নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদ বাজার সতর্কতা: আপনারা প্রস্তুত তো?

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১



মা বোনকে নিয়ে শপিং এ গিয়েছি। একদম ফেরার সময় শেষ দোকানটায় ঢোকা। এমনসময় খেয়াল করলাম সস্তা মেকাপ দিয়ে চারজন নারী মেয়েদের কেনাকাটার অংশে ঢুকেছে। এবং তারা একভাবে আমাকে ঠেলে দিচ্ছেন। আমি স্বভাবতই মা'কে মাঝখানে রেখে সরে আসছি। প্রথমে ভেবেছিলাম গার্মেন্টস কর্মী, ঈদের সাজুগুজু করে শপিং এ এসেছেন এবং মধ্যবিত্ত পরিবেশে অস্বস্তি বোধ করছেন, আর এজন্যই এত কৌমভাব। সবাই তাদের কিভাবে গ্রহণ করছেন (বা নাক সিঁটকাচ্ছেন) সেটা নিয়ে বেশি আত্মসচেতন এবং অস্বস্তিতে আছেন। কিন্তু কিছুক্ষণ পর্যবেক্ষণের সাথে সাথে খেয়াল করলাম যে তাদের মধ্যে একরকমের সিনক্রোনাইজেশন যেন আছে। এবং ক্রমাগতভাবে তারা এগ্রেসীভ আচরণ করছেন। ঠেলছেন, সচেতন আব্রুর রিফ্লেকশনে এক ধরণের ডোমিনেন্ট আবহ তৈরি করছেন ( অর্থাৎ কোন পুরুষের/নারী/অন্য মানুষের গায়ে গা লাগার বিষয়টিতে যেভাবে ভদ্র মানুষ একটু কুঞ্চিত হন সেরকম, নারী/পুরুষ নির্বেশেষে)। একসময় খেয়াল করলাম দরজা দিয়ে বের হবার সময় তারা আমার মা'কে প্রায় কোনঠাসা করে ফেলেছেন। পিছনে তিনজন এবং সামনে একজন। তারা একটা কৃত্রিম দুলুনিও তৈরি করেছেন। যাতে সাধারণভাবে মনে হয় এটা আসলে ভিড়ের ধাক্কা আদতে যা নয়। (যেমন সতর্ক মেয়েরা/ছেলেরা মাত্রই জানতে পারেন কোন স্পর্শটি ইনটেনশনাল আর কোনটি নয়)। মজার বিষয় হল আমার বোনও সেটা খুব ভালোভাবে লক্ষ করেছেন। তিনি আসলে সামনে থেকেই সেটা খেয়াল করছিলেন। দরজা দিয়ে ঠেলে বের হবার সাথে সাথে আমি ঝট করে সামনে যেয়ে মাকে বললাম ব্যাগ চেক করতো। তিনি ততক্ষণে কিছুটা হৃতবিহ্বল এবং দেখা গেল তার হ্যান্ড ব্যাগের ভেতর থেকে লম্বা পার্টসের অর্ধেকটা প্রায় বেরিয়ে এসেছে। আমি বেশ জোর গলায় যখন বললাম, "মা তোমার ব্যাগট্যাগ ঠিকমত দেখোতো" তখনি দেখি চারজন নারীর সেই দলটি আর নেই। আমার বোনকে ঘটনাটা জানাতেই তিনি বললেন, "মোক্ষম মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কিছু করলেই হাতেনাতে ধরতাম।" ইতোমধ্যে তারা বেশ কয়েকটি লিপিষ্টিক ও ছোটখাটো জিনিসও যে দেহের উপরের অংশে লুকিয়ে ফেলেছে, সেটাও জানালেন। ফেরত আসার ঠিক আগ মুহূর্তে দেখলাম দলটি আবার প্রস্তুতি নিচ্ছে এবং সতর্ক হয়ে গেছে আমাদের তৎপরতায়। মেয়েদের কোন দলকে ধরতে হলে ছেলেরা প্রস্তুত থাকুন, সাথের মেয়েদের সাহায্য নিন, সঠিক কৌশল অবলম্বন করুন তা না হলে আপনারা একই সাথে মলাস্টার হবার ট্রাপে পড়তে পারেন। ছেলেদের কোন দল হলে মেয়েরা পরিচিত ছেলেদের জানান, কোন সিন তৈরি হবার আগেই নিজে সিন তৈরি করুন। সঙ্গে সঙ্গে কাউন্টার স্ট্র্যাটেজী নিন, পরিচিতদের ফোন করুন।



অপরাধী গোষ্ঠী লিঙ্গীয়, শক্তিমত্তা, গোষ্ঠীবদ্ধতা, নিষ্ঠুরতার সকল কৌশল নিয়ে ঈদের বাজারে নেমেছেন, আপনারা প্রস্তুত তো?



