সুন্দর সুন্দর।
তবে ছবিটাও ছাড়বেন না যেন।
ধন্যবাদ, ভাল থাকুন।
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: আমার ছাড়া হয়না লেখোয়াড়, সবাই থাকে কোথাও না কোথাও।
ছবিও চলতে কবিতাও চলছে। ভিন্ন ভিন্ন মাধ্যমে, কখনো একসাথে।
শুভেচ্ছা আর কৃতজ্ঞতা অশেষ।
১৪| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩
শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কাব্য...
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
১৫| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ম্যাজিক ভালোলাগা কবি !
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অভি।
১৬| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩০
দূর্যোধন বলেছেন: খাইছে !
খাইছে !
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪০
শরৎ চৌধুরী বলেছেন: কে কে কে স্ট্যাটাস খাইছে?
১৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
দূর্যোধন বলেছেন: খাইছে !
খাইছে !
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪১
শরৎ চৌধুরী বলেছেন: আর কে কে কে স্ট্যাটাস খাইছে?
১৮| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:০৪
আনাড়ী নং ৪২০ বলেছেন: একটা কথা বলি যদি কিছু মনে না করেন।
আচ্ছা আপনার এইসব কবিতা নির্বাচিত পাতায় না স্থান না দিলে কি হয়না? তার চেয়ে নতুনদের সুযোগ করে দিলে কি ভাল হতোনা????
০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় আনাড়ী এবার আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন। আপনার আনাড়ীপনা এবং অপ্রস্তুতি যাতে প্রকাশ না পায় সেটার চেষ্টা আমি আন্তরিকভাবেই করব। আপনি কি জানেন যে এখানে কেউ কারো নিজের পোষ্ট নির্বাচিত করতে পারেনা? মানে আমিও পারি না, নিজের পোষ্ট বাছাই না করতে?
আর সম্ভাব্য সকল তুষ্ট প্রক্রিয়া থেকে আমি যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখি। নতুন কতজন লেখকের লেখাকে সামনে আনা হচ্ছে সে বিষয়ে কি আপনি অবগত আছেন?
বেশ একটু আনাড়ী হলে গেল না আপনার বক্তব্য?
শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।
১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল লাগা!
০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
২০| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
হায় হায় ভাইয়া আমিত ভেবেছি কবিতা সেইরাম তাই বললাম খাইছে খাইছে এখন দেখি স্ট্যাটাস এর কথা বলছেন
০২ রা জুন, ২০১৩ রাত ১২:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হা, শুভেচ্ছা অনেক। মজা করলাম একটু ।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কন্যাসুন্দর কবিতা অনেক ভাল লেগেছে। কেমন আছেন? আপনার তোলা ছবিগুলো আমি প্রায় প্রতিদিন দেখি, খুব ভাল লাগে। কিন্তু এখানে দেয়া ছবিটা ঝাপসা এসেছে সামুর প্রবলেমের জন্য এটা কি আপনার তোলা?
ভাল থাকবেন।