নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আমি প্রথম বুঝেছিলাম
মানুষের প্রয়োজনের তালিকা
একটা ফু দেয়া মুখ।
আলতো করে ছুঁয়ে যাওয়া আঙ্গুল।
আর অপলক দৃষ্টি
ঘুম-সঙ্গ।
জড়াজড়ি বা ছাড়াছাড়ি করে শুয়ে থাকা শুধু নয়
কিংবা লেপ্টে থাকাও নয়,
নিঃশব্দ ঘরে দ্রিমিকি দ্রিমিক
হৃদস্পন্দনও নয়;
সর্বসত্তা দিয়ে জানান দেয়া খুব
কেউ আছে, অন্তত কেউ আছে।
এক সত্তা শুধু, যে দেখছে
যে অন্ধ হতে পারে, তবু দেখছে
দেখতে দেখতে জানান দিচ্ছে
সে আছে।
পুরোটা ঘর, পুরো আসবাব, পুরো শহর
পুরো আকাশ তোমার দিকে তাকিয়ে রয়।
তুমি ঘুমাচ্ছো যেভাবেই
একটা শিশুর মতোন,
একটা নারীর মতোন,
একদলা ঘাসের মতোন
কিংবা আমাজানের নদীর মতোন।
ঘুম-সঙ্গ; জেগে আছে যে
তাকে নিয়ে জানাচ্ছে নিরন্তর
কেউ আছে।
এই সুখে, এই আশ্বাসে
আমরা সবাই ঘুমাই
আমাদের ছাদ হয়; যেমন আগে ছিল গুহা
আমাদের ঘাম হয়; যেমন আগে ছিল অগ্নিকুন্ড
আর আমরা অনিয়ন্ত্রিত বিশ্বাসে
ভোরের আযানের হু হু হু করা বাতাসে
ঘুম যাই।
হয়ত নগর জুড়ে মৃত্যুর গন্ধ
হয়ত আততায়ীর ছুরি ঠিক বুকের উপরে
হয়ত বন্যার সাপ তোমার এক পা জড়িয়ে
হয়ত বালুয়ারিতে ডুবে যাচ্ছ তুমি
আর অমোঘ নিয়তির মত ঘুম,
তোমাকে জীবন সঙ্গ দিচ্ছে।
যেন জেগে উঠলেই নতুন সূর্য্য
এক দারুন বিশ্বাসের পায়ে হাঁটা পথ ধরে
জানান দিচ্ছে কেউ
সে আসছে।
মৃত্যু হোক, শ্রান্তি হোক, দুঃস্বপ্ন হোক
কখনো অকস্মাৎ, কখনো লাস্যময়ী
সে আসে তোমার বারান্দায়
এরপর ঘরে
এরপর শিয়রে
আর জানান দেয়, সে এসেছে।
ঘুম কিংবা ঘুম-সঙ্গ
বিনিদ্র কিংবা বেঘোর
সর্বব্যাপী এবং অমোঘ।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
শরৎ চৌধুরী বলেছেন: আররে লোকজন তখনো ঘুমায় নায় দেখি। শুভেচ্ছা অনেক আরমান।
২| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: ঘুম সংক্রান্ত জ্বালা যন্ত্রণা চমৎকার কবিতার জন্ম দিয়েছে ! একজন আরমানের নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছি মাননীয় স্পিকার ! সে আমার মুখের কথা কেড়ে নিয়েছে !
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩
শরৎ চৌধুরী বলেছেন: অভি, সহব্লগারের প্রতি এমন পদক্ষেপ নেবেন না দয়া করে। শুভেচ্ছা অনেক।
৩| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
খুব চমৎকার! মুগ্ধপাঠ!!!! দিন দিন আপনি হয়ে যাচ্ছেন অপ্রতিরোধ্য। ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে
পুরোটা ঘর, পুরো আসবাব, পুরো শহর
পুরো আকাশ তোমার দিকে তাকিয়ে রয়।
তুমি ঘুমাচ্ছো যেভাবেই
একটা শিশুর মতোন,
একটা নারীর মতোন,
একদলা ঘাসের মতোন
কিংবা আমাজানের নদীর মতোন।
ঘুম-সঙ্গ; জেগে আছে যে
তাকে নিয়ে জানাচ্ছে নিরন্তর
কেউ আছে।
দারুন লেগেছে কথাগুলো!!! প্রিয়তে নিলাম।
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪
শরৎ চৌধুরী বলেছেন: কাল্পনিক, অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। এমন মনোযোগী পাঠের জন্য। কবিতার ভেতরে যাবার, উপলব্ধি করার এমন পাঠকত্ব বিরল এ সময়ে।
৪| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪০
কালোপরী বলেছেন:
৫| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৭
শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর।
৬| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:১৩
বোকামন বলেছেন:
মই বেয়ে ঘুমের আকাশে উঠার চেষ্টা !
কিন্তু ঘুম চাইছে না বুকে টেনে নিতে
তবুও ঘুমের মুখোশ পড়ে ঘুমের সাথেই লড়াই চলছে ......
৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৩২
মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর
৮| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৫
বটের ফল বলেছেন: ++++++++++++
আর কিছু বলার নেই।
৯| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ডাবল প্লাস +++
১০| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুমাতে ঘুমাতেই একদিন আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমরা তখনও ঘুমাব। আমাদের জেগে উঠার আশায় হয়ত অনেকেই জেগে আছে তবু আমাদের অলস ক্লান্তি নিয়ে আমরা কেবলই ঘুমাই।
ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো
খাট নেই পালং নেই পিড়ি পেতে বসো
কিংবা কখনও কবিতায় লেখা হয়েছে
সাত চোরেরা বসে আছে ঘুমের ছালা নিয়ে
এত এত ঘুমের মাঝেও আমাদের তৃপ্তি মেটে না।
১১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর।
১২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনিন্দ সুন্দর,,,,,,,,,,,,
''যে অন্ধ হতে পারে, তবু দেখছে
দেখতে দেখতে জানান দিচ্ছে
সে আছে''।
১৩| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম........ ভালো লাগলো।
২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা বর্ষণ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩
একজন আরমান বলেছেন:
আমি জানতাম আজ এরকম কিছু একটা হবে !