নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনন্য সততায় উজ্জ্বল ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫



আমি ঠিক ১ঘন্টা ৩০ মিনিট আগে ফেইসবুকে যখন এই স্ট্যাটাসটা লিখছি তখন ভাবতেই পারিনি সামনে কি ঘটতে যাচ্ছে। আমি লিখছিলাম, " Good Morning, Just lost my mobile on my way back from Indoor Stadium. So I am out of reach on my old number. শুভ সকাল, আজ সকালে ইনডোর স্টেডিয়াম থেকে ফেরার পথে আমার মোবাইলখানা ট্র্যাকিং স্যুটের পকেট থেকে পিছলে পড়ে গেছে, তাই পুরাতন নাম্বারে আমাকে পাওয়া আর সম্ভব নয়।"





মোবাইল হারিয়ে আমার তো মাথাখারাপ অবস্থা; শুধু মোবাইল নয়, মোবাইলের ডাটাগুলো আরো জরুরী। কি করি, কি করি ভাবতে ভাবতে ফোন দিলাম নিজের নাম্বারে...প্রথম কয়েকবার বন্ধ পেলেও, পরে দেখলাম খোলা। হালিম নামে একজন আমাকে জানালেন রিও গার্মেন্টস এর সামনে আসতে। আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না। অবশেষে যখন জানলাম মোবাইলটা সত্যি আছে, তখন অবাক হলাম ভীষণ। বাইকে করে ফেরার পথে আমার মোবাইলটা পিছলে পড়ে যায়। আর সেটা পেয়ে যান "ইউনুস আলী", যিনি রিও গার্মেন্টস এ কর্মরত (ছবির ঠিক মাঝখানে নীল ড্রেস পড়া ব্যক্তিরা ডানে)। কিন্তু মোবাইল পেয়ে সেটাকে রক্ষা করা সহজ হয়নি। এলাকার বখাটে কিছু ছেলে তার কাছ থেকে সেটটা কেড়ে নিতে চায়। কিন্তু ইউনুস আশংকা করে যে এই সেট ওদের কাছে গেলে আর ফেরত আসবে না। সে এই সেট নিয়ে চলে যায় ফ্লোর ম্যানেজারের কাছে এবং তার জিম্মায় রেখে দেয়। আমি ফ্লোর ম্যানেজারের কাছে সেটের মালিকানার প্রমাণ দিয়ে সেটটা নেই। এবং উপরুন্তু চায়ের দাওয়াত পাই। যে দিনটা শুরু হয়েছিল একটা বিষণ্ন বিরক্তি নিয়ে সেটা বদলে গেলে কিছু মানুষের অনন্য সততায়। তাই ৩০ মিনিট পরে আমার স্ট্যাটাসে লিখছি, " শুভ সকাল. অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ, তোমার সততায় আর মমত্বে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে। বাংলাদেশ একদিন সমস্ত দূর্নীতি আর অন্যায় দূরে সরিয়ে বিশ্বের সবচেয়ে সৎ দেশে পরিণত হবে।" স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

বিলাল বলেছেন: স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

উনারাই আসল বাংলাদেশ।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

হাসিব০৭ বলেছেন: ভাইরে কয়েকজন দূরনীতিবাজদের জন্য দেশের আজ এই অবস্থা নইলে আমাদের দেশও সিঙ্গাপুর হতে বেশী সময় লাগত না। বলা চলে বাংলাদেশের মত ছোট একটি দেশকে সাজাতে নাকি ৪০ বছরেরও বেশী সময় লাগে। দূর্নীতিবাজদের কি একেবারে শেষ করে দেয়া যায় না। দালালদের থেকে কি আমরা মুক্তি পাব না??

