নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ বনে যাইনাই আমি,
ঐ বনে যাবার পথে বেশ্যা পাড়ার গল্প শুনছি অনেক
ঐ বনের মধুর গল্প শুনছি, গোলপাতার গল্প
বড় বড় লেন্সওয়ালা ক্যামেরার গল্প।
ঐ বনে যাইতে টাকা লাগে অনেক
ঐ বনে যাবার টাকা আমার জমা হয়ে ওঠে নাই।
তবে ঐ বনে সাদা চামড়ারা গেছে
এই দেশে আসলেই তারা ঐ বনে যায়
তারা “সভ্যতা” নিয়া গেছে, তারা ডকুমেন্টরি করছে।
ঐ বনে এনজিও গেছে
তারাও ডকুমেন্টরি করছে।
ঐ বনে শীতকালীন পর্যটক গেছে
তারাও অনেক ছবি তুলছে।
ক্লিক-ক্লিক-ক্লিক।
ঐ বনে, বলে কিছু কিংবদন্তী থাকে
তাগো নিয়া বড় বড় পত্রিকায় বড় বড় ছবি ছাপা হইছে।
ঐ বনে, বলে কিছু ডোরাকাটা জিনিস থাকে
তাগোরে গল্পে শুনছি, চিড়িয়াখানায় দেখছি
দূর্গন্ধ!
তবে সুন্দরও।
জাতীয় দলের জাতীয় জার্সিতে নানান ভঙ্গিতে দেখছি
উচা-নিচা হাউমাউ।
তবে ঐ বনে আমার যাওয়া হয় নাই।
কতকিছুই তো দেখি নাই আমি, না দেখলাম
সিডরে কত কত লাশ ফুইলা ভাইসা গেছে, দেখি নাই
তাজরিনে কত কত চামড়া পুইড়া ফাইট্টা গেছে দেখি নাই
রানা প্লাজায় কত কত মুখ থেতলাইয়া গেছে দেখি নাই
তবে ছবি তুলছি, ছবি তুইলা দেশে বিদেশে দিছি
পুরুষ্কার জিতছি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট।
আমিতো বিদ্যুৎ ও দেখি নাই,
কাপ্তাইয়ে বাধ দেখছি কিন্তু বিদ্যুৎ দেখি নাই।
সুন্দর লেক দেখছি, কিন্তু পানি ডুবা বাড়ীঘর দেখি নাই।
ফ্যান ঘুরে, আলো জ্বলে কিন্তু বিদ্যুৎ দেখি নাই।
কড়াৎ কইরা বাজ পরলে বাজ দেখছি, কিন্তু আমিতো মরি নাই।
আমার ডর কিসের, ঐখানে রিসোর্ট হইলে তারপর যামু
ঐখানে বিদ্যুৎ গেলে তারপর যামু
ঐখানে এসি হইলে তারপর যামু
বাড়ীর বিদ্যুতের বিল শোধ হইলে তারপর যামু
এ দেশে না থাকলে ঐ দেশে গিয়া যামু
আমার ডর কিসের, পোলায় জিগাইলে কমু বাঘ একটা ডাইনোসর আসিল
আমার ডর কিসের, মাইয়া জিগাইলে কমু ইলিশ একটা কুত্তা আছিল
আমার ডর কিসের, ভাতিজি জিগাইলে কমু জামদানী একটা তেনা আছিল
আমার ডর কিসের, আমিতো বাঘ না
আমি মানুষ, মানুষে সব খায়
নিজের মা’রে খায়, নদীরে খায়, সমুদ্ররে খায়, মেঘ রে খায়, নিজেরে খায়
আমার ডর কিসের, ভোটের ক্ষুধা লাগলে নাহয় কাইন্দা দিমু
আমার ডর কিসের, আমি তো বাঘ না
বাঘ তো আমার মত কানতে পারে না।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ লেখোয়াড়।
২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ দেশে না থাকলে ঐ দেশে গিয়া যামু
আমার ডর কিসের, পোলায় জিগাইলে কমু বাঘ একটা ডাইনোসর আসিল
আমার ডর কিসের, মাইয়া জিগাইলে কমু ইলিশ একটা কুত্তা আছিল
আমার ডর কিসের, ভাতিজি জিগাইলে কমু জামদানী একটা তেনা আছিল
আমার ডর কিসের, আমিতো বাঘ না
আমি মানুষ, মানুষে সব খায়
নিজের মা’রে খায়, নদীরে খায়, সমুদ্ররে খায়, মেঘ রে খায়, নিজেরে খায়
আমার ডর কিসের, ভোটের ক্ষুধা লাগলে নাহয় কাইন্দা দিমু
আমার ডর কিসের, আমি তো বাঘ না
বাঘ তো আমার মত কানতে পারে না।
দারুন চপেটাঘাত!!! নিজের গালে? হয়তো!!!!!!
