নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নুয়ে পড়া মানুষের মুখ মেঘ মানেনা, জল মানেনা

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯



শুনেছি ওপারে বিনিদ্র টেবিল

মেঘ হয়ে উড়ছে কিছু প্রাত্যহিক মৌমাছি

গোপন আর্দ্রতায় ভারাক্রান্ত চেয়ার

ডুবে যায় তবু চিৎকারে বলে আছি



নুয়ে নুয়ে পড়া রোমশ বীমের গায়

গলে যাচ্ছে অনন্ত নক্ষত্রবীথি

তবুও নির্বিকার থাকে সে

চিরুনি দিয়ে ঠিক করে নেয় সিঁথি



শীতল বিছানায় সমুদ্রের আহবান

নিস্তরঙ্গ ঢেউয়ে নেংটো নোনামাছের ঘ্রাণ

ওপারে একটা শহর, একটা পূর্ণাঙ্গ দালান

সিঁড়ির খাঁজে খাঁজে কিছু ফেলে আসা বকুলের প্রাণ



এপারে ঘুমন্ত হ্রদ

মাটির নিচতলা থেকে উঠে আসা অকস্মাৎ

ভকভক কাদায় উঠোন সয়লাব

পড়ে থাকা ল্যাভেন্ডারে

ফেলে আসা শিশু-পায়ের দাগ



ওপারে একমুঠো এলোচুল

নতুন বালিশে ঘুমন্ত কিছু ভুল

অভিমানী আঙ্গুলে নামতা শেখানোর ছল

এপারে, ঘন অন্ধকার

আঁচ করে পথে নামা দুরন্ত ছেলের দল



এপারে সাপলুডু,

মই আর ফাঁদ শুধু

বিপর্যস্ত ছকে অবিশ্বাসী ঘড়ির ডাক

নুয়ে পড়া মানুষের মুখ

মেঘ নয় জলের বুক

কি গাছ কি ফুল সব একাকার

দালান গলে হ্রদ হয়

হ্রদ গলে পিচ

কালো কালো আরো কালো ঘামে

সবকিছু বিচ্ছিরি কদাকার

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

দূর্যোধন বলেছেন: কাহিনী কি ? পোস্ট জন্মাইতে না জন্মাইতেই নির্বাচিততে ?

কবি , আমিতো স্পীকার হইয়া গেলাম !

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শরৎ চৌধুরী বলেছেন: কোন সমস্যা নাইক্কা। স্পীকার চেইঞ্জ হইছে।

২| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম প্যারাটা সুন্দর !

নুয়ে নুয়ে পড়া রোমশ বিমের গায় > বিমের - - এই ব্যাপারটা বুঝলাম না । এখানে বিমের দিয়ে কি বলা হয়েছে !

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শরৎ চৌধুরী বলেছেন: বীম বানান ঠিক করলাম। আর বীম এখানে গুড়ির রূপাকার্থে ব্যবহৃত।

৩| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

দূর্যোধন বলেছেন: ৬ টা প্যারার কবিতা , মাত্র একটা 'কমা' !
ভাই , আপ্নে ঐ কমাটারেও বাদ দেন । কোবতের 'সৌন্দর্য্য' নষ্ট হইতাছে । /:)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শরৎ চৌধুরী বলেছেন: ঐটা একটা টিপের মত, একটা থাকাই ভালো। আপনে বড় বেরসিক।

৪| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:

ওপারে একমুঠো এলোচুল
নতুন বালিশে ঘুমন্ত কিছু ভুল
অভিমানী আঙ্গুলে নামতা শেখানোর ছল
এপারে, ঘন অন্ধকার
আঁচ করে পথে নামা দুরন্ত ছেলের দল


চমৎকার কবিতা পড়া হলো...................