ব্লগার কাল্পনিক ভালোবাসা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এনেছেন, আমি হুবুহু তুলে দিলাম :



১। আপনার অবর্তমানে কেউই যেন বাসায় না ঢুকতে পারে সেই ব্যাপারে বাসার দারোয়ান এবং এপার্টমেন্টের ইনচার্জকে বলে যাবেন। কারন সম্প্রতি মহানগর পুলিশ এমন বেশ কিছু ডাকাতির অভিযোগ পেয়েছে যেখানে কোন ব্যক্তি বাড়ি চলে যাওয়ার পর, একজন খুব স্মার্ট ব্যাক্তি তার বাসার দারোয়ানকে গিয়ে বলেন, ঐ বাসায় তার আত্মীয় থাকেন। তাঁরা ভূলে কিছু জিনিস ফেলে গিয়েছেন। তাকে চাবি দিয়েছেন, তিনি যেন সেই সব জিনিস নিয়ে চলে যান। এই ক্ষেত্রে ফোনও দেয়া হয়। কিন্তু সেই ফোনের আওয়াজ অনেক কম শুনা যায়। ফলে ভয়েস আইডেন্টিটি ঠিক ভাবে হয় না।



তারপর ঐ ব্যক্তি বাসায় ঢুকে মূল্যবান গহনা ও অন্যন্য জিনিসপত্র নিয়ে যায়।



২। মার্কেটে যখন কোন শপিং ব্যাগ কোন দোকানে গচ্ছিত রাখবেন, তা ফেরত নেয়ার সময় ভালো ভাবে দেখে নিবেন। কারন সেখানে প্রতারনার মাধ্যমে ব্যাগের ভিতরে অন্য জিনিস গছিয়ে দেয়া হয়।



৩। নানাবিধ প্রতারনা আছে, সেই সকল কথা বলতে গেলে মনে হবে আমরা বুঝি জাতি হিসেবে প্রতারনা প্রবন জাতি। তবে নিজে যদি সচেতন না থাকি তাহলে কিছুই হবে না। তাই নিজে সচেতন হন। এটাই পারে আমাদেরকে এই ধরনের অনাকাংখিত ঘটনা থেকে রক্ষা করতে।

মন্তব্য ৯১ টি রেটিং +৩০/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

ঈদের শপিং আগে করে ফেলতে হবে, ভয় লাগে B:-)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: স্বর্ণা এখনো করেন নি?

২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

প্রিন্স হেক্টর বলেছেন: কেনা কাটা আমি করিনা। আম্মু করে দেয়। আমার ভীড়ভাট্টা একেবারেই অপছন্দ

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: হেক্টর আরামে আরামে আছেন অনেক, আন্টির উপর দিয়ে কি যায় বুঝেন এবার। চেষ্টা করেন আন্টিকে সাহায্য করতে।

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

নূর আদনান বলেছেন: B:-) B:-) B:-)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: সতর্কতা আমাদের কাম্য।

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

আরজু পনি বলেছেন:

সতর্কতা আসলেই কাম্য...ভীড়ের মধ্যে এসব কাজ বেশি হয়। সাবধানে আকড়ে রাখা ব্যাগও দেখি কেমন করে যেন কিছুটা খুলে গেছে !

