নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্রা সিং এর গানগুলো আমাকে পেছনের এক সময়ের কথা মনে করিয়ে দেয়। সেটা শৈশবের এক স্মৃতি, এক উপজেলা হাসপাতালের ক্যাম্পাসে ছোট ছোট পায়ে বিশাল এক মাঠে একা দাঁড়িয়ে আছি। ঘনঘন বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি ভয়েভয়ে কেঁপে উঠছি। কিন্তু কোনভাবেই মাঠ ছেড়ে যেতে চাইছি না। গানগুলো শুনেছি ন্যাশনাল স্টেরিওতে, মা ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছিলেন। ক্যাসেট এর ছবিতে চিত্রা সিং, ভেতরে লিরিক্স । মজাটা হল; সেই একই সময়ে মাঠে দাঁড়িয়ে আমি কল্পনা করছি এক মন খারাপ করা আন্টির কথা, তার লম্বা চুলের কথা যার কপালে বড় টিপ। কার ওপর তার অভিমান, কি নিয়ে কষ্টে ছিলেন কিছুই জানিনা। নারী-পুরুষের সর্ম্পকের কিছুই বুঝিনা আমি তখন। খুবই ছোট। কিন্তু আন্টির কোন কষ্ট আছে বুঝতাম। একটু গোপন। আশির দশকের গোপনীয়তা যেমন হয়। সেই আন্টির নাম কি, কি করতেন কিছুই মনে নেই। তবে উপলব্ধিটা মনে আছে। এর প্রায় ১৫-১৭ বছর পর, অনার্স ফার্স্ট ইয়ারে চিত্রা সিং এর সিডি উপহার দিয়েছিল মৌরি। সময়ের তুলনায় ননফেশানেবল এক টেস্ট। আবেগের এই ধরণ বেশি গদগদ, ওল্ডি ওল্ডি ছিল। কিছুটা আন ইম্প্রেসডও হয়েছিলাম। কিন্তু ওর মৌলিকত্ব ছিল এটাই। এখন সেটাকে সম্মান করি খুব। আজকে হুট করে চিত্রা সিং এর গান। জগৎ পাল্টেছে অনেক এবং আমিও।
কিন্তু গানটা পাল্টায়নি একটুও এবং ভেবে দেখলাম আমিও পাল্টাইনি একটুও। আমি আমার শৈশবের চোখ নিয়ে নতুন অনেক চশমা পড়েছি ঠিকই; কিন্তু, সুরের সাথে মানুষের সর্ম্পক আর অলিতেগলিতে লুকানো উপন্যাস আমি ঠিকই দেখতে পারি অবলীলায়। আমি ফিরে যাই ২৫ বছর আগে, গুণতে পারি মানুষের ধারাপাত। রং বদলায় মানুষ, রং বদলায় বেদনা কিন্তু সৃষ্টি থাকে অমলিন।
আকাশ মেঘে ঢাকা
আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
সেদিনও এই ক্ষনে
সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো
ছিলো যে আশা যাওয়া
যুঁথির সুরভিতে
আঙ্গিনা ছিলো ভরে
এখনো সেই স্মৃতি
বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি
নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা
সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি
ভুলিনিতো কিছু আমি
এখনো বসে আছি
হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
-------------------------------------- চিত্রা সিং
২| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
শিব্বির আহমেদ বলেছেন: চিত্রা , সন্ধ্যা , মিতালী , প্রতিমা ।
সব গুলাই ভাল্লাগে ।
৩| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
সুন্দর স্মৃতি কথা
অসাধারন গানের কলি
৪| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
ওল্ড ইজ গুল্ড। গুণগুণিয়ে গাওয়া যায়। এখনকার গান গুলো তেমন নয়। এর কোন ব্যাখ্যা আমার জানা নাই।
৫| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++
৬| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার খুব প্রিয় একজন শিল্পীর প্রিয় একটি গান নিয়ে লেখার জন্য ২ নং প্লাস রইল।
৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৫
আরজু পনি বলেছেন:
কিশোর বেলায় পুকুরের ভেলায় কাজিনরা বসে দল বেঁধে গান ধরতাম...যার প্রায় গানগুলোই থাকতো চিত্রা সিঙয়ের বাংলা গান।
কি অসাধারণ দিন গুলি মোর !
৮| ২৫ শে জুন, ২০১৩ রাত ১০:১৩
অরুদ্ধ সকাল বলেছেন:
এখনো শুনি, বয়স শেষ হয়ে আসছে তো?
মৌরিএখন কোথায়?
৯| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩
হাসান মাহবুব বলেছেন: আমার মা খুব শুনতেন এই গান। আমিও শুনতাম। অদ্ভুত সুন্দর।
১০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪
রোমেন রুমি বলেছেন: অনেক ভাল লাগা একটা গান ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:২৭
কালোপরী বলেছেন: