নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দাম্পত্য দশক কিংবা অনন্ত আয়নায়

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১



জানিনা কিভাবে, কোলবালিশে মাথা গুঁজলেই

মনে হয় একটা সরীসৃপ, পিঠের পেছন থেকে

উঁকি দিয়ে দেখছে,

ভীষণ বে-আব্রু লাগে নিজেকে।

চাদর টেনে আলো জ্বালাতেই

ঘোলাঘোলা চোখে অস্বচ্ছ দৃষ্টি

একটা ঝাঁকুনির পর যেন জেগে উঠছে।

রড লাইটের আলোর পেছনে সরীসৃপ দেখিনি কোনদিনও

এমনকি ত্রস্ত টিকিটিকিও নয়, কিংবা তার ফেলে যাওয়া লেজ;

বিগত বাইশ বছর ধরে।

যদিও ঠিক এক দশক ধরে

আমি নিয়মিত দেখছি তোমার জেগে ওঠা

নানান কাপড়ে।

ম্যাক্সী, শাড়ি, সালোয়ার কামিজ, টপস, স্কার্ট, কিমানো, কুর্তা কতনা কিছু।

তুমি এযাবৎ কালের তাবৎ ভঙ্গিতে ক্রমান্বয়ে জেগে উঠছো

ভীষণ সুন্দর, ভীষণ অনবদ্য, সম্পূর্ণ অনন্য।

প্রতিদিনের খবরের কাগজে ছোট্ট করে লুকানো বিস্ময় সংবাদ,

শিরোনামে পৃথিবী ধংস হবার খবরেও যার চমক এতটুকু ম্লান হয় না।



জানিনা কেন, তোমরা একে রোমান্টিক ভাবালুতা বল

আলাদা আলাদা ঘুম নিয়ে জড়িয়ে থাকো পরস্পর

ঘুমিয়ে আছি তো আমরা অধিকাংশই

পিছন থেকে উঁকি দেয়া সরীসৃপের হাসির তোয়াক্কা করিনা

শিরশিরে বে-আব্রু থাকি

প্রতিফলিত হতে থাকি অনন্ত আয়নায়

অথচ দাম্পত্য দশকেও

সরীসৃপকে তাড়িয়ে দেবার অনুরোধ করি না।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফেসবুকে পড়ে ধারনা করলাম ব্লগেও দিয়েছেন। ;) তাই এখানেই কমেন্ট করলাম। খুব সুন্দর ও সাবলীল কথামালায় সাজানো কবিতা অনেক ভালো লেগেছে ভাইয়া।

মুগ্ধতার প্লাসটি রেখে গেলাম।

নিরন্তর শুভকামনা জানবেন। :)

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা পথিক। শুভেচ্ছা অনেক।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩

কয়েস সামী বলেছেন: খুব একটা ভাল লাগেনি, ভাইয়া।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

শরৎ চৌধুরী বলেছেন: নিশ্চয়ই সামী এমনটা হতেই পারে। শুভেচ্ছা অনেক।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ঘুমিয়ে আছি তো আমরা অধিকাংশই। খাঁটি কথা।

বিগত বাইশ বছর ধরে। এই কথাটায় থেমে গেলাম। হিসাব করে দেখি ৯১ থেকে ২০১৩ বাইশ বছরই হয়, যা গণতন্ত্রের পুনর্জন্মের বয়স।

কবিতার ভাবার্থ ধরতে পেরেছি ব্যাপারটা তা নয়, কিন্তু এটিকে পড়তে খুব ভালো লেগেছে এবং খুব সাবলীল মনে হয়েছে আমার কাছে।

শুভ কামনা।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

শরৎ চৌধুরী বলেছেন: ওররেএএএএএ্ পাঠক.....আপনার পাঠ মুগ্ধতার চূড়ান্ততায় নিয়ে গেল। অশেষ আন্তরিক কৃতজ্ঞতা।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

টুম্পা মনি বলেছেন: রড লাইটের আলোর পেছনে সরীসৃপ দেখিনি কোনদিনও
এমনকি ত্রস্ত টিকিটিকিও নয়, কিংবা তার ফেলে যাওয়া লেজ;
বিগত বাইশ বছর ধরে।
যদিও ঠিক এক দশক ধরে
আমি নিয়মিত দেখছি তোমার জেগে ওঠা
নানান কাপড়ে।
ম্যাক্সী, শাড়ি, সালোয়ার কামিজ, টপস, স্কার্ট, কিমানো, কুর্তা কতনা কিছু।

B:-) B:-) বাহ ভালো হইছে তো।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ টুম্পা।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

সুপান্থ সুরাহী বলেছেন:

কবিতাটি দুইবার এসেছে...

