নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নির্বিকার অর্কিড

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৩





কিছু পারমানবিক বি-সুখ

অন্তঃস্থ ছাপচিত্রের কোমল আস্তরে

ভয় পাওয়া চড়ুইয়ের ডানায় ছটফট করে।

সেইসব ডানাঝাপটানি পাখিদের সবাইকে আমি

চিনিনা সত্যি;

সবার হাত ধরে হাঁটাও হয় না

যদিও বলরূমের উজ্জ্বল ঝাড়বাতির মত

ঝুলে থাকা চাঁদে, দেখি তাদের প্রতিচ্ছবি

ভিড়ে ভেসে ওঠা মুখ যেমন_

স্মৃতিতে একটা আলতো পরশ বুলিয়ে মিলিয়ে যায়

অনেকটা তেমন_

এই আনবিক বি-সুখের কোন রং নেই

কোন স্বাদ নেই, কোন কামনা; সেও নেই

সে থাকে

যেমন থাকে নির্বিকার অর্কিড

মৃত সর্ম্পকের অভ্যস্ত এপিটাফে।



শরৎ, ২০-০৯-১৩, রাত ৯টা ৪০, পল্লবী, ঢাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: +++++++++

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সে থাকে
যেমন থাকে নির্বিকার অর্কিড
মৃত সর্ম্পকের অভ্যস্ত এপিটাফে


চমৎকার! কবিতায় ভালো লাগা!

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

এই আনবিক বি-সুখের কোন রং নেই
কোন স্বাদ নেই, কোন কামনা; সেও নেই
সে থাকে
যেমন থাকে নির্বিকার অর্কিড
মৃত সর্ম্পকের অভ্যস্ত এপিটাফে।



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ +++++

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: দারুন :)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: দারুন :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩

বটবৃক্ষ~ বলেছেন: ভালোলাগা ++++++

ভাইয়া আপনি গতদিনের জোছনার পিক্স তুলেননি??! প্লিজ শেয়ার দিয়েন ব্লগে!! মিস করেছিলাম জোছনাটা! আপনার শটে থাকলে অবশ্যই শেয়ার করেন!! :)

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

বৃতি বলেছেন: বেশ ভালো লাগলো ।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। তবে মডু ভায়া প্লাস দেয়ার ব্যাপারে কিছু করেন! প্লাস ছাড়া ব্লগিং নুন ছাড়া তরকারির মতো! আমারটা খালি ঘুরতেই আছে :-<

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ, দেখি কি করা যায়।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় ভালো লাগা+

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

কুহক' বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সুন্দর। তবে মডু ভায়া প্লাস দেয়ার ব্যাপারে কিছু করেন! প্লাস ছাড়া ব্লগিং নুন ছাড়া তরকারির মতো! আমারটা খালি ঘুরতেই আছে ....

আমি জানতামই না এটা যে মডুদের ব্যার্থতা। ভেবেছি আমারই পিসি স্লো হয়েছে.... =p~

আনবিক-বি সুখের ব্যাপারটা ভিন্নতার স্বাদ দিলো।... শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.