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা চিল।

৫| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

দূর্যোধন বলেছেন: টিপ এমন নুক্তার মতন হইছে কেন ? এইটা কি লালটিপ না কালা টিপ ? কোবতে টোবতে দিয়া ব্লগের স্পেস নষ্ট করলেন .... এর চেয়ে একটা ইমো দিয়া পোস্ট করতেন ....নাইলে আমাদের মাথায় একটা বাড়িই দিতেন /:) /:)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: দেখেন বাড়ী ঘর আমার পছন্দের জিনিস, কিন্তু এইখানে আপনি "মাথায় বাড়ি দেয়ার" সিনেমার সিন দিবেন তা হপে না। কার ঘাড়ে ক'টা মাথা যে ইমো(শোন)নিয়া বাড়াবাড়ি করবে? টিপের লাল নীল হইতে পারে, কিন্তু কমা কবিতারই।

আর কোবতে টোবতে তো ওমলেট/মামলেট না যে আপনি সন্ধ্যার নাস্তায় নিয়মিত খাবেন। এটা উপভোগ্যতার, আনন্দের, বিষাদের বিষয়। সিনেমা করতে করতে আপনাদের এইসব ইমো না শোনে কারো কথা, না বুঝে কারো ব্যাথা। কোমায় না যেয়ে "কমা" কে বুঝুন...মহাভারত পরিপূর্ণ হপে।

৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১

দূর্যোধন বলেছেন: কোবতের রেটিং কইরা যাই । -০.০০০৫ / ১০ ।

এত কোবতে আসে কেমনে ? কোবতেরও তো একটা ইজ্জত আছে , নাকি ভাই ? :(

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

শরৎ চৌধুরী বলেছেন: আপনে রসিক আছেন, আগের কথা তুইল্লা নিলাম। মানে খুঁটি পুরা উঠাই নাই কিন্তু আছে।

জীবনে মানুষ ১০০/৯০ পায়, ১০০/৯৭ ও পায় (আমি মেট্রিকে কৃষিতে পাইছিলাম)। আর আপনি আমারে দিলেন -০.০০০৫ / ১০ । এই -০.০০৫ পর্যন্ত পৌছাইতে আমারে কতই না কষ্ট করতে হইছে। পুরা ঋণাত্মক থেকে ধনাত্মক এ।

আর কবিতা কেবল আসলে হয় না, হইতেও হয়। ভার্সিটিতে একটা কথা চালু করছিলাম, "তার আসে কিন্তু হয় না, তার হয় কিন্তু আসেনা" কবিতার ইজ্জত রক্ষা হয় তখনি যখন কবিতার আসে এবং হয়ও। যেমন আগে কবিতা হইছে এবং তারপর আপনি আসছেন কবিতা পড়তে। হে হে হে।



৭| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: এপারে সাপলুডু,
মই আর ফাঁদ শুধু
বিপর্যস্ত ছকে অবিশ্বাসী ঘড়ির ডাক
নুয়ে পড়া মানুষের মুখ
মেঘ নয় জলের বুক
কি গাছ কি ফুল সব একাকার
দালান গলে হ্রদ হয়
হ্রদ গলে পিচ
কালো কালো আরো কালো ঘামে
সবকিছু বিচ্ছিরি কদাকার


এই অংশটা ভাল লেগেছে শরৎ এ অংশে টিপও আছে :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হা অনেক শুভেচ্ছা...বিশেষ করে টিপ এর অংশটুকু।

৮| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

একজন আরমান বলেছেন:
বস আপনার কবিতায় আমার মন্তব্য করিতেও ভয় হয়। তাই শুধু আসি আর বেশিরভাগ সময়েই নীরবে পড়ে চলে যাই। :(

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২

শরৎ চৌধুরী বলেছেন: কেন ভাই কেন? শুভেচ্ছা অনেক।

৯| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বোকামন বলেছেন:





ওপারে বিনিদ্র টেবিল
ভারাক্রান্ত চেয়ার
অনন্ত নক্ষত্রবীথি
চিরুনি
ঘুমন্ত হ্রদ
হ্রদ গলে পিচ
সবকিছু বিচ্ছিরি কদাকার

এপার এবং ওপার ! পূর্ণাঙ্গ কী যদি হয়; কি গাছ কি ফুল সব একাকার ?
ভকভক কাদা কিছু একটার ছাপ ধরে রাখছে !