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

দারুণ !
গায়ে কাঁটা দিচ্ছে !
সত্যিই , এখনও অনেক ভালো মানুষ আছে এই দেশে ।
স্যালুট জানাই ইউনুস আলীকে ।।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ, তোমার সততায় আর মমত্বে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে। বাংলাদেশ একদিন সমস্ত দূর্নীতি আর অন্যায় দূরে সরিয়ে বিশ্বের সবচেয়ে সৎ দেশে পরিণত হবে।" স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।


++

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২

তোমোদাচি বলেছেন: স্যালুট জানাই ইউনুস আলীকে ।।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

শ।মসীর বলেছেন: ইউনুস আলীরা কখনো দেশের অমঙ্গল করেনা, দরকার পড়লে তারা জীবনটুকুও দিয়ে দেয়।
দেশের সর্বনাশ করি আমরা শিক্ষিতরা.....।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

ঢাকাবাসী বলেছেন: ইউনুস আলীকে আমার সালাম। দেশের ক্ষতি দশের ক্ষতি যা করার ঐ শিক্ষিত আমলা আর পলিটিসিয়ানরাই করে।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: দাড়ুন ঘটনা !
ভাই উনি কি পুলিশের লোক ? নীল ড্রেস কেন ?

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আশাজাগানিয়া মানুষগুলো আছে বলেই দেশটা এখনো টিকে আছে।
ইউনুস আলীর এই কাজের প্রতি শ্রদ্ধা রইল।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইউনুস ভাইরে স্যালুট

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

বিলাল বলেছেন: আপনাদের সমস্যা কি। মন্তব্যের জবাব দিলে কি জাতের হানি হয় নাকি?
পোস্ট দিয়া হা কইরা চাইয়া থাকেন শুধু।

কমেন্টের যে জবাব দেন না। মডারেটর না হলেতো পোস্টে কাক পক্ষীও আসতো না। হাচা কথা কইলাম। আবার মাইন্ড খাইয়েন না।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: বিলাল, ভুল বুইজেননা ভাইডি। কিন্তু আপনিও কি "মডারেটর না হলেতো পোস্টে কাক পক্ষীও আসতো না।" এই সূত্র মাইনা কমেন্ট দিসেন? আমার মনে হয় না।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

সূর্য হাসান বলেছেন: এই দেশটায় এমন ইউনুস আলীতে ভরা কিন্তু গুটিকয় খারাপ লোকের কারণে এদেরকে আমরা দেখতে পাই না। দেশ থেকে অন্ধকারও দূর হয় না।
সালাম ইউনুস আলীকে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো বলেছেন হাসান।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন:


@বিলাল, আমি পোস্ট দেখে আসি....কে মডারেটর আর কে মডারেটর না সেই চিন্তা করে আসি না ।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

বিলাল বলেছেন: আমি মডারেটরদের লগে খাতির জমাইতেই আসি। একবারে খাঁটি কথা। কসম কইলাম।

তবে এই পোস্টে আইছি বিবেকে ডাক দিছে বইলা।

@ আরজু। আপনিতো নিজেই মডু। ম আর ড রসুকার ডু সমান মডু।
তবে আপনি মডু হইলেও সবার লগে বেশ খাতির আছে। বেশ কমেন্ট করেন। এইডাও ভালো। একটু তেল দিলাম। একেবারে আলাস্কার খাঁটি তেল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: বিলাল, আপনার বিবেকরে সালাম।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

নেক্সাস বলেছেন: স্যালুট ইউনুস আলী



শরৎ ভাই আসলে কি জানেন ইউনুস আলীরা এখনো সৎ।

কিন্তু মিঃ ইউনুসেরা সৎ হতে পারছেনা।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

বাতায়ন এ আমরা কজন বলেছেন: একদিন এদেশে ইউনুস আলীরাই থাকবে,
দূর্ণীতিবাজ সবাইকেই একদিন ঝেটিয়ে বিদায় করা হবে।

ধন্য হই আমরা, এইসব ইউনুস আলীদের জন্য বারবার,
কিন্তু এদের প্রকৃত মূল্যায়ন করতে আমরা বারবারই ব্যর্থ।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সর্বনাশ পোস্টে কমেন্ট করলেও যে তেল দেয়া হয়ে যায়, সেটা ঝানতাম নাত।

মডারেটর ব্লগের ব্যাকেন্ডে যে কেউ হতে পারে কিন্তু ব্লগের পেজে সবাই ব্লগার তাই একজন সহব্লগারের পোস্টে আরেকজন সহব্লগার হিসেবে মন্তব্য করা যদি তেল দেয়া হয় তাহলে এমন তেল হাজারবার দেয়া ভালো।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

সঞ্জয় নিপু বলেছেন: আমাদের দেশে তো দেখছি " ইউনুস " নামের মানুষরা খুব ভাল হয় ?

