নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন ধরে সবার মুখে মুখে সুপার মুনের কথা শুধু। ব্লগ আর স্ট্যাটাসে বিশাল বিশাল চাঁদ এবং নানান শহরে তাদের আবির্ভাবের গল্প। অনেকেই তাড়া দিচ্ছিল ফেইসবুকে। ছাদে বসে থাকলাম অনেকক্ষণ। কিন্তু মেঘের সাথে বিশেষ চূক্তির কারণে চেহারাই দেখান না চাঁদ। অনেক কষ্টে পাওয়া গেল তাঁকে। বহুল আলোচিত সুপার মুন।
৩০০মি.মি. টেলি দিয়ে, স্ট্যান্ডের উপর বসিয়ে তোলা, আইএসও ১০০, এফ স্টপ ৮, শাটার স্পিড ১/৪ এবং .৫। লাউটরুমে শার্পনেস আর কন্ট্রাস্ট এডিট।
২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
আরজু পনি বলেছেন:
চাঁদটারে দেখার লোভ সামলাইতে পারলাম না। তাই এই পোস্টে ঢুকছি।
-----
আপাতত মডুদের উপর বেজার হইয়া, প্রতিবাদস্বরূপ নির্বাচিত পাতার পোস্টগুলাতে কমেন্ট করা থেইক্কা বিরত আছি
৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩
আরমিন বলেছেন: সুন্দর!
৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২০
একাকী বাংলাদেশি বলেছেন: হুমম নির্বাচিত পাতায়................ আমাদের তো নির্বাচিত পাতায় যাওয়ার যোগ্যতা নাই। তাই মাইনষের টা দেইখাই পরাণ জুরাই। বস্তির মানুষ যেমনে গুলশানের বড়লোকের বাড়ির দিকে তাকায় থাকে।
৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০
সায়েম মুন বলেছেন:
চাঁদ বলে আমিও লোভ সম্বরণ করতে পারলাম না। এক নজর দেখার জন্য মডুদের পোস্টেও ডু মারলাম।
৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++ দিয়ে গেলাম
৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০০
ইলেভেন্থ আওয়ার বলেছেন: সুন্দর।
পাঁচ নম্বর প্লাস দিয়ে গেলাম।
৮| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০৮
এন ইউ এমিল বলেছেন: বালা অইছে
৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++
১০| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০২
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!! ছবিটা খুব সুন্দর। কাল মেঘের জন্য চাঁদ দেখতে পারি নি, এই ছবি দুটো দেখে কিছুটা হলেও চাঁদ দেখার সাধ পূর্ণ হল।
১১| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১
রাতুল_শাহ বলেছেন: +++
১২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: রাইতে দেখি নাই। দুধের স্বাদ ঘোলে মিটাইলাম। ঘোলের টেস্ট ভালো।
১৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৪
হেডস্যার বলেছেন:
কালকে ইন্ডিপেন্ডেন্ট টিভি'র রিপোর্টে কইলোঃ চাঁদ নাকি ১৬ গুন বড় দেখাইছে....
আমি তো জানতাম ১৬% বড় দেখাইছে....
১৬% আর ১৬ গুন কি এক জিনিস?
এরা কি খাইয়া যে রিপোর্ট বানাইছে আল্লাহ মালুম
১৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: আরজুপনি বলেছেন:
চাঁদটারে দেখার লোভ সামলাইতে পারলাম না। তাই এই পোস্টে ঢুকছি।
১৫| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মুদ্দাকির বলেছেন: কই দেখলেন আপনি?? অনেক ক্ষন অপেক্ষা করেছি ছাদে দেখতেই পাড়লাম না!!!!!!!
১৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩
মাক্স বলেছেন: কালকে অল্প সময়ের জন্য দেখা যাচ্ছিল অবশ্য।
১৭| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনার উছিলায় সুপারমুন দেখা সম্ভব হলো।
১৮| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
আখাউরা পূলা বলেছেন: অস্থির লাগতেসে!
১৯| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪
সায়েম মুন বলেছেন: আমি একটা ছবি তুলছিলাম। এরপর আর এমনভাবে চাঁদ খুঁজে পাইনি। রাতভর মেঘের ঘনঘটায় চাঁদ লজ্জায় মরে যাচ্ছিল বোধয়। গরীবের ক্যামরা। তাই ছবিও গরিবী আসে।
২০| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:০৫
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: +++++++
২১| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৪:৪২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: রাইতে দেখি নাই। দুধের স্বাদ ঘোলে মিটাইলাম। ঘোলের টেস্ট ভালো।
২২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমেরিকায় চাঁদটা দেখতে পারলাম না, মেঘ ছিল। অনেক সুন্দর ছবি।
২৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: সুন্দর তো! এত্ত বড় আর ক্লিয়ার আসছে যে ভয়ই পাইছি। আগের দিনের ভূতের মুভিগুলাতে দেখাতো না যে পূর্ণিমার রাতে ভূত বের হইতো, অনেকটা ওমন দেখতে। পোস্টে প্লাস ভাইয়া, সুন্দর তুলছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪
~মাইনাচ~ বলেছেন: মাইনাচ