নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ১৩ টি মিথ্যা

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫



খুব সকালে উঠেই নিয়মিত গলির ভেতর দিয়ে

রোদ মাখা স্মৃতি, মিথ্যা ছিল;

অথবা বৃষ্টিতে কাকভেজা হয়ে আশুলিয়ার বাঁক

মহাসড়কে পিছলে যাওয়া থেকে বেঁচে যাওয়া, মিথ্যা ছিল;

গোপন রেঁস্তোরায় মুখোমুখি বসে জীবনের হিসাব

স্টেক কেটেকেটে মুখে দেয়া, মিথ্যা ছিল;

তোমার গোলাপী শাড়ি, ঈদের আগের রাতে

দরদাম, ভীড় ঠেলা ঘাম মিথ্যা ছিল;

বারান্দায় হাত পেতে বৃষ্টি বিলাস

কোমল ওড়না মিথ্যা ছিল।



কে বলে এইসব?

আকাশ নীল হলে, ঝাউগাছ নুয়ে পড়লে

অনেক অনেক অনেক দূর থেকে হেঁটে আসলে

সন্ধ্যা নুয়ে পড়লে,

অস্তগামী সূর্যের মত সবই সত্য হয়

যেমন হয় অন্ধকার

দূর উপত্যকার কোল বেয়ে নেমে এলে

সত্য ভীষণ, কাঁপন কাঁপন

একটা শান্ত কুঁড়ে ঘরে শীতের আমেজ

কুয়াশায় আলোর মতন

মিথ্যা মনে হয়;

আসলে সত্য খুব

ঘর পালানো নেকড়েদের তুমি জিজ্ঞেস কোরো

তারা একে একে দেখিয়ে দিয়ে যাবে

সত্য আলোয় মিথ্যার আঁচড় সমূহ।



শরৎ চৌধুরী, মধ্যরাত: ০১:৪১, পল্লবী, ঢাকা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০

তানিয়া হাসান খান বলেছেন: ভাল লেগেছে কবিতা খানি। :)

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা তানিয়া।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! অসাধারন লিখেছেন। প্রতিটা লাইনে কেমন যেন একটা অভিমানের অনুভুতি কাজ করেছে। আজকে অভিমান মুডে আছে। তাই কবিতাটা বিশেষ ভালো লাগল। ++++

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: কিসের এত অভিমান? জানোতো মানুষ অভিমান করে এই প্রত্যাশায় যে কেউ তার মান ভাঙ্গাবে।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত কবিতা ++++++++

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ শোভন।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

ডি মুন বলেছেন: বাহ, ভালো লাগলো

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মুন, কেমন আছেন?

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

রোজেল০০৭ বলেছেন: মুগ্ধ পাঠ !!

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রোজেল।

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

এহসান সাবির বলেছেন: চমৎকার...!

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা সাবির।

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা!

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মামুন।

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

ডি মুন বলেছেন: এইতো চলছে, জীবন যেমন চলে :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

শরৎ চৌধুরী বলেছেন: জীবন তো চলেই...মুন।

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

বশর সিদ্দিকী বলেছেন: দারুন একটা কবিতা। ভাল লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা বাশর।

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

ব্লগ পাঠক বলেছেন: পুরো জীবনটাই মিথ্যা আর আপনি পেলে মাত্র ১৩টা।
কবিতা অনেক সুন্দর লিখেন আপনি।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ পাঠক।

১১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কবিতায় প্লাস রইল।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা ।

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

জনাব মাহাবুব বলেছেন: আপনার কবিতার হাত ভালো।
+++++++++++++++++

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহাবুব।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

ড. জেকিল বলেছেন: অসাধারন লাগলো। সুন্দর কবিতা।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জেকিল, মি. হাইড কেমন আছে?

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

অনাহূত বলেছেন: আমাদের ১৩টি মিথ্যাই
ভীষণ সত্য ছিলো

চমৎকার কবিতা।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো করে বুঝতে পারলেন অনাহূত। শুভেচ্ছা।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগছে..

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা শাপলা।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ঘর পালানো নেকড়েদের তুমি জিজ্ঞেস কোরো
তারা একে একে দেখিয়ে দিয়ে যাবে
সত্য আলোয় মিথ্যার আঁচড় সমূহ।

কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। :)

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ সেলিম।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা অশেষ হামা। তোমার সাজেশনে ভিজিটর কিউ দেখলাম, মেটাফরিক এবং র, কিন্তু মাঝে মাঝেই সাউন্ড মাইক স্ক্রীণে চলে এসেছে। ম্যান বাইটস ডগ বেশি ক্লাসি। বাট নান দ্যা লেস অনেক শুভেচ্ছা।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

তওসীফ সাদাত বলেছেন: চমৎকার !! :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সাদাত।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বুঝি কম, তবে অতিত ভালো লাগার কেউ হারিয়ে যাওয়ার কষ্টের শব্দটাই যেনো পেলাম এখানে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: এত চমৎকার অনুভবের জন্য চমৎকার হৃদয় থাকা খুব গুরুত্বপূর্ণ। অনেক শুভেচ্ছা মানুষ।

২০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লাগলো কবিতার কথা ও ভাব :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ মইনুল।

২১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক অনেক দূর থেকে হেঁটে আসলে
সন্ধ্যা নুয়ে পড়লে,
অস্তগামী সূর্যের মত সবই সত্য হয়
যেমন হয় অন্ধকার


এইসবই কি আমাদের মিথ্যে ?

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

শরৎ চৌধুরী বলেছেন: সবই মিথ্যা যদি হয়, তাহলে অন্তত একটা কথা সত্য, শুরু কিংবা শেষ।

২২| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

অদৃশ্য বলেছেন:





___ মুগ্ধপাঠ ___



কবির জন্য
শুভকামনা...

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য।

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন: কমেন্ট দিয়া লাভ নাই আপনার পোস্টে। রিপ্লাই পাওয়া যায় না :(

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: আমি খুবি দু:খিত ভাইটি দেরী করার জন্য। মাফ চাই বদ দোয়া চাইনা।

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

ড. জেকিল বলেছেন: মি. হাইড রাত-বিরাতে কই যে যায়, কিছু টের পাইনা। বড্ড খারাপ হয়ে যাচ্ছে। :D


নাজিম-উদ-দৌলা বলেছেন: কমেন্ট দিয়া লাভ নাই আপনার পোস্টে। রিপ্লাই পাওয়া যায় না

আমি কিন্তু রিপ্লাই পাইছি ;)

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: কথা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.