আগে শুনেছি ডঃ ইউনুস এর কথা তিনি নিঃন্দেহে বাংলাদেশের গোউরব আর আজকে আর একজন ভাল ইউনুস কে দেখলাম । ভাবছি আমার ছেলে হলে নাম রাখবো "ইউনুস" ।


স্যালুট জানাই ইউনুস আলীকে ।।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো একটি খবর। এই ধরনের খবর আমাদেরকে অনুপ্রেরনা দেয়। তবে বার বার ইউনুস আলী আসবে না। সেখানে আমার মতও লোক আছে। সো, সাবধান নেক্সট টাইম থেকে।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

জানা বলেছেন:

অসাধারণ! অনায়াসে মন ভাল হয়ে যায়, গর্ব হয় সত্যিকারের বাংলাদেশ নিয়ে। এটাইতো বাংলাদেশ, বাংলাদেশের সত্যিকারের মানুষ। এমন সততার এবং সাহসিকতার উদারহণও কিন্তু কম নেই এদেশে। আপনার পোস্টে শেষের কথাগুলো বারবার উচ্চারণ করতে চাই।

অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ, তোমার সততায় আর মমত্বে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে। বাংলাদেশ একদিন সমস্ত দূর্নীতি আর অন্যায় দূরে সরিয়ে বিশ্বের সবচেয়ে সৎ দেশে পরিণত হবে।" স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

দারুণ একটি ইতিবাচক খবরে দিনযাপন সুখের হোক সবার জন্য। পোস্টটির জন্য ধন্যবাদ শরৎ।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

আম্মানসুরা বলেছেন: ভালো মানুষের সংখ্যা বেশী, খারাপ মানুষ অল্প কিন্তু বেশী প্রচারিত তাই মনে হয় খারাপ মানুষ বেশী। ইউনুস আলী কে সালাম।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো লাগলো। ++++

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: স্যালুট ইউনুস আলী :)

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

চাদের জোসনা বলেছেন: এই ইউনুছ আলীদের এখন কষ্টের দিন। হারামিরা এই লোকদের ভোট নিয়া পুরো দেশটাকে চুষে নয় কামড়িয়ে খাচেছ। কবে এই ইউনুছ আলিরা জাগবে। কবে এরা মুক্তি পাবে জালেমদের যাতাকল থেকে। আমাদের দেশে ইউনুছের সংখ্যই বেশি,রাজনীতিকিরে ইউনুসদেরকে রাজনীতিক বানায়। সকল ঘৃণা এদের জন্য।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

ড. জেকিল বলেছেন: ইউনুস আলীরা সব সময়ই সৎ হয়।

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

অন্ধকারে একজন বলেছেন:



ইউনুস আলী'রা আছে বলেই আমাদের দেশ এতো সুন্দর।
স্যালুট ইউনুস আলী।

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: এইসব ঘটনা বেঁচে থাকতে বিশ্বাস যোগায়। স্যালুট ইউনুস ভাই!

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইতিবাচক খবরে মন ভালো হয়ে গেল।

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

খাটাস বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

সর্বনাশ পোস্টে কমেন্ট করলেও যে তেল দেয়া হয়ে যায়, সেটা ঝানতাম নাত।

মডারেটর ব্লগের ব্যাকেন্ডে যে কেউ হতে পারে কিন্তু ব্লগের পেজে সবাই ব্লগার তাই একজন সহব্লগারের পোস্টে আরেকজন সহব্লগার হিসেবে মন্তব্য করা যদি তেল দেয়া হয় তাহলে এমন তেল হাজারবার দেয়া ভালো।

বাংলাদেশ একদিন সমস্ত দূর্নীতি আর অন্যায় দূরে সরিয়ে বিশ্বের সবচেয়ে সৎ দেশে পরিণত হবে।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টের জন্য, আরেকবার মনে করিয়ে দিলো, প্রমান করে দিলো- 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ '

ইউনুস আলীর জন্য শুভকামনা!