থ্যাংকস শরৎ....ভালো একটা বিষয় জানানোর জন্যে ।।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: পনি অনেক ধন্যবাদ, আপনি নিজে সতর্ক থাকুন, বাকীদেরও জানিয়ে দিন। এভাবেই ডিল করতে হবে কি আর করা।

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ এমন একটি পোস্ট দিয়ে আমাদের সতর্ক করে তোলার জন্য।

+++++++ রইল ভাইয়া।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা কান্ডারী, সবারই মনে হয় একটু সতর্ক হওয়া দরকার।

৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

জাতির শ্বশুর বলেছেন: হুম...শান্তির মা বিদেশ গেছে ......কুন শান্তি নাই /:)

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: দেশ পরিবর্তন করা দীর্ঘমেয়াদী কিন্তু নিজেরা সতর্ক হওয়া সহজতর।

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সবাই চুরি বাটপারি শুরু করল যে!! X( X(

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: সতর্কতাই বাঁচার রাস্তা।

৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

আহলান বলেছেন: প্রতারণা আর ছলনা

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: মন খারাপ করা বাস্তবতা, কিন্তু প্রস্তুতিও দরকার।

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সতর্ক থেকেও এসব থেকে পরিত্রাণ মেলে না সহজে।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: পরিত্রাণ পাওয়া কঠিন কিন্তু বাচ্চাদের, পরিবারের সদস্যদের সতর্ক করা একটা উপায় হতে পারে।

১০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: সতর্ক করে দেয়ার জন্য ধন্যবাদ ভাই । প্রতারক চক্র আজকাল অভিনব পন্থায় তাদের জাল বুনছে । সাবধানতা এবং সতর্কতা জরুরী ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: মামুন অনেক ধন্যবাদ, অনিরাপদ সমাজে সতর্ক হওয়াটাই একটা রাস্তা।

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: যথেষ্ট ক্রিয়েটিভ! ওদের ধরে এনে কোন কাজে লাগিয়ে দেয়া যায় না!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই যায়, এবং একইসাথে আগে নিজে বেঁচে থেকে শক্তিশালী থেকে এটা করা দরকার।

১২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৪

মিজান আব্দুর রশিদ বলেছেন: খোলা দৃষ্টিতে মনে হয়েছে ওরা ৪ জন। আসলে ওদের বিশাল গ্রুপ রয়েছে। কোন রকম ঝামেলায় না গিয়ে ওদের থেকে নিরাপদ দূরত্বে থাকাটায় মনে হয় শ্রেয়।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এটাও এক ধরণের সতর্কতা।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-& :-& :-&

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

শরৎ চৌধুরী বলেছেন: আমিও একটু বিমূঢ় হয়ে গিয়েছিলাম, কিন্তু উপস্থিত বুদ্ধি কাজে এসেছে।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

মেংগো পিপোল বলেছেন: এবারের মতন আমার কেনা কাটা শেষ। অন্যরা সবাউ সতর্ক হোন। ভালো পোষ্ট সচেতনতা মুলক। ভালো থাকবেন। ঈদ মোবারক।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১

শান্তির দেবদূত বলেছেন: কি ভয়ানক ব্যাপার স্যাপার !! অপরাধী চক্রগুলো দিনদিন ক্রিয়েটিভ হচ্ছে আর আমাদের আইনশৃংখলা বাহিনী হচ্ছে অন্ধ ও বধির।

নিজ দায়িত্বে জানমাল বাচিয়ে চলতে হবে।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: অপরাধী চক্রগুলো দিনদিন ক্রিয়েটিভ হচ্ছে আর আমাদের আইনশৃংখলা বাহিনী হচ্ছে অন্ধ ও বধির।.....ভেরী ওয়েল সেইড।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সতর্কতা দরকার !!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

শরৎ চৌধুরী বলেছেন: একদমই তাই

১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১১

স্নিগ্ধ শোভন বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

শরৎ চৌধুরী বলেছেন: কি আর করা..সতর্ক হওয়াটাই ভরসা

১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০০

মুশাসি বলেছেন: ভয়ানক ব্যাপার। ধন্যবাদ সতর্ক করার জন্য

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা....

১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৪

রণতা বলেছেন: এই ধরনের মেয়েরা মাথায় থুথু ফেলে অন্য কৌশল অবলম্বন করে.

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

শরৎ চৌধুরী বলেছেন: এই ধরণের গোষ্ঠীর সবাই তাই করে

২০| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ঝামেলা না পাকিয়ে নিজে সতর্ক থাকাই ভাল। অন্যদেরকেও সতর্ক করতে হবে।

এদেশী মেয়েদের কেন যে পকেট থাকেনা! :P

এখন অবস্য জিন্স প্যান্টে পকেট থাকে!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

শরৎ চৌধুরী বলেছেন: হুমমম

২১| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

ইখতামিন বলেছেন:
অনেক ধন্যবাদ শরৎ ভাই - ভালো একটা পোস্ট - ফেবুতে পড়েছিলাম - অনেক ভালো লাগলো :)

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা ...ইখতামিন

২২| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

টুম্পা মনি বলেছেন: মাঝে মাঝে ভেবে অবাক হই মানুষ নিজেদের এত নিচে নামায় কেন!!! অসৎ উপায়ের রুজি খেয়ে ওরা কতটুকু তৃপ্ত হয়!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই...

