নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যেন জ্যামিতি বাক্সটা কোনদিনই খোলা হয়নি

১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৭





আজ আকাশ ঘুমায় তোমার শিয়রে

ওকে কথা দেয়া ছিল সেই শৈশবে

শেওলা পড়া ছাদে একাকী বিষ্ময়ে

যেদিন আমি তাকিয়েছিলাম তোমার মুখের দিকে,

মমতাময়ী নক্ষত্রের অদৃশ্য যোগাযোগে

নিকষ মহাকাশে তুমি উজ্জ্বল

কোমল আর ঘনিষ্ট খুব।



সেই চোখে জল ছিল

আর ছিল মায়া টলটল,

আমার ভ্রম, আমাদের ভ্রমসমূহ।

বইয়ের পাতা থেকে পিক্সেলে

হাঁটুমুড়ে বসে ছিল,

যেভাবে ঘাসের উপর বসে থাকে

রাতের শিশির

নিঃশব্দ আর দেমাগী স্থির।



যেভাবে আমি যাই তোমার কাছে

ঘুমে ভরা চোখে ফু দিয়ে আসি,

তোমার গোপন স্বপ্নগুলো যাতে আরো সুন্দর হয়

সবুজ হয় তোমার বাগান, মাঠ কিংবা বসতি

তোমার চুলে হাত বোলাই

আর তুমি ঘুম থেকে উঠে দেখ

কান বেয়ে নেমে আসা আশ্চর্য্য বেণী।



এইসব গোপন ভ্রম ছাড়া

আর কিই বা দিতে পারি আমি,

তিরিশের হিসাব?

কতগুলো চুমুর পর ক্লান্ত হব?

খাবার টেবিলে কতবার একলা অপেক্ষার পর

তুমি আগ্রহ হারাবে?

ঠিক কোন বিকেল থেকে তুমি সত্যি সত্যি ভাববে

বিশ্ববিদ্যালয়ের সেই বন্ধুর কথা?

আমাকে ক্ষমা করে দেবে

সন্তানের মুখের দিকে তাকিয়ে

আয়নার দিকে তাকিয়ে

বা কোন কিছুর দিকে না তাকিয়েই?

অংকটা জানা থাকে সবারই

যেমন আছে তোমারো।



আর তুমি মেঘে যেতে চাইলে

তিনটা পদবী ; দুটো রাইফেল আর একটা

জ্বলজ্যান্ত পাজেরোকে কাঁধে করে খুব বুঝে

খুব খুব জুঝে

তুমি ডানা চাইলে।



এতগুলো অংকের বোঝা নিয়ে

শেষমেষ তোমার টেবিল জুড়ে ত্রিকোণমিতি;

নাঙ্গা নর্তকী হয়ে তোমাকেই নাইট শো দেখায়।

আর চোখ খুলে তুমি দেখ ঘুমের স্বপ্ন,

একটা তরতাজা ঘুম সোজা সমুদ্র থেকে এসে

ঝাপটা মেরে তোমাকে নিয়ে যাবে আকাশে।

অথবা ডাঙ্গায় বসে তোমাকে ঘুম পাড়াবে

আর পড়ে থাকবে তোমার পাশে

সম্পূর্ণ অংকহীন,

যেন জ্যামিতি বাক্সটা কোনদিনই খোলা হয়নি।

মন্তব্য ৫২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪১

বোকামন বলেছেন:




জ্যামিতির বাক্সটা খোলাই হলোনা অথচ একটি চতুর্ভুজ আকা হয়ে গেল !!