রামপাল নিয়ে যত পোষ্ট সমৃদ্ধ করতেই যুক্ত করেছি
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
শরৎ চৌধুরী বলেছেন: নিজের গালেই তো...নিজেদের গালে। ধন্যবাদ অনেক।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আমার ডর কিসের, আমি তো বাঘ না । দারুন লিখেছেন। গভীর ভাবনার খোরাক।আমরা বাঘের চামড়া দিয়ে ঘর সাজাই। বাঘের দাত গলায় ঝুলিয়ে রাখি।
সুন্দর কবিতা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
শরৎ চৌধুরী বলেছেন: মানুষ তো সবচেয়ে নৃশংস প্রাণী।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
ইউর হাইনেস বলেছেন: আমার ডর কিসের, আমিতো বাঘ না
আমি মানুষ, মানুষে সব খায়
নিজের মা’রে খায়, নদীরে খায়, সমুদ্ররে খায়, মেঘ রে খায়, নিজেরে খায়
আমার ডর কিসের, ভোটের ক্ষুধা লাগলে নাহয় কাইন্দা দিম
আগুন ঝরছে স্যার, নমষ্কার !!
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ অশেষ ধন্যবাদ। সালাম/নমষ্কার আপনাকেও।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবি না হয়ে কবিতা সম্পর্কে কিছু বলতে গেলে প্রকৃত কবিদের রক্তচক্ষু কল্পনা করেই অবস্থা খারাপ হয়ে যায়। তবে সাধারন পাঠকদের কাছে সব কবিতা পৌছে না। সাধারন পাঠকদের কাছে যে কবিতা পৌছে সেটাই অসাধারন কবিতা, অন্তত আমার মতে।
তাই এটা একটা অসাধারন একটা কবিতা! আর আমার দেখা এই ব্লগের সবচেয়ে নিভৃতচারী কবি হলেন আপনি।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাভা। শুভেচ্ছা অশেষ।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমেই বলি আপনার কবিতা প্রিয়তে নিতে নিতে এখন ভাবছি আপনারেই প্রিয়তে নিয়া রাখি। :#>
কবিতা নিয়ে কোন মন্তব্য করবনা। দুর্দান্ত-দুর্দান্ত-দুর্দান্ত +++ রইল।
আমার ডর কিসের, পোলায় জিগাইলে কমু বাঘ একটা ডাইনোসর আসিল
আমার ডর কিসের, মাইয়া জিগাইলে কমু ইলিশ একটা কুত্তা আছিল
আমার ডর কিসের, ভাতিজি জিগাইলে কমু জামদানী একটা তেনা আছিল
আমার ডর কিসের, আমি তো বাঘ না
বাঘ তো আমার মত কানতে পারে না।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহাহা কান্ডারি। শুভেচ্ছা অনেক, আমাকে প্রিয়তে নেন নাই এখনো? মনটা খারাপ হয়ে গেল। হেহেহেহেহে।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২
হাসান মাহবুব বলেছেন: অনবদ্য। কবিতায় সারকাজমের চরম প্রকাশ।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
বশর সিদ্দিকী বলেছেন: একটাই আকুতি সুন্দর বন ধংশকারি এই রামপাল প্রযেক্টকে না বলুন।
আমাদের তো একটাই বন। এটা ধংশ হয়েগেলে ভবিষ্যৎ কি হবে??
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
শরৎ চৌধুরী বলেছেন: খুব সত্য কথা বশর। ধন্যবাদ অশেষ।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: আমিও যাই নাই ঐ বনে। যামু, সভ্যতা আসুক ঐ বনে।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা কন্যা, সভ্যতা আসতে আসতে বন তো রিসোর্ট হয়ে যাবে।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
দূর্যোধন বলেছেন: ভাল্লাগলো !
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ দুর্যো।
১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
মামুন রশিদ বলেছেন: আমি মানুষ, মানুষে সব খায়
নিজের মা’রে খায়, নদীরে খায়, সমুদ্ররে খায়, মেঘ রে খায়, নিজেরে খায়
কি বলবো! একেবারে মনের কথাগুলো বলে দিয়েছেন কবিতায় ।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন। মানুষ তো সর্বভূক।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার ভ্রাতা।
++++
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা শোভন।
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
নেক্সাস বলেছেন: ভালো লাগছে
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা নেক্সাস।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫
গরম কফি বলেছেন: আমি মানুষ, মানুষে সব খায়
নিজের মা’রে খায়, নদীরে খায়, সমুদ্ররে খায়, মেঘ রে খায়, নিজেরে খায়
কি বলবো কোন অংশটা কোট করবো ! দারুন কবিতা ..
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কফি।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪
নীল েমঘ বলেছেন: ... আমার ডর কিসের, পোলায় জিগাইলে কমু বাঘ একটা ডাইনোসর আসিল
অভিভুত না হয়ে পারলাম না। দারুন লিখেছেন
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল।
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
মাহমুদা সোনিয়া বলেছেন: অনেক ভালো লাগলো।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সোনিয়া।
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি আমার অনেক প্রিয় । অন্য রকম ভাললাগা। বিরাট এক কবিতে খুজে পেলাম
এই কবিতার মধ্যে দিয়ে্
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সেলিম।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
জনাব মাহাবুব বলেছেন: কবিতাটি কয়েকবার পড়লাম। যতবার পড়লাম ততবারই মুগ্ধ হয়েছি।
একটা চাপা কষ্ট টের পেলাম
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মাহাবুব।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
লেখোয়াড় বলেছেন:
আপনার কোন ডর নেই।
ডর সব আমার, আপনার কবিতার।
আরো একটি সাধারণভাবে অসাধারণ কবিতা।
ভাললাগা আর ধন্যবাদ।