২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

ঢাকাবাসী বলেছেন: আরে কয় জায়গাতে সতর্ক হবো? গাড়ীতে, রিক্সায়, ট্রেনে, রাস্তায়, বাসে, দোকানে বাসায়!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: ঢাকাবাসী হবার এই তো যন্ত্রণা...

২৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ, ভালো একটি বিষয় শেয়ার করেছেন। এখন নতুন নতুন স্টাইলে প্রতারনা চলে। সতর্ক করার জন্য আবারও ধন্যবাদ।

তবে আমি সতর্ক অবস্থানে আছি। এই ব্যাপারে একটি খন্ড কালীন ব্যবসার প্রস্তুতিও নিয়ে ফেলেছি। মার্কেটে মার্কেটে আমি আমার ফোন নাম্বার বিলিয়ে এসেছি। যে সকল মেয়েরা একাকী শপিং এ আসবেন, তাদেরকে বাসা থেকে নিয়ে আসা থেকে শুরু করে আবার বাসায় পৌছে দেয়া এবং নিরাপত্তা সংক্রান্ত সকল দায়িত্ব আমি স্বেচ্ছাসেবক হিসেবে নিতে চাই।

আমি মনে করি এই ভাবে আমাদের দায়িত্ব শীলতা বাড়ানো উচিত। তাতে আখেরে না হোক এই কালে লাভ হবে সেটা নিশ্চিত!!!!

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

শরৎ চৌধুরী বলেছেন: ঈদ লুলামীর এই যে মহান আবিষ্কার এই জন্য তোমারে উৎসব লুল উপাধী দেয়া হইল। হাহাহাহাহাহাহাহাহাহাহাহা। তোমার এতগুলো ভাবী?

২৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

জানা বলেছেন:


পোস্টটি কিছুসময়ের জন্যে হলেও সবার নজরে থাকা দরকার। এই ভীড়ে নিজের ব্যাগ, পকেট ইত্যাদি রক্ষা করা ছাড়াও আরও অনেকগুলো কারণ আছে এদের উপর নজর রাখা এবং কৌশলে ধরিয়ে দেয়ার।

ধন্যবাদ শরৎ।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানা।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উপরে তো ফান কমেন্ট করলাম। তবে কিছু ব্যাপারে সবাই অবশ্যই সিরিয়াস ভাবে খেয়াল রাখবেন তা হলো,

১। আপনার অবর্তমানে কেউই যেন বাসায় না ঢুকতে পারে সেই ব্যাপারে বাসার দারোয়ান এবং এপার্টমেন্টের ইনচার্জকে বলে যাবেন। কারন সম্প্রতি মহানগর পুলিশ এমন বেশ কিছু ডাকাতির অভিযোগ পেয়েছে যেখানে কোন ব্যক্তি বাড়ি চলে যাওয়ার পর, একজন খুব স্মার্ট ব্যাক্তি তার বাসার দারোয়ানকে গিয়ে বলেন, ঐ বাসায় তার আত্মীয় থাকেন। তাঁরা ভূলে কিছু জিনিস ফেলে গিয়েছেন। তাকে চাবি দিয়েছেন, তিনি যেন সেই সব জিনিস নিয়ে চলে যান। এই ক্ষেত্রে ফোনও দেয়া হয়। কিন্তু সেই ফোনের আওয়াজ অনেক কম শুনা যায়। ফলে ভয়েস আইডেন্টিটি ঠিক ভাবে হয় না।

তারপর ঐ ব্যক্তি বাসায় ঢুকে মূল্যবান গহনা ও অন্যন্য জিনিসপত্র নিয়ে যায়।

২। মার্কেটে যখন কোন শপিং ব্যাগ কোন দোকানে গচ্ছিত রাখবেন, তা ফেরত নেয়ার সময় ভালো ভাবে দেখে নিবেন। কারন সেখানে প্রতারনার মাধ্যমে ব্যাগের ভিতরে অন্য জিনিস গছিয়ে দেয়া হয়।