দারুণ +

রাতের শিশির
নিঃশব্দ আর দেমাগী স্থির।


কবিতার গভীরে আরেকটি কবিতা।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: বোকামন অশেষ শুভেচ্ছা। প্রতিটি কবিতার ভেতর লুকানো থাকে আরেক কবিতা...। সেটা দেখার চোখ থাকতে হয়।

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪২

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন কবিতায় ভাললাগা রইল। :)

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা মামুন।

৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫০

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

৪ নং ভাল লাগা

++++++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা মাহবু।

৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার কবিতায় একটি বিশেষ দিক রয়েছে এবং থাকেও তাই যে কারনে কবিতাগুলো খুব মুগ্ধ করে। এটা অনেক বেশী আবেদনময়ি করে তোলে কবিতাগুলোকে।

যেমন আপনি লিখেছেন,


মমতাময়ী নক্ষত্রের অদৃশ্য যোগাযোগে


বইয়ের পাতা থেকে পিক্সেলে

নিঃশব্দ আর দেমাগী স্থির।

আর তুমি মেঘে যেতে চাইলে
তিনটা পদবী ; দুটো রাইফেল আর একটা
জ্বলজ্যান্ত পাজেরোকে কাঁধে করে খুব বুঝে
খুব খুব জুঝে
তুমি ডানা চাইলে।

আর পড়ে থাকবে তোমার পাশে
সম্পূর্ণ অংকহীন,
যেন জ্যামিতি বাক্সটা কোনদিনই খোলা হয়নি।


এগুলো একটি কবিতার অলংকার হিসেবে অসাধারন। কবিতা তখনই কবিতা হিসেবে বিবেচ্য হয় যখন এর অলংকরন খাঁটি সোনায় গড়া হয় নতুবা খাঁদ ময় কবিতা পড়লেও মনে দাগ কাটে না।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: আপনি কবিতার ভিতরে ঢুকতে শুরু করেছেন কান্ডারী। অলংকার কেবল তখনি কার্যকর যখন সেটা মূল আবহকে উজ্জ্বীবিত করতে পারে। শুভেচ্ছা অশেষ, মনযোগী পাঠের জন্য।

৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: কল্পনায় আকাশ , দৃষ্টিসীমায় আকাশ জুড়ে চোখের মায়া আর সবশেষে একটা জ্যামিতি বাক্স যেটা খোলা হয়নি কিন্তু আকাশে ঠিক ই মোহরা ভেসে বেড়ায় ! চমৎকার লিখেছেন মাননীয় স্পিকার !

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা অভি....আকাশে ঠিক ই মোহ রা ভেসে বেড়ায় ! মোহই তো জীবন।

৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:৫১

মাটি বিডি বলেছেন:

অসাধারন

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা বিডি।

৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৩৮

স্বপ্নবাজ শয়ন বলেছেন: দারুন

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা শয়ন।

৮| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই কবিতার উপর ভর করে একটা পিচ্চি গপ লেখা যাবে :)

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: সেই গল্পটা পড়ার অপেক্ষায় থাকলাম মাসুম।

৯| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পড়া আপনার অন্যতম ভালো কবিতা।
ভালো লেখা পড়লে আমার ভীষন আনন্দ লাগে। আমি আনন্দিত। :)

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: এই আনন্দ কবিতা থেকে আপনার মধ্যে সংক্রামিত হয়েছে...সেটা বেশ বড় একটা প্রাপ্তি কাল্পনিক। শুভেচ্ছা অশেষ।

১০| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১২

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান।

১১| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: ফেসবুকে পড়েচি । :)



৮ম ভালো লাগা ।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ঘুড্ডি। :)

১২| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:২৬

সানড্যান্স বলেছেন: দিস ইজ কল্ড ''কবিতা!''

হোয়াট আ টেস্ট!!!

থ্যানক্স টু মি শরৎ!

রিয়েলী আ গুড ওয়ান!

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সানড্যান্স। :)

১৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: আমার পড়া তোমার শ্রেষ্ঠ কবিতায় দশম ভাল লাগা।দশ সংখ্যাটা দারুণ্ পেলে মেরাডোনার জার্সি নম্বর। আধিনায়ক জার্সি নম্বর।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা শুভেচ্ছা রাশি রাশি।

১৪| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

কালোপরী বলেছেন: চমৎকার

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ কালোপরী।

১৫| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

আরমিন বলেছেন: অংকটা জানা থাকে সবারই
যেমন আছে তোমারো।


কবিতা বেশী না বুঝলেও এই কবিতাটি অসাধারন লাগলো!
১২তম ভালোলাগা!

