নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দুপুরগুলো লিফটম্যানের হাতে বন্দী

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

স্নিগ্ধ সবুজ কিংবা সকালের স্মৃতি

একা একা হেঁটে চলার বন

আহবান জানায়, আদিম আহবান।

গাছগুলো খুব পুরোনো না হলেও

ওদের শরীরে বৃক্ষসম্প্রদায়ের রক্ত।

ঠাসবুঁনোট কবিতার মত দেহের পরতে পরতে জমা কষ

এবং একলা পথে ঠাহরহীন গন্ধ,

স্নায়ুর মেঘ বেয়ে অমোঘ নামতে থাকা।

মনে হয়, অদেখা সরীসৃপের আঁশ ছুঁয়ে যাচ্ছে

এমনকি এই দুপুরেও।

যখন লিফটম্যান নানান ছুঁতোয়

কেবলি জানতে চায় ঈদ দেশে করছি কিনা

কোরবানী কোথায় হবে,

জামাজুতো কেনাতে তার যত অভাব

দ্যাশে তার পরিবার আছে; তার পরিবারের যত অভাব

টাটকা পরিবার, টাটকা প্রয়োজন।



অথচ সে বলেনা

এই মহানগরে তার পরিবর্তনশীল বিছানাসঙ্গীর খবর।

রোজ রাতে তার টিভির ভলিউম বাড়ে

লোহার দরজা ঘেঁষা খুপরিতে খিলখিল

মাঝরাতে ফেরা ভাড়াটিয়ারা শুনে থাকে রোজ;

হয়ত ঈর্ষাও করে।

আর লিফটম্যান; দারোয়ান হয়ে কপট ত্রস্ত

আসলে বিরক্ত খুব

লূঙ্গির গাঁটে গাঁটে বিরক্তির কষ বেঁধে দরজা খুলে দেয়;

এমনকি এই দুপুরেও।



লাল আলো টিপে টিপে উপরে উঠতে উঠতে

কিংবা বোতাম ধরে নামতে নামতে

লাোহার বাক্সের অনন্ত অভিযোগ

যেন ধস্তাধস্তি।

দারোয়ান লিফটম্যান হয়,

লিফটম্যান দারোয়ান।

আর বাক্স ভরাট হয় কষের গন্ধে

সম্প্রদায়ের রক্তে

যদিও বিগত তিরিশ মিনিট ধরে

লিফট বেয়ে কেউই ওঠানামা করেনি।

এমনকি দারোয়ানও।

শুধু এক অদেখা খিলখিল লিফটম্যানের লুঙ্গির গাঁটে গাঁটে

কষ হয়ে ঝরতে থাকে,

এমনকি এই দুপুরেও,

যদিও বিগত এক ঘন্টা ধরে এলাকায় কোন বিদ্যুৎ তরঙ্গ ছিল না।



শরৎ, পল্লবী, ঢাকা, দুপুর ২টা ৪৫। ২১-০৯-১৩।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

আমিনুর রহমান বলেছেন:



ফেবুতে পড়ে আসলাম।
অসাধারণ ও অনন্য +++

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

ইখতামিন বলেছেন: দ্বিতীয় ভালোলাগা :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সাহিদা আশরাফি বলেছেন: চমৎকার!!

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

রাতুল_শাহ বলেছেন: ভাল লাগলো

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: আহা... গল্প হিসেবেও পড়া যায়।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: আগের দুটোর চেয়ে এটা অনেক বেশি ভালো লেগেছে।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে লিফট অথবা লিফটম্যানের কবিতা

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

একজন আরমান বলেছেন:
মন্তব্যের শুরু করছি "দুর্দান্ত" নামক শব্দটি দিয়ে।

টপিকটা সত্যিই অসাধারণ। হামা ভাইয়ের মন্তব্যের সাথেও সহমত।


এবার অফটপিকঃ
বাই দা ওয়ে আপনি পল্লবী থাকেন? আমিও কিন্তু এর আশেপাশেই থাকি !
কবির সাথে চা পানের সুযোগ মিললে সেমি-কবি হবার সুযোগ পেতাম !

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫১

শ্যামল জাহির বলেছেন: মুগ্ধ হলাম!

প্লাস।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

লাল আলো টিপে টিপে উপরে উঠতে উঠতে
কিংবা বোতাম ধরে নামতে নামতে
লাোহার বাক্সের অনন্ত অভিযোগ
যেন ধস্তাধস্তি।
দারোয়ান লিফটম্যান হয়,
লিফটম্যান দারোয়ান।


দুর্দান্ত +++

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

অদৃশ্য বলেছেন:





দাদা


চমৎকার হয়েছে লিখাটি


শুভকামনা...

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ!

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

পাঠে মুগ্ধ হলাম ভ্রাতা।

++++++

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

দূর্যোধন বলেছেন: ধুসসসসসসসসসসসসসস ! বরাবরের মতই ভুয়া ! :-P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: আরররেেেেেেেেেেেেে এতদিন পর কইথ্থেইক্কা?

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

পিনিকবাজ বলেছেন: একজন আরমান বলেছেন:
মন্তব্যের শুরু করছি "দুর্দান্ত" নামক শব্দটি দিয়ে।

+++++

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১

দূর্যোধন বলেছেন: আছি আশে পাশেই ! কাহিনি কইলাম সিরিকাস ..... বাকিটা অফলাইনে জাইনা নিয়েন .... মাথামুথা ঘুরায়া যাইবো !

যাউগগা ! বোর হয়া গেলাম ....মিস কর্তেছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.