৩। নানাবিধ প্রতারনা আছে, সেই সকল কথা বলতে গেলে মনে হবে আমরা বুঝি জাতি হিসেবে প্রতারনা প্রবন জাতি। তবে নিজে যদি সচেতন না থাকি তাহলে কিছুই হবে না। তাই নিজে সচেতন হন। এটাই পারে আমাদেরকে এই ধরনের অনাকাংখিত ঘটনা থেকে রক্ষা করতে।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: মূল পোষ্টে এ্যাড করে দিলাম।

২৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।!!!! আশা করি সবাই আমরা নিরাপদে ঈদ আনন্দ করতে পারব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। :)

২৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

মাহতাব সমুদ্র বলেছেন: খুবই গুরুত্বপুর্ণ পোস্ট। ঈদ পর্যন্ত এটা স্টিকি করা যেতে পারে। এবং দরকারো আছে।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

বটবৃক্ষ~ বলেছেন: কঠিন অবস্থা!! আমাকে বসুন্ধরায় একবার একজন সতর্ক করে দিয়েছিলো! নাহলে মনেহয় নিয়েই যেতো!! :-&

৩১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

সেমিবস বলেছেন: ধন্যবাদ সতর্ক করে দেবার জন্য

৩২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

এ.আর.খুশি বলেছেন: আপনার এ বার্তা পৌছে যাক সবার কাছে। সবাই যেন সর্তক হয় নিজের বোনের, মায়ের প্রতি।

অনেক দিন আগে আমি শাহবাগে এমন একটা দৃশ্য দেখেছিলাম
ঘটনাটা শেয়ার না করলেই না।

একটা মহিলা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় একটি কলেজের শিক্ষিকা। তার ছোট ছোট তিন মেয়েকে নিয়ে ভীরে দাড়িয়ে আছেন বাসে উঠার জন্য। আমিও দাড়িয়ে ছিলাম। বাস তো আর আসে না। ঠিক দূরে বাস স্টপেজের বেঞ্চে বসে ছিলেন এক বোরকা পড়া মাঝবয়সী মহিলা। যখন বাস আসলো উনি সেখান থেকে উঠে শিক্ষিকার পিছু নিলেন যেন তিনিও সেই শিক্ষিকার পরিচিত। এবং এমন ভাবে গা ঘেষে ঘেষে বাসে উঠার মেকি চেষ্টা করতেছিলেন। আমি ঘটনাটি খুব সামনে থেকে দেখতে লাগলাম। দেখি উনি শিক্ষিকার হ্যান্ড ব্যাগটি খুলে টাকার ছোট ব্যাগ ও মোবাইলটি প্রায় উঠিয়ে এনেছেন। ঠিক তখনই আমি ডেকে বললাম কি করছেন এটা আপনি। যান সরেন। তারপর ঐ শিক্ষিকা ও আমি বাসে উঠি। ততক্ষনও শিক্ষিকার কোন কিছু টের না পাওয়ায় আমি জিজ্ঞেসা করি উনার সব কিছু ঠিক আছে কিনা? উনি বিস্ময়ের সাথে দেখতে পান ব্যাগের চেইন খোলা। তারপর আমার কাছে সব কিছু শুনেন ও ধন্যবাদ জানান।

অপরদিকে বাসে উঠার পর পরই শুনতে পাই সেই বোরকা পড়া মহিলা আমাকে অভিশাপ দিচ্ছেন, তার কামাইয়ের পথে বাধা দেবার জন্য। আমি ভুল না করলে নিশ্চিত যে উনি এখনো সেখানে বসে থাকেন এরকম সহজ সরল মানুষদের ঠকানোর জন্য যেমনটা আপনি বললেন।