ভাইজান একবার এদিকে দেখবেন ছবিগুলি কেমন তুললাম ..........

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ আরমিন, দেখছি আপনার ছবিগুলো।

১৬| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৩১

শেরজা তপন বলেছেন: কবিতা ভাল লেগেছে-সাথে ছবি ও শিরোনাম।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা তপন। আপনি পুরোটাই দেখলেন। :)

১৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

মামুন রশিদ বলেছেন: ভালো লাগা ।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: মামুন, অশেষ শুভেচ্ছা।

১৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বর্ষণ।

১৯| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

বৃতি বলেছেন: চমৎকার!

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা বৃতি।

২০| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সম্ভব সুন্দর!!!
দারুণ লাগলো।


প্লাসের সাইক্লোন হবে...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: শোভন, অশেষ কৃতজ্ঞতা। এই সাইক্লোনে আমি ভেসে না যাই।

২১| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:০৮

সোনালী ডানার চিল বলেছেন:

আর তুমি মেঘে যেতে চাইলে
তিনটা পদবী ; দুটো রাইফেল আর একটা
জ্বলজ্যান্ত পাজেরোকে কাঁধে করে খুব বুঝে
খুব খুব জুঝে
তুমি ডানা চাইলে।


খুব সুন্দর কবিতায় ভালোলাগা রাখলাম........

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: চিলে, অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

২২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: মনোরম কথা কলি
ভাললাগা +

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পরিবেশ।

২৩| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫

কাজী মামুনহোসেন বলেছেন: “কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ“

আমি ব্লগার হওয়ার আগেই এই লাইনের সাথে পরিচিত হয়েছিলাম (আসিফ মহিউদ্দিনকে নিয়ে স্টিকি করা পোস্ট পড়ার সময়)। সেদিন থেকেই এটা আমার প্রিয় একটা লাইন, আমি ওইদিন থেকে আজ পর্যন্ত বহুবার এই লাইন ব্যাবহার করেছি। আমি ব্লগার হওয়ার পর আপনার প্রোফাইল অনেক খুঁজেছি, কিন্তু পাচ্ছিলাম না (আগে আপনার ওখানে ঘুষি দেয়া প্রোপিক ছিল এখন পরিবর্তিত)।

ওই লাইন পড়ার পরপরই একটা প্রশ্ন আমার মনে এসেছিল তা হল, আপনি কি বাস্তব জীবনেও ঘুষি মারা প্রোফাইলের অধিকারী ?

আমি আমার বাস্তব জীবনের ইমেজ মতই ব্লগ প্রোফাইল বানাতে চেষ্টা করে যাচ্ছি।

প্রিয় মানুষকে ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় মামুন অনেক অনেক শুভেচ্ছা। আমি বাস্তব জীবনে ঘুষি মারা প্রোফাইলের অধিকারী নই । একদম নিশ্চিত করে বলতে পারি। হা হা হা হা হা।

ব্লগ প্রোফাইল বানানোর সকল সৎ প্রচেষ্টা সফল হোক। জীবন ছাপিয়ে যাক সবদিক থেকেই।

অশেষ কৃতজ্ঞতা।

২৪| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: একটাই শব্দ বলার আছে! অসাধারন!

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা নাজিম।

২৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

বৃষ্টিধারা বলেছেন: অনেক ভালো একটি কবিতা পড়লাম ।
বেশ ভালো লাগছে । :)

ভালো আছেন ?

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: ভালো আছি বৃষ্টি, আপনি কেমন আছেন? কবিতা পাঠের জন্য ধন্যবাদ অশেষ।

২৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

বৃষ্টিধারা বলেছেন: আমি ও ভালো ই আছি ।

শুভ কামনা । :)

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

শরৎ চৌধুরী বলেছেন: আপনার জন্যও অশেষ শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.