নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কিছু জিনিস ফিরে পেতে হয় না

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০





মানুষ, আশ্চর্য্য স্মৃতিবাজ মানুষ,

ন্যাপথোলিনের গন্ধেও,

ভুলে যাওয়া এপিটাফের ভেতর থেকে তুলে নিয়ে আসে

আস্ত কফিন।

ভেতরে শোয়ানো থাকে সুগন্ধিবোতল,

নিঃশেষিত, সম্পূর্ণ। কঙ্কালসার।

কখনো ব্যবহারও হয়নি খুব, তবুও নিঃশব্দ চুপ।

উবে গেছে পুরোপুরি, যা ছিল নির্যাস।

আরডেন বিউটি।

একটা গন্ধের স্মৃতি, কিংবা ইতিহাস।

মাটি কামড়ে এগিয়ে আসে অকস্মাৎ

একটা ভাঁজ-পড়া দোকানী প্যাকেটের ভেতর থেকে

ঝাঁপিয়ে পড়ে।

কোল বরাবর।

আমি তাকে ফেলতে পারি না,

আমি একে রাখতে পারি না,

একটা অবুঝ শিশুর মত, সে

কেবলি এগিয়ে আসে।

আমি তাকে প্যাকেটশুদ্ধো ভাঁজ করে

চালান করি ওয়ার্ডরোবে।

আর তার গোপন ভাঁজ থেকে উড়ে আসে,

গন্ধহীন স্মৃতি।

পুরো ঘর ছেয়ে ফেলে।

আমি আতংকে ঘর ছাড়া হই,

হিম হয়ে চিৎকার করি।

কেউ বিশ্বাস করে না,

ঐ ভাঁজ করা দোকানী প্যাকেটে

একটা নিরিহ পাঞ্জাবী ছাড়া আর কিছু পাওয়া যায় না।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মানুষ স্মৃতির ডানায় আটকে থাকা সময়ের বাহক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

শরৎ চৌধুরী বলেছেন: দুর্দান্ত বলেছেন নাজমুল।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ১ম প্লাস।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!

:) :) :)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

মামুন রশিদ বলেছেন: মুগ্ধপাঠ!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

অনির্বাণ প্রহর বলেছেন: অনেক অনেক ভাল লাগল কবি!!

মানুষ, আশ্চর্য্য স্মৃতিবাজ মানুষ,
ন্যাপথোলিনের গন্ধেও,
ভুলে যাওয়া এপিটাফের ভেতর থেকে তুলে নিয়ে আসে
আস্ত কফিন।


আর তার গোপন ভাঁজ থেকে উড়ে আসে,
গন্ধহীন স্মৃতি।


আরো আরো লেখার অপেক্ষায় থাকলাম।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগা জানিয়ে গেলাম...


ভুলে যাওয়া এপিটাফের ভেতর থেকে তুলে নিয়ে আসে
আস্ত কফিন।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

মাহবু১৫৪ বলেছেন: ++++++

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভালো লাগা রেখে গেলাম কফিনের ডানায় !

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা কবিতা শরৎ দা!!!

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

একজন আরমান বলেছেন:
উপরেই সবাই বলে দিয়েছে। নতুন করে কিছু বলার সাহসে কুলাচ্ছে না।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গন্ধহীন স্মৃতি!

স্মৃতির ভার মানুষকে স্মৃতিবাজ করে তোলে।


কবিতায় মুগ্ধতা এবং ৪নম্বর প্লাস!

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

ডি মুন বলেছেন: বাহ

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

মাক্স বলেছেন: ভালো লাগলো!

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

অদৃশ্য বলেছেন:





দাদা

লিখাটি পাঠের পর মুগ্ধ না হয়ে কোন উপাই ছিলোনা!

... অনন্য সুন্দর ...


শুধুমাত্র শুরুতে পাঠে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিলাম.... '' মানুষ, আশ্চর্য্য স্মৃতিবাজ মানুষ '' এই অংটুকুতে... আমার কাছে মানুষ শব্দটা এখানে একবার আসলেই বোধহয় ভালো লাগতো ( আমার )... যদিও মানুষ শব্দ দুইবার এলেও লিখাটি তার সঠিক জায়গাতেই থাকছে... তারপরেও বললাম এই জন্য যে লিখাটিতে আমার ভালোলাগার মাত্রাটা বেশি ছিলো বলে... এটা স্রেফ একজন নগন্য পাঠকের পাঠপর একান্ত নিজস্ব কথা, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হবো...

শুভকামনা...

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভুলে যাওয়া এপিটাফের ভেতর থেকে তুলে নিয়ে আসে
আস্ত কফিন।


দারুণ!!!

ভাললাগা রেখে গেলাম।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনন্য +++ ভাই।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: দাদাভাই শুভ জন্মদিন :#)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হেক্টর।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১

মাহমুদা সোনিয়া বলেছেন: কিছু জিনিস ফিরে পেতে হয় না ---- ভয়ানক সুন্দর!!

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২

কুহক' বলেছেন: মুগ্ধপাঠ...

তাইতো গার্হস্থ্য আলনার হ্যাঙ্গারে থাকতেই চাই না। :)

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

বিশ্বাস করি 1971-এ বলেছেন: দু:খগুলোকে আমার চাই হারিয়ে ফেলতে
চাইনা আর ফেরত পেতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.