৩৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য ব্লগ টিমকে ধন্যবাদ।

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

সায়েম মুন বলেছেন: সচেতনতার বিকল্প কিছু নাই।

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫

আমি ইহতিব বলেছেন: সেদিন নিউমার্কেটে গিয়ে এক পকেটমার দেখলাম, কতটা চাতুর্যের সাথে সে কাজটা করে সেটা স্বচক্ষে দেখলাম। রাস্তা পার হবার সময় মেয়েদের সাথে গা ঘেঁসে রাস্তা পার হচ্ছিলো সে আর মেয়েরা যখন উল্টোপাশ থেকে আশা গাড়ীর দিকে খেয়াল দিতে ব্যস্ত ঠিক সেই মূহুর্তে সে তাদের ব্যাগে হাত দিয়ে তার আকাঙ্খিত বস্তু খুঁজতে ব্যস্ত, কয়েক সেকেন্ডের মধ্যে সে তার কাজ সেরে পগার পার।

তাই সাবধানতা অবলম্বন করা উচিত প্রতি মুহুর্তেই। ধন্যবাদ ভাইয়া এই পোস্টের জন্য, তবে পোস্টটা আরো আগে এলে মনে হয় আরো ভালো হতো।

৩৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

আরুশা বলেছেন: ঘটনাটা অনেক ভয়ের । সবাইকে সচেতন করার জন্য ধন্যবাদ।
++++++++

৩৭| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

টেস্টিং সল্ট বলেছেন: ভয়ের ব্যপার। ঈদের শপিং এর সময় জিন্স পড়ে যাই এবং টাকা পয়সা প্যান্টের পকেটে রাখি। আশা করি মেয়েদের পকেটে হাত দেবার মতো চালাক এরা এখনো হয় নি।

৩৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২

গ্রীনলাভার বলেছেন: নানাবিধ প্রতারনা আছে, সেই সকল কথা বলতে গেলে মনে হবে আমরা বুঝি জাতি হিসেবে প্রতারনা প্রবন জাতি। তবে নিজে যদি সচেতন না থাকি তাহলে কিছুই হবে না। তাই নিজে সচেতন হন। এটাই পারে আমাদেরকে এই ধরনের অনাকাংখিত ঘটনা থেকে রক্ষা করতে। - হুম। এক জাতি। অথচ এত হিংসা, অবিশ্বাস, হানাহানি, অস্থিরতা :| :|
সবাই সবাইকে প্রতারক ভাবছি। সাহায্য চাইব কার কাছ থেকে?

৩৯| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই এরা মতলবে ছিল সুযোগ ফেলেই <<<
সুন্দর অনুভুতি
ঈদ শুভেচ্ছা মহতি বন্ধু #:-S :P

৪০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই এরা মতলবে ছিল সুযোগ ফেলেই
ঈদ শুভেচ্ছা

৪১| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আমি বোকা মানুষ বলেছেন: গুড পোষ্ট। সচেতন করার জন্য ধন্যবাদ ।

৪২| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মুনির হাসান বলেছেন: ঈদের শপিং আগে করে ফেলাটা কোন সমাধান নয়। কিন্তু আমাদের কী কিছুই করা নাই?

৪৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বংশী নদীর পাড়ে বলেছেন: নতুন নতুন কৌশল। সবার সতর্ক হওয়া দরকার।

৪৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অবিশ্বাস , প্রতারণা দিন কে দিন বেড়েই চলছে । সচেতনতা প্রয়োজন

৪৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আলম 1 বলেছেন: ধন্যবাদ এমন একটি পোস্ট দিয়ে আমাদের সতর্ক করে তোলার জন্য।

৪৬| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভয়াবহ!

৪৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সাবধানের মাইর নাই....
সবচেয়ে উত্তম হলো বাজারে না যাওয়া :P

৪৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

তন্দ্রা বিলাস বলেছেন: আমাদের রাজশাহীতে কত শান্তিতে বাজার করি :)
সতর্ক করার জন্য ধন্যবাদ।

৪৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

শীলা শিপা বলেছেন: আর কত নতুন উপার যে বের হবে কে জানে? বিষয়টা নতুন।

৫০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

এ্যাপোলো৯০ বলেছেন: শপিং শেষ :) চিন্তা নেই

৫১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

অর্থনীতিবিদ বলেছেন: জন সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে এটি একটি সহায়ক পোস্ট। যারা বর্তমানে এবং ভবিষ্যতে পণ্য দ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বিপণী বিতানে গমন করবেন তাদের জন্য অবশ্য পাঠ্য এবং পরামর্শগুলো অবশ্য পালনীয়। লেখককে ধন্যবাদ।

৫২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০

সপ্নাতুর আহসান বলেছেন: জন সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে এটি একটি সহায়ক পোস্ট।