পাঠে ভাল লাগে...
তবে কেমন যেন আপনি যা বলতে চেয়েছেন তা বলতে আড়ষ্টতায় ভুগছেন মনে হয়...

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং পর্যবেক্ষণ সুপান্থ। দুইবারের ঝামেলা ঠিক করে দিলাম। আমি সংযত থেকেছি, কিন্তু আড়ষ্ট? উমমম সম্ভবত নয়।

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনের পোস্টে কমেন্ট করমু না। আপ্নে আনসার দেন না। :((

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: নাজিম, সরি ম্যান। আপনার অভিমান আর ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

বটবৃক্ষ~ বলেছেন: অনেক সুন্দর ! ছবিটও +++++
৩য় ভালোলাগা :)

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো কবিতা। ছবিটা তার চেয়েও বেশি ভালো লেগেছে।

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো গেছে কবিতা এব ছবি দুটোই!

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন শরৎ।

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন :)

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০০

সানড্যান্স বলেছেন: সুন্দর, আর তবে কিনা সেই গাছপাথর!!!

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: ঘুমিয়ে আছি তো আমরা অধিকাংশই। খাঁটি কথা।

বিগত বাইশ বছর ধরে। এই কথাটায় থেমে গেলাম। হিসাব করে দেখি ৯১ থেকে ২০১৩ বাইশ বছরই হয়, যা গণতন্ত্রের পুনর্জন্মের বয়স।

আপনার কবিতার এই গভীর মর্মার্থ আমি নিজে আবিষ্কার করতে পারিনি, মন্তব্যের মাঝে বুঝে মুগ্ধতা জাগলো।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

এম ই জাভেদ বলেছেন: বেশ লাগল কবিতা। আমি কবিতার ভাবার্থ না খুঁজে এর সাবলীলতা , শ্রুতি মধুরতা বেশি উপভোগ করি। কারন ভাবার্থ নিয়ে মাথা ঘামাতে গেলে কবিতার রস আস্বাদন সঠিক ভাবে হয়ে উঠেনা।

১৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: চমৎকার !

১৬| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশ লাগলো

১৭| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ ছবি, সুন্দর কবিতা :)

১৮| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

এরিস বলেছেন: ঘুমিয়ে আছি তো আমরা অধিকাংশই
পিছন থেকে উঁকি দেয়া সরীসৃপের হাসির তোয়াক্কা করিনা
শিরশিরে বে-আব্রু থাকি
প্রতিফলিত হতে থাকি অনন্ত আয়নায়।


এম ই জাভেদ বলেছেন: বেশ লাগল কবিতা। আমি কবিতার ভাবার্থ না খুঁজে এর সাবলীলতা , শ্রুতি মধুরতা বেশি উপভোগ করি। কারন ভাবার্থ নিয়ে মাথা ঘামাতে গেলে কবিতার রস আস্বাদন সঠিক ভাবে হয়ে উঠেনা।

সহমত।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।

২০| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ম্যাক্সী, শাড়ি, সালোয়ার কামিজ, টপস, স্কার্ট, কিমানো, কুর্তা কতনা কিছু।
তুমি এযাবৎ কালের তাবৎ ভঙ্গিতে ক্রমান্বয়ে জেগে উঠছো
ভীষণ সুন্দর, ভীষণ অনবদ্য, সম্পূর্ণ অনন্য।


পিছন থেকে উঁকি দেয়া সরীসৃপের হাসির তোয়াক্কা করিনা
শিরশিরে বে-আব্রু থাকি
প্রতিফলিত হতে থাকি অনন্ত আয়নায়
অথচ দাম্পত্য দশকেও
সরীসৃপকে তাড়িয়ে দেবার অনুরোধ করি না।

কঠিন কবিতা +++++++

২১| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: শিরশিরে বে-আব্রু থাকি
প্রতিফলিত হতে থাকি অনন্ত আয়নায়

সুন্দর কবিতা
ভাললাগা +

২২| ০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেশ, বেশ ভালো লাগলো
আপনার দাম্পত্য রসায়ন..।

ভালো থাকুন.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.