নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তুমি কি শুনছো?

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪১



সময় শুষে নিচ্ছে সব

ওগো, শুনছো

প্রিয় মুখ, প্রিয় নারী

তোমার উজ্জ্বল লালচুল

বাইজেন্টাইন রোদের হাসি

নোনা ভ্রু, ক্রোধী চাউনি

উড়ে যাওয়া পালকের মত ত্বক

শুষে নিচ্ছে সব

ওগো শুনছো, সময়

সময়ইতো।

নিষ্ঠুর জোঁকের মত শুষে নিচ্ছে সব

আর আলঝেইমারের মত আমি হাতড়ে বেড়াচ্ছি

তোমাকে,

তোমার বিন্দু বিন্দু ঘাম ক্রমে বাষ্প হয়ে উড়ে উড়ে যাচ্ছে

ঐ ঘোলাটে মেঘের গায়

ওগো, শুনছো?

আমাদের ক্যাফে, নিমগ্ন ওয়াইন

বাগানের ফুল, একে একে ধুয়েমুছে

শুষে নিচ্ছে সব

সময়।

সময়ইতো।

এমনকি আমাদের বিচ্ছেদের কষ্ট

ফিরতি প্লেন, ইমিগ্রেশনের কাঁচ

সব, সবকিছু

ওগো, শুনছো

তুমি কি শুনছো?

শুষে নিচ্ছে সব

সময়

সময়ইতো।

তোমার দৃষ্টি,

আমার দিকে তাকিয়ে আছে

আর সবকিছু উপড়ে উগড়ে

শুষে নিচ্ছে সব

সময়, সময়ইতো।

ওগো, তুমি কি শুনছো?

আমাদের গরীব ফ্ল্যাট

চিলতে বারান্দা, মাটির গহনা

টুংটাং রিংবেল

ভাঁজেভাঁজে ন্যাপথোলিন।

হিলের ঠকঠক, নীল পানি

আশ্চর্য্য নীল পানি,

ঝুঁকে থাকা পাহাড়

আঙ্গুরের ক্ষেত

র্যা ভলন, তোমার নাইকি

লাল কলম, তোমার খচখচে স্বাক্ষর

ছোট ছোট মোম

কমলা,

শুষে নিচ্ছে সব,

সময়,

সময়ইতো

তুমি কি শুনছো?

সবুজ ধান, বেগুণী পুকুর

সব,সব,সব।

মন্তব্য ২৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ বাহ ! সেহেরী খেয়ে ব্লগে এসেই মুগ্ধপাঠ ! চমৎকার শরৎ ভাই !

২| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০১

সাকিব শাহরিয়ার বলেছেন: ভালো হয়েচে।

৩| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৩

রাইসুল নয়ন বলেছেন:




বেগুনী পুকুর,উড়ে যাওয়া পালকের মত ত্বক!

দারুণ লাগলো।

সময় খুব নিষ্ঠুর।
সময়ের গলা টিপে উল্টো ঘুরে মনে চায় ফিরে যেতে তার দ্বারে!

৪| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভাল হয়েছে। তবে একই কবিতা দুইবার পোস্ট হয়েছে। একটা মুছে ফেলার অনুরোধ করা গেল। কবিতায় +++

৫| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: মুছে দিয়েছি। অনেক ধন্যবাদ সেলিম এবং অভি।

৬| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

মাহবু১৫৪ বলেছেন: চমৎকার !!

ভাল লাগা

+++++

৭| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন +++

৮| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৩

প্রিন্স হেক্টর বলেছেন: ভাল লাগলো শরৎ দা 8-|

৯| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৪

আমি সাজিদ বলেছেন: সুন্দর কবিতা।

১০| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

বোকামন বলেছেন:
বাইজেন্টাইন রোদের হাসি

কবিতার শেব্দ ফ্রেমে কিছুক্ষণ আটকে রইলাম।

বাহ্ কবিতা দারূণ ভালো লাগলো +

ভালো থাকুন আপনি।।

১১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আপনারা এত সুন্দর করে কবিতা লিখেন কি করে, আমি কিছুই পারি না, জীবনে কবিতার ২টা লাইনও লেখতে পারলাম না। :( :(
কবিতায় প্লাস রইলো। :)

১২| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

একজন আরমান বলেছেন:
বাইজেন্টাইন আর আলঝেইমার এর মানে জানতে চাচ্ছিলাম। :|

১৪| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

১৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: আলঝেইমারের মত আমি হাতড়ে বেড়াচ্ছি
তোমাকে,

--- সুন্দর এই লাইনটা !

১৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:




তোমার উজ্জ্বল লালচুল
বাইজেন্টাইন রোদের হাসি
নোনা ভ্রু, ক্রোধী চাউনি
উড়ে যাওয়া পালকের মত ত্বক
শুষে নিচ্ছে সব
ওগো শুনছো, সময়
সময়ইতো।
নিষ্ঠুর জোঁকের মত শুষে নিচ্ছে সব
আর আলঝেইমারের মত আমি হাতড়ে বেড়াচ্ছি
তোমাকে,
তোমার বিন্দু বিন্দু ঘাম ক্রমে বাষ্প হয়ে উড়ে উড়ে যাচ্ছে
ঐ ঘোলাটে মেঘের গায়
ওগো, শুনছো?


দারুণ লাগলো ভ্রাতা।

১৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭

মামুন রশিদ বলেছেন: আমাদের ক্যাফে, নিমগ্ন ওয়াইন
বাগানের ফুল, একে একে ধুয়েমুছে
শুষে নিচ্ছে সব
সময়।


সহজবোধ্য শব্দে গড়া ছোট ছোট দৃশ্যকল্প । মেটাফোরিক বর্ণনায় এক দুর্দান্ত কবিতা ।


মুগ্ধপাঠ! +++

১৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: সুন্দর। :)

১৯| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

সুপান্থ সুরাহী বলেছেন:
হ্যাঁ মহাকাল সব শুষে নেয়।

চমৎকার ফিলোসফি...

ধন্যবাদ...





অ.ট.

দাদা সামুতে একটা টেকনিকেল সমস্যা দেখতাছি...
আমার পোস্টে কমেন্ট দেখায় ২৪টি কিন্তু ওপেন করলে দেখায় ১৮টি। এই যেমন দেখাচ্ছে আপনি কমেন্ট করেছেন। বাট তা শো করছেনা। এটা শুরু হইছে রাত সাড়ে তিনটা থেকে। আপনার কাছে কোন সমাধান আছে?

২০| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬

প্রিন্স হেক্টর বলেছেন: ধুত্তোরি শরৎদা X(( X((

আপনিও নোটিশবোর্ডের মত X((

রিপ্লাই দেন না X( X( X(


/:) /:) :-< |-) :-0 :-0 :-0

২১| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয়তে +++++

২২| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২২

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল।

২৩| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমতকার!!!!!

২৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব সুন্দর একটা কবিতা। কিছু লেখা পড়ে মুগ্ধ ও হিংসিত হতে হয়, এটা তেমনই একটা লেখা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.