সতর্ক করে দেবার জন্য ধন্যবাদ।।

৫৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫

মিসকল মফিজ বলেছেন: সতর্ক করে দেবার জন্য ধন্যবাদ।

৫৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

তারেক বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাইনা । খুবই গুরুত্বপূর্ণ,সময়উপযোগী, জনগুরুত্ব পূর্ণ পোষ্ট। তবে আমার মনে হয় এটি কমপক্ষে ৫ আগষ্ট থেকে দিলে ভাল হতো। ঐদিন থেকে অফিসগুলো ছুটি শুরু হয়েছে এবং মোটামুটি সবাই র্মাকেটিং শুরু করেদিয়েছে।

৫৫| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

সাদা মনের মানুষ বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সাবধানের মাইর নাই....
সবচেয়ে উত্তম হলো বাজারে না যাওয়া :P

৫৬| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: জাতি হিসাবে প্রতারনায় একদিন সবাই সিদ্ব হয়ে উঠবে বলে মনে হচ্ছে।

৫৭| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

মুদ্‌দাকির বলেছেন: আমরা কি ইনোভেটিভ জাতি? নাকি প্রতারক জাতি? নাকি ইনোভেটিভ প্রতারক জাতি? নাকি আমরা ইনোভেসন জানি না বলেই প্রতারক ?

ভয় লাগে, যদিয় অনেক শতর্ক, তবুয় ভয় লাগে..................

৫৮| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাসায় কাজের ছেলে বা বুয়ার ব্যাপারেও সচেতন থাকতে হবে। এই ঈদের মরশুমে এদের কোনো আত্মীয়স্বজনকে বাসায় না থাকতে দেয়াই নিরাপদ, বিশেষ করে পরিবারের সদস্য সংখ্যা যদি খুব কম হয়।

ঘটনা ঘটেছে এরকম। বাসায় কাজের ছেলের বাবা বা চাচা পরিচয়ে কেউ বেড়াতে এসেছে। চা বা কফিতে ঘুমের ওষুধ বা ক্লোরিন জাতীয় পদার্থ মিশিয়ে দেয়া হয়েছে। পরিবারের মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকে, এই ফাঁকে বাসার টাকাকড়ি সোনাগয়না সমেত কাজের ছেলে বানোয়াট বাবার সাথে চিরতরে উধাও।

সচেতনতা সৃষ্টিমূলক পোস্ট ভালো লাগলো।

৫৯| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বাবুই পািখ বলেছেন: " নানাবিধ প্রতারনা আছে, সেই সকল কথা বলতে গেলে মনে হবে আমরা বুঝি জাতি হিসেবে প্রতারনা প্রবন জাতি।"...........

স্বপ্ন দেখি একটি নতুন ভবিষ্যতের .."বিশ্বের শ্রেষ্ঠ জাতি- আমরা বাংলাদেশী"

৬০| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

আমারও বলার ছিল বলেছেন: দেইখা নেন
Click This Link

৬১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

এ্যরন বলেছেন: ঈদ মুবারাক।

৬২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

বাঁশ বৃক্ষ বলেছেন: জামে বাস দাড়িয়ে আছে। আমার বিপরীত পাশে একটা মেয়ে বসে আছে। হঠাত ছিনতাইকারী পাশের জানালা দিয়া টান দিয়ে মেয়েটার কানের দুল টি নিয়ে গেল।মেয়েটি চিতকার দিয়ে কান চেপে ধরলা, রক্ত ঝরে পরছে। দেখলাম ছিনতাইকারী আইলেনার টপকে রাস্তা পাড় হয়ে চলে যাচ্ছে।

৬৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

মো: আতিকুর রহমান বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সাবধানের মাইর নাই....
সবচেয়ে উত্তম হলো বাজারে না যাওয়া :P
:D :D :D :D

ঈদ মোবারক...

৬৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

আশা করি বাইকের তেল ফুরালেও

আবার আবার তেল ভরতে ঈদের আনন্দ মাটি হয় নি মোটেও :D

♥ ঈদ মোবারক ♥

৬৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক।

৬৬| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

এম ই জাভেদ বলেছেন: পকেট মারের হাত থেকে বাঁচতে হলে টাইট জিন্স প্যান্টের পকেটে মানিব্যাগ রেখে নিশ্চিন্ত থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.