পোস্টে একমুঠো ভালোলাগা রেখে গেলাম।
যতনে রাখবেন আশাকরি :-)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

শরৎ চৌধুরী বলেছেন: আপনার ভালোলাগা অশেষ যতনে রইলো। একটা শিশুর পায়ের ছাপের যে নিগূঢ় অভিঘাত তা আমি শিখেছিলাম এক মায়ের কাছ থেকে। সে আজ দূরে কিন্তু তার বেদনা কাছে, খুব কাছে।

১০| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: এপারে সাপলুডু,
মই আর ফাঁদ শুধু
বিপর্যস্ত ছকে অবিশ্বাসী ঘড়ির ডাক
নুয়ে পড়া মানুষের মুখ
মেঘ নয় জলের বুক


ভাল লাগছে :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৪

শরৎ চৌধুরী বলেছেন: থ্যাংকু স্বপ্নবাজ।

১১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৫

অর্পণ! বলেছেন:
আপনার ব্লগে কমেন্ট করলে মাইনষে কইবো তেল দিতাছি (অভিজ্ঞতা ভালো না)... :(

আপনে মাল্টি দিয়া ব্লগানি শুরু করেন, আমি নিয়মিত কমেন্ট করুম :P

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

শরৎ চৌধুরী বলেছেন: আপনি মাল্টি দিয়া কমেন্ট করেন আমি কাউরে কিছু কমুনা যান।

১২| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধ পাঠ স্পিকার স্যার !

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

শরৎ চৌধুরী বলেছেন: স্যার যা বলেছেন...শুভেচ্ছা অনেক অনেক।

১৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯

জ্যোস্নার ফুল বলেছেন: মুখস্ত করে রাখার মতন।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অনেক ফুল।

১৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯

বৃষ্টিধারা বলেছেন: নুয়ে পড়া মানুষের মুখ মেঘ মানেনা, জল মানেনা

নুয়ে পড়া মানুষের মুখ মেঘ মানেনা, জল মানেনা

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: মানেনাতো আসলেই মানেনা। শুভেচ্ছা অনেক বৃষ্টিধারা।

১৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

রোজেল০০৭ বলেছেন: অসম্ভব সুন্দর সব শব্দবিন্যাস ,আর চমৎকার কল্পনার অসাধারন প্রকাশ।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রোজেল। কৃতজ্ঞতা অশেষ।

১৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য :)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা পাতা।

১৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ওপারে একমুঠো এলোচুল
নতুন বালিশে ঘুমন্ত কিছু ভুল
অভিমানী আঙ্গুলে নামতা শেখানোর ছল
এপারে, ঘন অন্ধকার
আঁচ করে পথে নামা দুরন্ত ছেলের দল


+++++

একরাশ ভাললাগা।




০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: রাশি রাশি শুভেচ্ছা শোভন।

১৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

ভিশন-২০৫০ বলেছেন: ভালো লাগ্লো!

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ভিশন।

১৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা হানিফ।

২০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার কবিতাগুলো এত আধুনিক হয় যে মন ছুঁয়ে যায় এবং দারুন সুখ পাঠ্য কবিতা এই ধারাটি খুব চমৎকার।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারী। আপনি নিয়মিত পড়ছেন জেনে খুব ভালো লাগল।

২১| ০৬ ই জুন, ২০১৩ রাত ২:০৭

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: শীতল বিছানায় সমুদ্রের আহবান
নিস্তরঙ্গ ঢেউয়ে নেংটো নোনামাছের ঘ্রাণ
ওপারে একটা শহর, একটা পূর্ণাঙ্গ দালান
সিঁড়ির খাঁজে খাঁজে কিছু ফেলে আসা বকুলের প্রাণ


সিরাম কবিতা ইরাম কবিতাই প্রশব কইরেন, আমগো ভালো লাগে। আপনার কবিতায় কমেন্টাইতে ডর লাগে, তবুও কই..................

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা অনেক শুভেচ্ছা আলমগীর।

২২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩

মামুন রশিদ বলেছেন: কবিতা পাঠের চেয়ে 'দুর্যোধন-শরৎ' কথপোকথনে বেশি মজা পাইছি ।


দুর্যো'দা, থামলা কেন ?? :| ;)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহা। শুভেচ্ছা অনেক মামুন।

২৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪

একজন আরমান বলেছেন:
কারণ আপনার সবগুলো কবিতাই দুর্দান্ততর !

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা আরমান। ধন্যবাদ মনযোগী পাঠের জন্য।

২৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক ভাল লিখেন আপনি।+++++

আপনাকে অনুসরনে নিলাম।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নাজিম। কৃতজ্ঞতা অশেষ।

২৫| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৭:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের প্যারাটা বেশ সুন্দর

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.