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ভিটামিন সি বলেছেন: আমিও তেল দিতে আইছি।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: যারা এখানে কমেন্ট করেছেন আশাকরি তারাও সৎ মানুষ।মজার ব্যাপার হল যারা অসৎ কাজ করে তারাও নিজেকে সৎ মানুষই মনে করে!! যাই হোক এরকম আর একটি ঘটনা বলি।আমার বড় ভাই বাথরুম থেকে বের হওয়ার সময় একটা মানিব্যাগ পেয়েছিল কিন্ত মানিব্যাগে কোন ঠিকানা না পাওয়ায় এটি বাসায় নিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করল কি করা যায় আমিও কি করব বুঝতে পারছিলাম না।মানিব্যাগে তিন হাজারের মত টাকা একটা প্রেসক্রিপশন আর একটা VISA Card ছিল। Dutch Bangla Bank এর VISA Card হওয়ায় ভাইয়া Dutch Bangla Bank এর হেল্প লাইনে ফোন করে VISA Card এর নম্বর ব্যাবহার করে ঐ লোকটাকে পাওয়া গেল। পরে সে বলেছিল তার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: মন টা ভাল করে দিলেন ...
সালাম ইউনুস আলী দের কে ।

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

মামুন রশিদ বলেছেন: উনারাই বাংলাদেশের আসল পরিচয় ।


স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

এক্স রে বলেছেন: স্যালুট ইউনুস আলি


.।
বিলাল ভাইয়ের কাছ থেকে তেল মারা শিখতে চাই

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

বটের ফল বলেছেন: স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

অতঃপর বাউন্ডুলে বলেছেন: সমাজের আনাচে কানাচে থেকেও এই ইউনুস আলী'রাই যুগে যুগে আমাদের বিবেককে জাগ্রত ও পরিশোধিত করে যাচ্ছে.!! তাই,

স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

এম ই জাভেদ বলেছেন: সততার এরকম বিরল দৃষ্টান্ত মাঝে মাঝে দেখা যায় বলেই আমরা অনুপ্রেরণা পাই-

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আরিফ আহমেদ বলেছেন: আপনার ভাগ্য ভাল যে মোবাইল টা কোন রাজনীতিবিদের হাতে পরে নাই, তাহলে আর পেতেন না। মোবাইলটা পরেছে সাধারণ জনগণের হাতে

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
স্যালুট ইউনুস আলী।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: স্যালুট!!

৪২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

কুহক' বলেছেন: অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ, তোমার সততায় আর মমত্বে আবার বেঁচে উঠতে ইচ্ছে করে। বাংলাদেশ একদিন সমস্ত দূর্নীতি আর অন্যায় দূরে সরিয়ে বিশ্বের সবচেয়ে সৎ দেশে পরিণত হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: অবশ্যই হবে।

৪৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

বটবৃক্ষ~ বলেছেন: স্যালুট!! :#) :#)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

শরৎ চৌধুরী বলেছেন: স্যালুট!!

৪৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মহামানব ইউনুস ভাইকে স্যালুট। একই সাথে ঐ বখাটে যুবকগুলো, যারা সেট কেড়ে নিতে চেয়েছিল, ওদেরকে চিবিয়ে খেতে ইচ্ছে করছে যে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ। কিন্তু চিবিয়ে খাবেন কি করে?

৪৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

নামগোত্রহীন বলেছেন: স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

৪৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

আমি তুমি আমরা বলেছেন: স্যালুট ইউনুস আলী। স্যালুট বাংলাদেশ।

৪৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

সানফ্লাওয়ার বলেছেন: ইউনুস আলীর মত মানুষরা আছে বলেই বেঁচে থাকা এত সুন্দর

৪৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আলাপচারী বলেছেন: মাছের রাজা ইলিশের পচন শুরু হয় মাথা থেকে।

প্রাণীর রাজা মানুষেরও পচন শুরু হয় মাথা থেকে। রাষ্ট্র, সমাজ, প্রশাসনের মাথা যারা তারা আগে কলুষিত হয়। বাদ বাকি সমাজ ক্রমশ কলুষিত হতে থাকে।

আমরা ভুলে যাই পচনের প্রাতিষ্ঠানিক শুরু হয়েছিল এরশাদ আমলে।

যেহেতু জনসংখ্যা বেশি। শ্রেনী বিভক্তি আরো বেশি তাই নীচু শ্রেনী এখনও পচনের পর্যায়ে পৌছে নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.